বিনোদন প্রতিবেদক,ঢাকা
বাঙালির চিরায়ত উৎসব পয়লা বৈশাখে আরটিভিতে প্রচারিত হবে বিশেষ নাটক ‘কে প্রথম কাছে এসেছি’। নাটকটি রচনা করেছেন নাট্যকার অপূর্ণ রুবেল এবং পরিচালনা করেছেন তরুণ পরিচালক সারোয়ার হোসাইন। নাটকটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয়শিল্পী খায়রুল বাসার এবং রুকাইয়া জাহান চমক।
নাটকটি নিয়ে পরিচালক সারোয়ার হোসাইন বলেন, ‘সুন্দর একটা গল্পে সাধারণ কিন্তু পরিচ্ছন্ন একটা মেকিং এর চেষ্টা ছিল। সকল কলাকুশলী আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। টিমের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
নাটকটি প্রসঙ্গে অভিনেতা খায়রুল বাসার বলেন, ‘গল্পটা দারুণ। আমরা নানাজন নানা সীমাবদ্ধতার মাঝেই থাকি। এ নাটকে একজন সফল উদ্যোক্তার গল্প উঠে এসেছে। যে তার জন্মের পর থেকেই সম্পূর্ণ প্রতিকূল এক জীবন কাটিয়ে এসে তার নিজ দুনিয়াটা নিজের জন্য অনুকূল করে তুলতে সক্ষম হয়েছে নিজের প্রতি বিশ্বাস ও পরিশ্রমের মধ্য দিয়ে। এই গল্প অনেককেই অনুপ্রাণিত করবে। আমি গল্পের বাইরেও এটুকু বলতে চাই বিশ্বাস ও শ্রম মানুষকে তার অজান্তেই জাদুকর করে তোলে।’
নাটকটির গল্প প্রসঙ্গে নাট্যকার অপূর্ণ রুবেল বলেন, একজন তরুণের সফলতার গল্প এটি। যে গল্পে সেই তরুণের হারানোর বেদনা যেমন আছে সফলতার আনন্দও আছে সমান তালে।’
খায়রুল বাসার ও চমক ছাড়াও নাটকটিতেই আরও অভিনয় করেছেন শ্রাবন্তী সেলিনা, জিতা মজুমদার, রায়হান সামি। এ ছাড়া নাটকটিতে ‘কে প্রথম কাছে এসেছি’ শিরোনামের টাইটেল গানটি গেয়েছেন জনপ্রিয় সংগীত শিল্পী ন্যান্সি। গানের কথা লিখেছেন সোমেশ্বর অলি এবার সুর করেছেন মার্সেল!
বাঙালির চিরায়ত উৎসব পয়লা বৈশাখে আরটিভিতে প্রচারিত হবে বিশেষ নাটক ‘কে প্রথম কাছে এসেছি’। নাটকটি রচনা করেছেন নাট্যকার অপূর্ণ রুবেল এবং পরিচালনা করেছেন তরুণ পরিচালক সারোয়ার হোসাইন। নাটকটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয়শিল্পী খায়রুল বাসার এবং রুকাইয়া জাহান চমক।
নাটকটি নিয়ে পরিচালক সারোয়ার হোসাইন বলেন, ‘সুন্দর একটা গল্পে সাধারণ কিন্তু পরিচ্ছন্ন একটা মেকিং এর চেষ্টা ছিল। সকল কলাকুশলী আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। টিমের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
নাটকটি প্রসঙ্গে অভিনেতা খায়রুল বাসার বলেন, ‘গল্পটা দারুণ। আমরা নানাজন নানা সীমাবদ্ধতার মাঝেই থাকি। এ নাটকে একজন সফল উদ্যোক্তার গল্প উঠে এসেছে। যে তার জন্মের পর থেকেই সম্পূর্ণ প্রতিকূল এক জীবন কাটিয়ে এসে তার নিজ দুনিয়াটা নিজের জন্য অনুকূল করে তুলতে সক্ষম হয়েছে নিজের প্রতি বিশ্বাস ও পরিশ্রমের মধ্য দিয়ে। এই গল্প অনেককেই অনুপ্রাণিত করবে। আমি গল্পের বাইরেও এটুকু বলতে চাই বিশ্বাস ও শ্রম মানুষকে তার অজান্তেই জাদুকর করে তোলে।’
নাটকটির গল্প প্রসঙ্গে নাট্যকার অপূর্ণ রুবেল বলেন, একজন তরুণের সফলতার গল্প এটি। যে গল্পে সেই তরুণের হারানোর বেদনা যেমন আছে সফলতার আনন্দও আছে সমান তালে।’
খায়রুল বাসার ও চমক ছাড়াও নাটকটিতেই আরও অভিনয় করেছেন শ্রাবন্তী সেলিনা, জিতা মজুমদার, রায়হান সামি। এ ছাড়া নাটকটিতে ‘কে প্রথম কাছে এসেছি’ শিরোনামের টাইটেল গানটি গেয়েছেন জনপ্রিয় সংগীত শিল্পী ন্যান্সি। গানের কথা লিখেছেন সোমেশ্বর অলি এবার সুর করেছেন মার্সেল!
ঈদের সিনেমার পরীক্ষিত নায়ক শাকিব খান। প্রতি ঈদেই তাঁর সিনেমা থাকে আলোচনার কেন্দ্রে। শাকিবও মনোযোগ দিয়েছেন শুধু ঈদকেন্দ্রিক সিনেমায়। গত বছর ঈদ ছাড়া মুক্তি পাওয়া ‘দরদ’ সিনেমার ভরাডুবি জানান দিয়েছে কেন শাকিব ঈদের সিনেমা নিয়েই ব্যস্ত।
৫ ঘণ্টা আগে২০১২ সালে টিকিট কেটে মা, বাবা ও বড় বোনের সঙ্গে সংগীতবিষয়ক রিয়েলিটি শো সারেগামাপার গ্র্যান্ড ফিনালে দেখতে গিয়েছিলেন দেয়াশিনী রায়। ১৩ বছর পর সেই দেয়াশিনী জিতলেন সারেগামাপার মুকুট। গত রোববার শেষ হলো ‘সারেগামাপা’র এবারের সফর।
৫ ঘণ্টা আগেফিলিস্তিনি এক অধিকারকর্মীর সঙ্গে ইসরায়েলের এক সাংবাদিকের বন্ধুত্বের গল্প ডকুমেন্টারির অন্যতম উপজীব্য। ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত চার বছর ধরে সংগ্রহ করা হয়েছে এই ডকুমেন্টারির তথ্য। পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারি, সেনাবাহিনীর নির্যাতন, দখলদারদের অত্যাচার সবকিছু ফুটিয়ে তোলা হয়েছে ডকুমেন্টারিটিতে।
১ দিন আগেদ্য ব্রুটালিস্ট সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অ্যাড্রিয়েন ব্রুডি। এমিলিয়া প্যারেজ–এর জন্য জো সালডানা এবং অ্যা রিয়েল পেইন–এর জন্য কিয়েরা কালকিন পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার।
১ দিন আগে