Ajker Patrika

মোবাইল এসএমএসে পাওয়া যাবে আবহাওয়ার পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মোবাইল এসএমএসে পাওয়া যাবে আবহাওয়ার পূর্বাভাস

মোবাইল অপারেটর থেকে এসএমএসের মাধ্যমে আবহাওয়া পূর্বাভাস ও সতর্কবার্তা দিতে কাজ করছে সরকার। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে এ তথ্য জানায় মন্ত্রণালয়। 

এর আগের বৈঠকে এ সংক্রান্ত একটি সুপারিশ করে সংসদীয় কমিটি। সেই আলোকে আজকের বৈঠকে বাস্তবায়ন অগ্রগতির প্রতিবেদন দেয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘আবহাওয়া তথ্য সেবা ও আগাম সতর্কবাণী পদ্ধতি জোরদারকরণ (কম্পোনেন্ট এ) শীর্ষক প্রকল্পের আওতায় ওয়েব ভিত্তিক স্বয়ংক্রিয় সমন্বিত পদ্ধতির সাহায্যে মোবাইলে এসএমএসের মাধ্যমে আবহাওয়া পূর্বাভাস ও সতর্কবার্তা দেওয়ার কার্যক্রম চলমান। প্রকল্পটি আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্পন্ন হওয়ার আশা প্রকাশ করা হয় প্রতিবেদনে। 

প্রকল্পটি বাস্তবায়ন হলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে আবহাওয়া অধিদপ্তর দেশে বিদ্যমান সব মোবাইল অপারেটর থেকে এসএমএসের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার মানুষের কাছে আবহাওয়ার পূর্বাভাস ও সতর্কবার্তা পৌঁছে দিতে পারবে। 

আগের বৈঠকের কার্যবিবরণী সূত্রে জানা গেছে, বৈঠকে কমিটির সদস্য মোতাহার হোসেন বলেন, সরকারের বিভিন্ন তথ্য মোবাইলে এসএমএসের মাধ্যমে জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। মোবাইল এসএমএসের মাধ্যমে সাধারণ মানুষের কাছে আবহাওয়ার পূর্বাভাস যথাসময়ে পৌঁছে দেওয়া যায় কি না তা খতিয়ে দেখতে বলেন তিনি। 

ওই বৈঠকে কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়া জানতে চান, উন্নত বিশ্বে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ছয় মাস থেকে এক বছর আগে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়। বাংলাদেশে কত দিন আগে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া সম্ভব। 

বৈঠকে উপস্থিত থাকা আবহাওয়া অধিদপ্তরের পরিচালক কমিটিকে জানান, বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তর ১০ দিন আগে আবহাওয়ার পূর্বাভাস দেয়। তবে জুন–সেপ্টেম্বর মাসে এক মাসের আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়। পার্শ্ববর্তী দেশগুলোতেও বাংলাদেশের মতো ১০ দিন আগে আবহাওয়ার প্রতিবেদন দেয় বলে জানান পরিচালক। 

উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশে আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাস দেওয়ার জন্য আড়াই শ কোটি টাকার একটি প্রকল্প চলমান বলে জানান আবহাওয়া অধিদপ্তরের পরিচালক। প্রকল্পের আওতায় ২২৫টি স্থানে স্বয়ংক্রিয় আবহাওয়া যন্ত্র বসানোর কাজ শেষ পর্যায়ে বলেও উল্লেখ করেন তিনি। যন্ত্রগুলো চালু হলে বাংলাদেশও দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাস দিতে পারবে বলে সংসদীয় কমিটিকে জানান পরিচালক। 

কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য মুহাম্মদ ফারুক খান, নাসির উদ্দিন এবং নাহিদ ইজাহার খান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত