নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বঙ্গোপসাগরে আগামী রোববার লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি চলতি মাসের মাঝামাঝিতে ঘূর্ণিঝড় ‘মোখা’য় রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া দপ্তর বলছে, এখনো লঘুচাপ তৈরি হয়নি। দু-এক দিনের মধ্যে এটি ভালোভাবে বোঝা যাবে।
আজ শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, লঘুচাপ ৭ মে থেকে সৃষ্টি হবে। এর ফলে তাপমাত্রা বাড়বে। একটা তাপপ্রবাহ অনুভূত হতে পারে। এরপর এটি ঘনীভূত হতে পারে।
বজলুর রশিদ আরও বলেন, ‘লঘুচাপ সৃষ্টি হলে স্থলভাগ থেকে মেঘ চলে যাবে, এতে সূর্যকিরণ বেশি অনুভূত হবে। এক-দুই দিনের মধ্যে বৃষ্টিও কমে যাবে।’
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, ‘বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ থেকে ঘূর্ণিঝড় হবে কি না, তার গতিপথ কী হবে, সেসব নিয়ে এখনই স্পষ্টভাবে কিছু বলা যাচ্ছে না। এখনই এটা নিয়ে আতঙ্কিত হওয়ারও কিছু নেই। আমরা পর্যবেক্ষণ করছি।’
এদিকে ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) বলছে, আগামীকাল শনিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। রোববার ওই অঞ্চলের ওপরই একটি নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। সোমবার তা গভীর নিম্নচাপে পরিণত হবে। মঙ্গলবার সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাবে রোববার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।
আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে—৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়—১৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বিক্ষিপ্তভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ময়মনসিংহে—৬৮ মিলিমিটার।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
রাজশাহী, খুলনা ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
বঙ্গোপসাগরে আগামী রোববার লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি চলতি মাসের মাঝামাঝিতে ঘূর্ণিঝড় ‘মোখা’য় রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া দপ্তর বলছে, এখনো লঘুচাপ তৈরি হয়নি। দু-এক দিনের মধ্যে এটি ভালোভাবে বোঝা যাবে।
আজ শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, লঘুচাপ ৭ মে থেকে সৃষ্টি হবে। এর ফলে তাপমাত্রা বাড়বে। একটা তাপপ্রবাহ অনুভূত হতে পারে। এরপর এটি ঘনীভূত হতে পারে।
বজলুর রশিদ আরও বলেন, ‘লঘুচাপ সৃষ্টি হলে স্থলভাগ থেকে মেঘ চলে যাবে, এতে সূর্যকিরণ বেশি অনুভূত হবে। এক-দুই দিনের মধ্যে বৃষ্টিও কমে যাবে।’
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, ‘বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ থেকে ঘূর্ণিঝড় হবে কি না, তার গতিপথ কী হবে, সেসব নিয়ে এখনই স্পষ্টভাবে কিছু বলা যাচ্ছে না। এখনই এটা নিয়ে আতঙ্কিত হওয়ারও কিছু নেই। আমরা পর্যবেক্ষণ করছি।’
এদিকে ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) বলছে, আগামীকাল শনিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। রোববার ওই অঞ্চলের ওপরই একটি নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। সোমবার তা গভীর নিম্নচাপে পরিণত হবে। মঙ্গলবার সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাবে রোববার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।
আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে—৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়—১৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বিক্ষিপ্তভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ময়মনসিংহে—৬৮ মিলিমিটার।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
রাজশাহী, খুলনা ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আজ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা থাকলেও এ এলাকর আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
২০ ঘণ্টা আগেবায়ুমান নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউ এয়ারের আজ বুধবার সকাল ৯টার রেকর্ড অনুযায়ী ঢাকার বায়ুমান ৮৬। আইকিউ এয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্সের করা দূষিত বাতাসের শহরের তালিকায় আজ ঢাকার অবস্থান ১৩তম।
২০ ঘণ্টা আগেবাংলাদেশ ‘নদীমাতৃক দেশ’ হলেও বেশির ভাগ নদ-নদীর উৎপত্তি দেশের বাইরে। বাংলাদেশের ভেতর দিয়ে প্রবাহিত নদ-নদীগুলোর ৮০ শতাংশ উৎপত্তি হয়েছে প্রতিবেশী কোনো দেশ থেকে; বিশেষ করে ভারত থেকে। এ কারণে পানির প্রবাহ ও প্রাপ্যতা বাংলাদেশের জন্য হয়ে উঠেছে এক জটিল ও ঝুঁকিপূর্ণ বিষয়।
২ দিন আগেসুন্দরবনে বেড়েছে বাঘের সংখ্যা। তবে এখনো তাদের অস্তিত্ব ঝুঁকিতে রয়েছে। জলবায়ু পরিবর্তন, খাদ্য কমে যাওয়া, শিকারিদের অপতৎপরতা ও যথাযথ সুরক্ষা না থাকায় এমন পরিস্থিতি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
২ দিন আগে