নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মোবাইল অপারেটর থেকে এসএমএসের মাধ্যমে আবহাওয়া পূর্বাভাস ও সতর্কবার্তা দিতে কাজ করছে সরকার। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে এ তথ্য জানায় মন্ত্রণালয়।
এর আগের বৈঠকে এ সংক্রান্ত একটি সুপারিশ করে সংসদীয় কমিটি। সেই আলোকে আজকের বৈঠকে বাস্তবায়ন অগ্রগতির প্রতিবেদন দেয় প্রতিরক্ষা মন্ত্রণালয়।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘আবহাওয়া তথ্য সেবা ও আগাম সতর্কবাণী পদ্ধতি জোরদারকরণ (কম্পোনেন্ট এ) শীর্ষক প্রকল্পের আওতায় ওয়েব ভিত্তিক স্বয়ংক্রিয় সমন্বিত পদ্ধতির সাহায্যে মোবাইলে এসএমএসের মাধ্যমে আবহাওয়া পূর্বাভাস ও সতর্কবার্তা দেওয়ার কার্যক্রম চলমান। প্রকল্পটি আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্পন্ন হওয়ার আশা প্রকাশ করা হয় প্রতিবেদনে।
প্রকল্পটি বাস্তবায়ন হলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে আবহাওয়া অধিদপ্তর দেশে বিদ্যমান সব মোবাইল অপারেটর থেকে এসএমএসের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার মানুষের কাছে আবহাওয়ার পূর্বাভাস ও সতর্কবার্তা পৌঁছে দিতে পারবে।
আগের বৈঠকের কার্যবিবরণী সূত্রে জানা গেছে, বৈঠকে কমিটির সদস্য মোতাহার হোসেন বলেন, সরকারের বিভিন্ন তথ্য মোবাইলে এসএমএসের মাধ্যমে জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। মোবাইল এসএমএসের মাধ্যমে সাধারণ মানুষের কাছে আবহাওয়ার পূর্বাভাস যথাসময়ে পৌঁছে দেওয়া যায় কি না তা খতিয়ে দেখতে বলেন তিনি।
ওই বৈঠকে কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়া জানতে চান, উন্নত বিশ্বে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ছয় মাস থেকে এক বছর আগে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়। বাংলাদেশে কত দিন আগে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া সম্ভব।
বৈঠকে উপস্থিত থাকা আবহাওয়া অধিদপ্তরের পরিচালক কমিটিকে জানান, বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তর ১০ দিন আগে আবহাওয়ার পূর্বাভাস দেয়। তবে জুন–সেপ্টেম্বর মাসে এক মাসের আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়। পার্শ্ববর্তী দেশগুলোতেও বাংলাদেশের মতো ১০ দিন আগে আবহাওয়ার প্রতিবেদন দেয় বলে জানান পরিচালক।
উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশে আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাস দেওয়ার জন্য আড়াই শ কোটি টাকার একটি প্রকল্প চলমান বলে জানান আবহাওয়া অধিদপ্তরের পরিচালক। প্রকল্পের আওতায় ২২৫টি স্থানে স্বয়ংক্রিয় আবহাওয়া যন্ত্র বসানোর কাজ শেষ পর্যায়ে বলেও উল্লেখ করেন তিনি। যন্ত্রগুলো চালু হলে বাংলাদেশও দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাস দিতে পারবে বলে সংসদীয় কমিটিকে জানান পরিচালক।
কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য মুহাম্মদ ফারুক খান, নাসির উদ্দিন এবং নাহিদ ইজাহার খান।
মোবাইল অপারেটর থেকে এসএমএসের মাধ্যমে আবহাওয়া পূর্বাভাস ও সতর্কবার্তা দিতে কাজ করছে সরকার। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে এ তথ্য জানায় মন্ত্রণালয়।
এর আগের বৈঠকে এ সংক্রান্ত একটি সুপারিশ করে সংসদীয় কমিটি। সেই আলোকে আজকের বৈঠকে বাস্তবায়ন অগ্রগতির প্রতিবেদন দেয় প্রতিরক্ষা মন্ত্রণালয়।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘আবহাওয়া তথ্য সেবা ও আগাম সতর্কবাণী পদ্ধতি জোরদারকরণ (কম্পোনেন্ট এ) শীর্ষক প্রকল্পের আওতায় ওয়েব ভিত্তিক স্বয়ংক্রিয় সমন্বিত পদ্ধতির সাহায্যে মোবাইলে এসএমএসের মাধ্যমে আবহাওয়া পূর্বাভাস ও সতর্কবার্তা দেওয়ার কার্যক্রম চলমান। প্রকল্পটি আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্পন্ন হওয়ার আশা প্রকাশ করা হয় প্রতিবেদনে।
প্রকল্পটি বাস্তবায়ন হলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে আবহাওয়া অধিদপ্তর দেশে বিদ্যমান সব মোবাইল অপারেটর থেকে এসএমএসের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার মানুষের কাছে আবহাওয়ার পূর্বাভাস ও সতর্কবার্তা পৌঁছে দিতে পারবে।
আগের বৈঠকের কার্যবিবরণী সূত্রে জানা গেছে, বৈঠকে কমিটির সদস্য মোতাহার হোসেন বলেন, সরকারের বিভিন্ন তথ্য মোবাইলে এসএমএসের মাধ্যমে জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। মোবাইল এসএমএসের মাধ্যমে সাধারণ মানুষের কাছে আবহাওয়ার পূর্বাভাস যথাসময়ে পৌঁছে দেওয়া যায় কি না তা খতিয়ে দেখতে বলেন তিনি।
ওই বৈঠকে কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়া জানতে চান, উন্নত বিশ্বে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ছয় মাস থেকে এক বছর আগে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়। বাংলাদেশে কত দিন আগে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া সম্ভব।
বৈঠকে উপস্থিত থাকা আবহাওয়া অধিদপ্তরের পরিচালক কমিটিকে জানান, বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তর ১০ দিন আগে আবহাওয়ার পূর্বাভাস দেয়। তবে জুন–সেপ্টেম্বর মাসে এক মাসের আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়। পার্শ্ববর্তী দেশগুলোতেও বাংলাদেশের মতো ১০ দিন আগে আবহাওয়ার প্রতিবেদন দেয় বলে জানান পরিচালক।
উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশে আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাস দেওয়ার জন্য আড়াই শ কোটি টাকার একটি প্রকল্প চলমান বলে জানান আবহাওয়া অধিদপ্তরের পরিচালক। প্রকল্পের আওতায় ২২৫টি স্থানে স্বয়ংক্রিয় আবহাওয়া যন্ত্র বসানোর কাজ শেষ পর্যায়ে বলেও উল্লেখ করেন তিনি। যন্ত্রগুলো চালু হলে বাংলাদেশও দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাস দিতে পারবে বলে সংসদীয় কমিটিকে জানান পরিচালক।
কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য মুহাম্মদ ফারুক খান, নাসির উদ্দিন এবং নাহিদ ইজাহার খান।
স্বস্তি মিলছে না ঢাকার বাতাসে। আজও রাজধানী শহরের বাতাসের অবস্থা অস্বাস্থ্যকর। আজ রোববার, বাতাসের গুণমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স–একিউআইয়ের সকাল ৯টা ৫০ মিনিটের রেকর্ড অনুযায়ী, বায়ুমান ১৮৬ নিয়ে শীর্ষে অবস্থান করছে ঢাকা, যা অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক।
১৩ মিনিট আগেপাসিজা, ইন্দোনেশিয়ার সেন্ট্রাল জাভা প্রদেশের ৫৫ বছর বয়সী এক নারী। প্রতিদিন সকালে তাঁর ঘুম ভাঙে সমুদ্রের শব্দে। বিষয়টি শুনতে রোমান্টিক মনে হলেও, পরিস্থিতি ঠিক উল্টো। সমুদ্র উপকূলে রেজোসারী সেনিক নামের এই ছোট গ্রামে তাঁর বাড়িটিই এখন একমাত্র টিকে থাকা ঘর। জাভার উত্তর উপকূলে একসময় গ্রামটি শুষ্ক ভূমিতে..
১ দিন আগেঈদুল ফিতরের লম্বা ছুটিতে ঢাকার বায়ুমানে কিছুটা উন্নতি হয়েছিল। কিন্তু ছুটি শেষে ব্যস্ত শহুরে জীবন শুরু হওয়ার পর থেকে বায়ুদূষণ ক্রমেই বাড়ছে। তারই ধারাবাহিকতায় বিগত কয়েক দিন ধরে ঢাকা আবারও বিশ্বজুড়ে বায়ুদূষণের ক্ষেত্রে শীর্ষ অবস্থানেই থাকছে। আজ শনিবারও ঢাকা আছে তালিকার শীর্ষে।
১ দিন আগেসবচেয়ে বিস্তৃতভাবে পাওয়া গেছে ক্যাডমিয়াম ধাতু, যা মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। দক্ষিণ ও পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার কিছু অংশে এই ধাতুর উপস্থিতি আশঙ্কাজনক ভাবে বেশি।
২ দিন আগে