Ajker Patrika

ঢাকা-চুয়াডাঙ্গায় বছরের সর্বোচ্চ তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা-চুয়াডাঙ্গায় বছরের সর্বোচ্চ তাপমাত্রা

ঢাকা ও চুয়াডাঙ্গায় চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা প্রবাহিত হচ্ছে। রোববারও একই রকম তাপমাত্রা প্রবাহিত হবে। সোমবার থেকে এই তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ শনিবার বিকেলে এ বিষয়ে কথা হলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, অতি সিভিয়ার তাপমাত্রা আছে। চুয়াডাঙ্গায় ৪২ ডিগ্রি, ঢাকায়ও সিভিয়ার, ঢাকায় ৪০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। রোববার তাপমাত্রা অনেকটা এ রকমই থাকবে। আশা করি সোমবার থেকে অনেক জায়গায় কমে যাবে।

ঢাকা ও চুয়াডাঙ্গায় এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা প্রবাহিত হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে শনিবার সকালে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ ছাড়া ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল বিভাগসহ রাজশাহী ও খুলনা বিভাগে এবং রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম ও মৌলভীবাজার জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপমাত্রা বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

রোববারের আবহাওয়ায় জানানো হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সারা দেশে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

এতে সোমবারের বিষয়ে জানানো হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। চলমান তাপপ্রবাহ কিছু কিছু জায়গায় থেকে প্রশমিত হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত