নিজস্ব প্রতিবেদক, ঢাকা
উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির এবং শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি খুলনাসহ কয়েকটি জেলায় বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া একটি পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে।
এদিকে খুলনা বিভাগসহ মাদারীপুর, রাজশাহী ও পাবনা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং অব্যাহত থাকতে পারে। সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।
পরবর্তী ৪৮ ঘণ্টায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। আর এর পরের ৫ দিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।
ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে যা, অস্থায়ীভাবে দমকা হাওয়ায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। বুধবার ঢাকায় সূর্যাস্ত হবে ৬টা ৩৮ মিনিটে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো, শাহীনুল ইসলাম মঙ্গলবার আজকের পত্রিকাকে বলেন, ২৭ থেকে ২৮ মের আগ পর্যন্ত এই দমকা অথবা ঝোড়ো হাওয়ার প্রবণতা অব্যাহত থাকতে পারে।
এদিকে যেসব এলাকায় বজ্রপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে, সেখানকার বাসিন্দাদের খোলা জায়গা পরিহার করা, বজ্রপাতের সময় ভেজা অবস্থায় না থাকা এবং ভেজা গাছপালা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন তিনি। বজ্রপাতের সময় ঘরে থাকা সবচেয়ে নিরাপদ বলেও জানান তিনি।
আর ঢাকায় বজ্রপাত হলেও বড় বড় ভবনগুলোতে বজ্র নিরোধক ব্যবস্থা থাকায় প্রাণহানির তেমন সম্ভাবন নেই বলেও জানান এই আবহাওয়াবিদ।
উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির এবং শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি খুলনাসহ কয়েকটি জেলায় বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া একটি পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে।
এদিকে খুলনা বিভাগসহ মাদারীপুর, রাজশাহী ও পাবনা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং অব্যাহত থাকতে পারে। সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।
পরবর্তী ৪৮ ঘণ্টায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। আর এর পরের ৫ দিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।
ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে যা, অস্থায়ীভাবে দমকা হাওয়ায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। বুধবার ঢাকায় সূর্যাস্ত হবে ৬টা ৩৮ মিনিটে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো, শাহীনুল ইসলাম মঙ্গলবার আজকের পত্রিকাকে বলেন, ২৭ থেকে ২৮ মের আগ পর্যন্ত এই দমকা অথবা ঝোড়ো হাওয়ার প্রবণতা অব্যাহত থাকতে পারে।
এদিকে যেসব এলাকায় বজ্রপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে, সেখানকার বাসিন্দাদের খোলা জায়গা পরিহার করা, বজ্রপাতের সময় ভেজা অবস্থায় না থাকা এবং ভেজা গাছপালা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন তিনি। বজ্রপাতের সময় ঘরে থাকা সবচেয়ে নিরাপদ বলেও জানান তিনি।
আর ঢাকায় বজ্রপাত হলেও বড় বড় ভবনগুলোতে বজ্র নিরোধক ব্যবস্থা থাকায় প্রাণহানির তেমন সম্ভাবন নেই বলেও জানান এই আবহাওয়াবিদ।
অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘সরকার সব ঠিক করে দেবে—এমন ভ্রান্ত ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। পরিবেশ সংরক্ষণে সচেতনতা গড়ে তুলতে হবে পরিবার থেকেই। পরিবেশ রক্ষায় আমাদের প্রত্যেককেই দায়িত্ব নিতে হবে। পরবর্তী প্রজন্মের মধ্যে মূল্যবোধ গড়ে তোলার এখনই সবচেয়ে উপযুক্ত
৪ ঘণ্টা আগেআজ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা থাকলেও এ এলাকার আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
১৬ ঘণ্টা আগেঢাকায় বৃষ্টিপাত কমলেও বাতাসের দূষণের ক্ষেত্রে পরিস্থিতি বেশ উন্নত হয়েছে। গত কয়েক দিনের তুলনায় আজ শনিবার ঢাকার বায়ুমানে বেশ উন্নতি হয়েছে। অর্থাৎ, বাতাসে দূষণ কমেছে। বায়ুদূষণ নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউ এয়ারের হিসাব অনুসারে, আজ সকাল ৮টা ৫০ মিনিটে ঢাকার বায়ুমান ছিল ৭৩, যা সহনীয় বাতাসের নির্দেশক।
১৬ ঘণ্টা আগেআজ শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
২ দিন আগে