নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে একটি লঘুচাপ। ফলে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে গত কয়েক দিনের ভ্যাপসা গরম কেটে যাবে বলে আশা করা হচ্ছে। মৌসুমি বায়ু বিদায়ের আগে ঢাকাসহ সারা দেশে বৃষ্টির প্রবণতা আছে বলে জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাস।
আবহাওয়াবিদরা বলছেন, বুধবার রাতেই বা বৃহস্পতিবার সকালে লঘুচাপটি দেখা দিতে পারে। তখন উপকূল এলাকায় ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দেশের প্রায় সব বিভাগেই। তারা বলছেন, বর্ষা বিদায় নিয়েছে, শরৎও শেষের দিকে। এই সময় বাতাসে আর্দ্রতা থাকে বেশি, রোদও থাকে চড়া। এ জন্য গত কয়েক দিন ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় গরম পড়ছে দিনে ও রাতে।
আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা আজকের পত্রিকাকে জানান, লঘুচাপটি বৃহস্পতিবার সকালের মধ্যে দেখা দিতে পারে। এ জন্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূল এলাকায় ঝড়ো হাওয়া বা দমকা হাওয়াসহ প্রবল বৃষ্টি হতে পারে। ঢাকাসহ সারা দেশেই থেকে থেমে বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার ও শুক্রবার। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দেশ থেকে বিদায়ের শেষ পর্যায়ে।
দেশের অধিকাংশ এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ওঠা-নামা করছে। মঙ্গলবার সর্বোচ্চ বৃষ্টি হয় কুতুবদিয়ায় ৫২ মিলিমিটার।
বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে-ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া দেশের অন্যান্য জায়গায় আকাশ মেঘলা ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানানো হয়েছে, চলতি অক্টোবর মাসে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বৃষ্টি হতে পারে। এ মাসে সর্বোচ্চ তিনটি লঘুচাপ দেখা দিতে পারে বঙ্গোপসাগরে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ের আকার ধারণ করতে পারে। গেল সেপ্টেম্বর মাসের ৬,১০ ও ২১ তারিখে বঙ্গোপসাগরে তিনটি লঘুচাপ সৃষ্টি হয়। এর একটি ঘূর্ণিঝড় ‘গুলাব’-এ পরিণত হয়ে ভারতের অন্ধ্র ও ওডিশা উপকূল অতিক্রম করে। এই ঝড়ের প্রভাব বাংলাদেশে পড়েনি বললেই চলে।
বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে একটি লঘুচাপ। ফলে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে গত কয়েক দিনের ভ্যাপসা গরম কেটে যাবে বলে আশা করা হচ্ছে। মৌসুমি বায়ু বিদায়ের আগে ঢাকাসহ সারা দেশে বৃষ্টির প্রবণতা আছে বলে জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাস।
আবহাওয়াবিদরা বলছেন, বুধবার রাতেই বা বৃহস্পতিবার সকালে লঘুচাপটি দেখা দিতে পারে। তখন উপকূল এলাকায় ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দেশের প্রায় সব বিভাগেই। তারা বলছেন, বর্ষা বিদায় নিয়েছে, শরৎও শেষের দিকে। এই সময় বাতাসে আর্দ্রতা থাকে বেশি, রোদও থাকে চড়া। এ জন্য গত কয়েক দিন ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় গরম পড়ছে দিনে ও রাতে।
আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা আজকের পত্রিকাকে জানান, লঘুচাপটি বৃহস্পতিবার সকালের মধ্যে দেখা দিতে পারে। এ জন্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূল এলাকায় ঝড়ো হাওয়া বা দমকা হাওয়াসহ প্রবল বৃষ্টি হতে পারে। ঢাকাসহ সারা দেশেই থেকে থেমে বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার ও শুক্রবার। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দেশ থেকে বিদায়ের শেষ পর্যায়ে।
দেশের অধিকাংশ এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ওঠা-নামা করছে। মঙ্গলবার সর্বোচ্চ বৃষ্টি হয় কুতুবদিয়ায় ৫২ মিলিমিটার।
বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে-ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া দেশের অন্যান্য জায়গায় আকাশ মেঘলা ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানানো হয়েছে, চলতি অক্টোবর মাসে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বৃষ্টি হতে পারে। এ মাসে সর্বোচ্চ তিনটি লঘুচাপ দেখা দিতে পারে বঙ্গোপসাগরে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ের আকার ধারণ করতে পারে। গেল সেপ্টেম্বর মাসের ৬,১০ ও ২১ তারিখে বঙ্গোপসাগরে তিনটি লঘুচাপ সৃষ্টি হয়। এর একটি ঘূর্ণিঝড় ‘গুলাব’-এ পরিণত হয়ে ভারতের অন্ধ্র ও ওডিশা উপকূল অতিক্রম করে। এই ঝড়ের প্রভাব বাংলাদেশে পড়েনি বললেই চলে।
জলবায়ু পরিবর্তনের ফলে খাদ্যপণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় দারিদ্র্য অনেকগুণ বাড়তে পারে, বিশেষ করে উন্নয়নশীল দেশে, যেখানে গৃহস্থালি ব্যয়ের বড় অংশ খাবারের পেছনে যায়।
১২ ঘণ্টা আগেবিগত কয়েক দিন ধরেই বায়ুদূষণের ক্ষেত্রে ঢাকা তুলনামূলক ভালো সময় পার করছে। টানা কয়েক দিন ঢাকার বাতাস ছিল সহনীয় পর্যায়ে। সেই ধারাবাহিকতা আজ রোববারও বজায় রয়েছে। বরং আজ ঢাকার বাতাস বিগত তিন-চার দিনের তুলনায় কম দূষিত।
১৫ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘সরকার সব ঠিক করে দেবে—এমন ভ্রান্ত ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। পরিবেশ সংরক্ষণে সচেতনতা গড়ে তুলতে হবে পরিবার থেকেই। পরিবেশ রক্ষায় আমাদের প্রত্যেককেই দায়িত্ব নিতে হবে। পরবর্তী প্রজন্মের মধ্যে মূল্যবোধ গড়ে তোলার এখনই সবচেয়ে উপযুক্ত
১ দিন আগেআজ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা থাকলেও এ এলাকার আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
২ দিন আগে