নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাব সরে গেছে বাংলাদেশের ওপর থেকে। ফলে বৃষ্টির প্রবণতাও কমে গেছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে। দেশের সমুদ্র বন্দরগুলোর ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেতও নামিয়ে ফেলেছে বাংলাদেশের আবহাওয়া অফিস।
আজ রোববার আবহাওয়া অধিদপ্তর থেকে এসব তথ্য জানা গেছে।
আবহাওয়া অফিস জানায়, লঘুচাপটি বর্তমানে ভারতের উত্তর ঝাড়খন্ড এলাকায় অবস্থান করছে। এর আগে এটি উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ ও বাংলাদেশের কাছাকাছি এলাকায় অবস্থান করছিল।
আবহাওয়াবিদ মো. শাহীনুর ইসলাম আজকের পত্রিকাকে জানান, লঘুচাপটি সরে গেছে বাংলাদেশের উপকূল এলাকা থেকে। ফলে দেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরের ওপর দিয়ে ঝোড়ো হাওয়ার আশঙ্কা কমে গেছে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।
শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে ৩৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। রোববার দিন ও রাতে এই তাপমাত্রা আরও বাড়বে।
শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ফেনীতে ৯০ মিলিমিটার। এ সময় ঢাকায় বৃষ্টি হয় ১৬ মিলিমিটার।
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাব সরে গেছে বাংলাদেশের ওপর থেকে। ফলে বৃষ্টির প্রবণতাও কমে গেছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে। দেশের সমুদ্র বন্দরগুলোর ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেতও নামিয়ে ফেলেছে বাংলাদেশের আবহাওয়া অফিস।
আজ রোববার আবহাওয়া অধিদপ্তর থেকে এসব তথ্য জানা গেছে।
আবহাওয়া অফিস জানায়, লঘুচাপটি বর্তমানে ভারতের উত্তর ঝাড়খন্ড এলাকায় অবস্থান করছে। এর আগে এটি উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ ও বাংলাদেশের কাছাকাছি এলাকায় অবস্থান করছিল।
আবহাওয়াবিদ মো. শাহীনুর ইসলাম আজকের পত্রিকাকে জানান, লঘুচাপটি সরে গেছে বাংলাদেশের উপকূল এলাকা থেকে। ফলে দেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরের ওপর দিয়ে ঝোড়ো হাওয়ার আশঙ্কা কমে গেছে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।
শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে ৩৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। রোববার দিন ও রাতে এই তাপমাত্রা আরও বাড়বে।
শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ফেনীতে ৯০ মিলিমিটার। এ সময় ঢাকায় বৃষ্টি হয় ১৬ মিলিমিটার।
দেশের বেশ কিছু অঞ্চলে গুঁড়িগুঁড়ি বৃষ্টিসহ মাঝারি থেকে ঘন কুয়াশার সতর্কবার্তা গতকালই দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। আজও তা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে চলমান তাপমাত্রাও অপরিবর্তিত থাকতে পারে।
১ ঘণ্টা আগেঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর। সকালের রেকর্ড অনুযায়ী বায়ুমান সূচকে অবস্থান এগিয়ে শীর্ষ পাঁচে এসেছে। এই শহরের আজকের বায়ুমান ১৭৯, যেখানে ১৫১-২০০ হলে সবার জন্য ‘অস্বাস্থ্যকর’ পর্যায় ধরা হয়। অন্যদিকে আজ ঝুঁকিপূর্ণ বায়ুদূষণ নিয়ে শীর্ষে রয়েছে কম্বোডিয়ার নমপেন শহর, বায়ুমান ২১৫...
৪ ঘণ্টা আগেমাঘের মাঝামাঝি এসে আজ গুঁড়িগুঁড়ি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ দিন দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। আগামীকালও এমন আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে। তবে রাতে তাপমাত্রা বাড়তে পারে বলে জানানো হয়েছে...
১ দিন আগেবায়ুদূষণজনিত স্বাস্থ্য সমস্যায় প্রতি বছর বহু মানুষ মারা যায়। জীবাশ্ম জ্বালানি থেকে বায়ুদূষণ প্রতিবছর বিশ্বব্যাপী ৫২ লাখ মানুষের মৃত্যুর কারণ বলে ২০২৩ সালের নভেম্বরে ব্রিটিশ মেডিকেল জার্নালে (বিএমজে) প্রকাশিত একটি সমীক্ষায় তুলে ধরা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গৃহস্থালি ও পারিপার্শ্বিক বায়ুদূষণের
১ দিন আগে