বাঙালির চিরায়ত উৎসব পয়লা বৈশাখে আরটিভিতে প্রচারিত হবে বিশেষ নাটক ‘কে প্রথম কাছে এসেছি’। নাটকটি রচনা করেছেন নাট্যকার অপূর্ণ রুবেল এবং পরিচালনা করেছেন তরুণ পরিচালক সারোয়ার হোসাইন। নাটকটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয়শিল্পী খায়রুল বাসার এবং রুকাইয়া জাহান চমক।
নাটকটি নিয়ে পরিচালক সারোয়ার হোসাইন বলেন, ‘সুন্দর একটা গল্পে সাধারণ কিন্তু পরিচ্ছন্ন একটা মেকিং এর চেষ্টা ছিল। সকল কলাকুশলী আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। টিমের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
নাটকটি প্রসঙ্গে অভিনেতা খায়রুল বাসার বলেন, ‘গল্পটা দারুণ। আমরা নানাজন নানা সীমাবদ্ধতার মাঝেই থাকি। এ নাটকে একজন সফল উদ্যোক্তার গল্প উঠে এসেছে। যে তার জন্মের পর থেকেই সম্পূর্ণ প্রতিকূল এক জীবন কাটিয়ে এসে তার নিজ দুনিয়াটা নিজের জন্য অনুকূল করে তুলতে সক্ষম হয়েছে নিজের প্রতি বিশ্বাস ও পরিশ্রমের মধ্য দিয়ে। এই গল্প অনেককেই অনুপ্রাণিত করবে। আমি গল্পের বাইরেও এটুকু বলতে চাই বিশ্বাস ও শ্রম মানুষকে তার অজান্তেই জাদুকর করে তোলে।’
নাটকটির গল্প প্রসঙ্গে নাট্যকার অপূর্ণ রুবেল বলেন, একজন তরুণের সফলতার গল্প এটি। যে গল্পে সেই তরুণের হারানোর বেদনা যেমন আছে সফলতার আনন্দও আছে সমান তালে।’
খায়রুল বাসার ও চমক ছাড়াও নাটকটিতেই আরও অভিনয় করেছেন শ্রাবন্তী সেলিনা, জিতা মজুমদার, রায়হান সামি। এ ছাড়া নাটকটিতে ‘কে প্রথম কাছে এসেছি’ শিরোনামের টাইটেল গানটি গেয়েছেন জনপ্রিয় সংগীত শিল্পী ন্যান্সি। গানের কথা লিখেছেন সোমেশ্বর অলি এবার সুর করেছেন মার্সেল!
বাঙালির চিরায়ত উৎসব পয়লা বৈশাখে আরটিভিতে প্রচারিত হবে বিশেষ নাটক ‘কে প্রথম কাছে এসেছি’। নাটকটি রচনা করেছেন নাট্যকার অপূর্ণ রুবেল এবং পরিচালনা করেছেন তরুণ পরিচালক সারোয়ার হোসাইন। নাটকটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয়শিল্পী খায়রুল বাসার এবং রুকাইয়া জাহান চমক।
নাটকটি নিয়ে পরিচালক সারোয়ার হোসাইন বলেন, ‘সুন্দর একটা গল্পে সাধারণ কিন্তু পরিচ্ছন্ন একটা মেকিং এর চেষ্টা ছিল। সকল কলাকুশলী আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। টিমের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
নাটকটি প্রসঙ্গে অভিনেতা খায়রুল বাসার বলেন, ‘গল্পটা দারুণ। আমরা নানাজন নানা সীমাবদ্ধতার মাঝেই থাকি। এ নাটকে একজন সফল উদ্যোক্তার গল্প উঠে এসেছে। যে তার জন্মের পর থেকেই সম্পূর্ণ প্রতিকূল এক জীবন কাটিয়ে এসে তার নিজ দুনিয়াটা নিজের জন্য অনুকূল করে তুলতে সক্ষম হয়েছে নিজের প্রতি বিশ্বাস ও পরিশ্রমের মধ্য দিয়ে। এই গল্প অনেককেই অনুপ্রাণিত করবে। আমি গল্পের বাইরেও এটুকু বলতে চাই বিশ্বাস ও শ্রম মানুষকে তার অজান্তেই জাদুকর করে তোলে।’
নাটকটির গল্প প্রসঙ্গে নাট্যকার অপূর্ণ রুবেল বলেন, একজন তরুণের সফলতার গল্প এটি। যে গল্পে সেই তরুণের হারানোর বেদনা যেমন আছে সফলতার আনন্দও আছে সমান তালে।’
খায়রুল বাসার ও চমক ছাড়াও নাটকটিতেই আরও অভিনয় করেছেন শ্রাবন্তী সেলিনা, জিতা মজুমদার, রায়হান সামি। এ ছাড়া নাটকটিতে ‘কে প্রথম কাছে এসেছি’ শিরোনামের টাইটেল গানটি গেয়েছেন জনপ্রিয় সংগীত শিল্পী ন্যান্সি। গানের কথা লিখেছেন সোমেশ্বর অলি এবার সুর করেছেন মার্সেল!
ম্যানচেস্টারের প্রথম কনসার্টে জেমস ক্যামেরনের সঙ্গে কাজের কথা প্রকাশ করেন বিলি আইলিশ। যেহেতু জেমস ক্যামেরনের মতো বিশ্ববিখ্যাত নির্মাতার সঙ্গে প্রথম কাজ, বিলি আইলিশ তাই খবরটি ভক্তদের জানানোর জন্য উন্মুখ হয়ে ছিলেন।
১ ঘণ্টা আগেচন্দ্র বারোটের প্রথম পরিচালনা ডন। প্রথম সিনেমাতেই ইতিহাস সৃষ্টি করেন তিনি। সেলিম-জাভেদের চিত্রনাট্যে নির্মিত ডন অমিতাভ বচ্চনের ক্যারিয়ারের অন্যতম আলোচিত সিনেমা।
৪ ঘণ্টা আগেকোনালের সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন নিলয় ডি রকস্টার। ময়না গানের ভিডিওতে মডেল হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী এবং অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন।
৫ ঘণ্টা আগেদুজন হাতে হাত ধরে ঢোকেন অনুষ্ঠানে। সারাক্ষণ তাঁরা একসঙ্গেই ছিলেন। সুস্মিতাকে মুহূর্তের জন্যও চোখের আড়াল করতে চাইছিলেন না সৃজিত। সুস্মিতার হাত ছেড়ে অন্য কোথাও যেতে দেখা যায়নি পরিচালককে।
৮ ঘণ্টা আগে