Ajker Patrika

দারুণভাবে ফিরে এল বরফ যুগের বিপন্ন প্রজাতির হরিণ

দারুণভাবে ফিরে এল বরফ যুগের বিপন্ন প্রজাতির হরিণ

এভাবেই ভাগ্যের চাকা ঘুরে যায়। ২০১৯ সালের পর সংখ্যায় দ্বিগুণেরও বেশি বেড়েছে একটি বিরল প্রজাতির হরিণের সংখ্যা। কাজাখস্তানের মধ্যাঞ্চলে প্রথমবারের মতো দুই বছর ধরে আকাশ থেকে পরিচালিত সমীক্ষায় দেখা গেছে, এই হরিণের সংখ্যা ৩ লাখ ৩৪ হাজা থেকে বেড়ে ৮ লাখ ৪২ হাজারে দাঁড়িয়েছে। 

অথচ ২০১৫ সালে যে হারের প্রাণীটি মারা পড়ছিল তাতে আশঙ্কা করা হয়েছিল, শিগগিরই এ প্রজাতি বিলুপ্ত হয়ে যাবে। মাঠজুড়ে ছড়িয়ে থাকা হাজার হাজার হরিণের মৃতদেহ ওই সময় সারা বিশ্বে গণমাধ্যমের শিরোনাম হয়েছিল। 

তবে স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতার পাশাপাশি শিকারিদের প্রতি কাজাখস্তান সরকারের কঠোর পদক্ষেপ বেশ কাজে এসেছে। 

কাজাখস্তানের জীববৈচিত্র্য সংরক্ষণ সংস্থার (এসিবিকে) আলবার্ট সালেমগেরিয়েভ বলেন, যৌথ প্রচেষ্টায় প্রজাতির প্রাকৃতিক স্থিতিস্থাপকতার এই দৃষ্টান্ত আমাদের আশা জাগিয়ে তুলেছে।

২০১৫ সালে হাজার হাজার সাইগা মারা যায়বিবিসিকে তিনি বলেন, এই হরিণগুলো প্রতি বছর একসঙ্গে দুটি করে বাচ্চা দেয়। ফলে সুযোগ দিলে এই প্রজাতির দ্রুত পুনরুদ্ধারের উচ্চ সম্ভাবনা রয়েছে। 

তবে বর্তমান এই সংখ্যা বৃদ্ধি সত্ত্বেও রাষ্ট্রীয় অবকাঠামো নির্মাণ প্রকল্পগুলো এবং তেল ও গ্যাস ক্ষেত্র বিকাশের প্রভাব ভয়াবহ হুমকি তৈরি করেছে। সোভিয়েত আমলে অনুমান করা হয়েছিল, এই হরিণের সংখ্যা প্রতি বছর লাখে লাখে বাড়বে। সেটি সম্ভবত আর হবার নয়, বলেন আলবার্ট সালেমগেরিয়েভ। 

২০১৫ সালে দেশটির দক্ষিণে উতয়ুর্ত অঞ্চলে মাত্র এক হাজারের কিছু বেশি হরিণ অবশিষ্ট ছিল। তবে এই বছরের গণনায় সেখানে ১২ হাজারের দেখা পাওয়া গেছে। 

বরফ যুগের বেঁচে যাওয়া অন্যতম প্রাণী এই হরিণ। একে বলা হয় সাইগা হরিণ। ২৪ লাখ বছর আগে বরফ যুগের শুরু হয় বলে ধারণা করা হয়। স্থায়ী হয় ১১ হাজার ৫০০ বছর আগে পর্যন্ত। এসময় পৃথিবীর তাপমাত্রা বারবার চরম শীতল থেকে চরম গ্রীষ্মকালের মধ্যে পরিবর্তিত হতে থাকে। এই সময় অনেক প্রাণীই বিলুপ্ত হয়ে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত