খায়রুল বাসার নির্ঝর, ঢাকা
ঈদের নাটক নিয়ে তুমুল ব্যস্ততা গেছে। প্রচণ্ড ধকলও গেছে জিয়াউল ফারুক অপূর্বর। লকডাউনের পর অনেকে কাজ শুরু করলেও তাই এখনো শুটিংয়ে ফেরেননি অপূর্ব। খানিকটা অসুস্থ হয়ে পড়েছেন।
গতকাল দুপুরে যখন অপূর্বর সঙ্গে কথা হচ্ছিল ফোনে, তখনো তিনি বিছানা ছেড়ে ওঠেননি। কণ্ঠে ক্লান্তি। অপূর্ব বলেন, ‘শুটিং এখনো শুরু করিনি। অনেক কাজ করেছি তো ঈদের আগে। ঘুম হয়নি ঠিকমতো। খাওয়াদাওয়ায় খুব অনিয়ম হয়েছে। গভীর রাত পর্যন্ত কাজ করেছি। সকালে উঠে আবার দৌড়াতে হয়েছে। এসব কারণে শরীর খারাপ করেছে। ব্যাকপেইন, শোল্ডার পেইন—সব মিলিয়ে অবস্থা কাহিল।’
শুটিংয়ে না ফিরলেও প্রতিদিন ভিডিও কলে নির্মাতাদের সঙ্গে শুটিং নিয়ে আলাপ হচ্ছে। অনেক স্ক্রিপ্ট জমা পড়েছে। সেগুলো পড়ছেন। আগামীর কাজ নিয়ে পরিকল্পনা গোছাচ্ছেন। শরীর সায় দিলেই আবার শুটিংয়ে ফিরবেন বলে জানালেন অপূর্ব।
যখন আমরা বলি, ভিন্ন ধরনের গল্প করব, তাতে অনেক রকম প্রতিবন্ধকতা থাকে। টিভি নাটকে অনেক কিছু দেখানো সম্ভব হয় না। একটা অন্য রকম সংলাপ দিতে গেলে দশবার চিন্তা করতে হয়। তার মধ্যেও কী করে নতুন কিছু আনা যায়, সেই চেষ্টাই করি।
— অপূর্ব, অভিনেতা
সাধারণত রোমান্টিক ঘরানার নাটকেই বেশি দেখা যায় তাঁকে। এবার কাজের ধরনে কি কোনো বদল আসবে? অপূর্ব বলেন, ‘কাজের ধরন কিংবা পলিসিগত কোনো পরিবর্তন নেই। আমার সব সময় একটা চিন্তাই থাকে, কীভাবে আরেকটু ভালো করা যায়। আসলে টিভি নাটকে তো আমাদের অনেক ধরনের লিমিটেশন নিয়েই কাজ করতে হয়। যখন আমরা বলি, ভিন্ন ধরনের গল্প করব, তাতে অনেক রকম প্রতিবন্ধকতা থাকে। টিভি নাটকে অনেক কিছু দেখানো সম্ভব হয় না। একটা অন্য রকম সংলাপ দিতে গেলে দশবার চিন্তা করতে হয়। তার মধ্যেও কী করে নতুন কিছু আনা যায়, সেই চেষ্টাই করি। সেটা কখনো হয় কখনো হয় না।’
সহকর্মীরা অনেকেই ওয়েব কনটেন্টে মুখ দেখালেও অপূর্ব ‘যদি কিন্তু তবুও’র পর আর পা বাড়াননি ওদিকে। তবে কাজের প্রস্তাব পাচ্ছেন অসংখ্য। তিনি বলেন, ‘ওটিটির জন্য বেস্ট অব দ্য বেস্ট কাজই করার চেষ্টা থাকবে। ধরা যাক তাড়াহুড়ো করে একটা কাজ করলাম, কিন্তু ভালো হলো না। তখন তো সবাই বলবে অপূর্ব সফল নয়।’ অপূর্ব তাই সময় নিচ্ছেন। নিজেকে আরেকটু গুছিয়ে নিচ্ছেন। পরিস্থিতি বুঝে, সমীকরণ কষে এগোতে চান সামনের দিকে।
ঈদের নাটক নিয়ে তুমুল ব্যস্ততা গেছে। প্রচণ্ড ধকলও গেছে জিয়াউল ফারুক অপূর্বর। লকডাউনের পর অনেকে কাজ শুরু করলেও তাই এখনো শুটিংয়ে ফেরেননি অপূর্ব। খানিকটা অসুস্থ হয়ে পড়েছেন।
গতকাল দুপুরে যখন অপূর্বর সঙ্গে কথা হচ্ছিল ফোনে, তখনো তিনি বিছানা ছেড়ে ওঠেননি। কণ্ঠে ক্লান্তি। অপূর্ব বলেন, ‘শুটিং এখনো শুরু করিনি। অনেক কাজ করেছি তো ঈদের আগে। ঘুম হয়নি ঠিকমতো। খাওয়াদাওয়ায় খুব অনিয়ম হয়েছে। গভীর রাত পর্যন্ত কাজ করেছি। সকালে উঠে আবার দৌড়াতে হয়েছে। এসব কারণে শরীর খারাপ করেছে। ব্যাকপেইন, শোল্ডার পেইন—সব মিলিয়ে অবস্থা কাহিল।’
শুটিংয়ে না ফিরলেও প্রতিদিন ভিডিও কলে নির্মাতাদের সঙ্গে শুটিং নিয়ে আলাপ হচ্ছে। অনেক স্ক্রিপ্ট জমা পড়েছে। সেগুলো পড়ছেন। আগামীর কাজ নিয়ে পরিকল্পনা গোছাচ্ছেন। শরীর সায় দিলেই আবার শুটিংয়ে ফিরবেন বলে জানালেন অপূর্ব।
যখন আমরা বলি, ভিন্ন ধরনের গল্প করব, তাতে অনেক রকম প্রতিবন্ধকতা থাকে। টিভি নাটকে অনেক কিছু দেখানো সম্ভব হয় না। একটা অন্য রকম সংলাপ দিতে গেলে দশবার চিন্তা করতে হয়। তার মধ্যেও কী করে নতুন কিছু আনা যায়, সেই চেষ্টাই করি।
— অপূর্ব, অভিনেতা
সাধারণত রোমান্টিক ঘরানার নাটকেই বেশি দেখা যায় তাঁকে। এবার কাজের ধরনে কি কোনো বদল আসবে? অপূর্ব বলেন, ‘কাজের ধরন কিংবা পলিসিগত কোনো পরিবর্তন নেই। আমার সব সময় একটা চিন্তাই থাকে, কীভাবে আরেকটু ভালো করা যায়। আসলে টিভি নাটকে তো আমাদের অনেক ধরনের লিমিটেশন নিয়েই কাজ করতে হয়। যখন আমরা বলি, ভিন্ন ধরনের গল্প করব, তাতে অনেক রকম প্রতিবন্ধকতা থাকে। টিভি নাটকে অনেক কিছু দেখানো সম্ভব হয় না। একটা অন্য রকম সংলাপ দিতে গেলে দশবার চিন্তা করতে হয়। তার মধ্যেও কী করে নতুন কিছু আনা যায়, সেই চেষ্টাই করি। সেটা কখনো হয় কখনো হয় না।’
সহকর্মীরা অনেকেই ওয়েব কনটেন্টে মুখ দেখালেও অপূর্ব ‘যদি কিন্তু তবুও’র পর আর পা বাড়াননি ওদিকে। তবে কাজের প্রস্তাব পাচ্ছেন অসংখ্য। তিনি বলেন, ‘ওটিটির জন্য বেস্ট অব দ্য বেস্ট কাজই করার চেষ্টা থাকবে। ধরা যাক তাড়াহুড়ো করে একটা কাজ করলাম, কিন্তু ভালো হলো না। তখন তো সবাই বলবে অপূর্ব সফল নয়।’ অপূর্ব তাই সময় নিচ্ছেন। নিজেকে আরেকটু গুছিয়ে নিচ্ছেন। পরিস্থিতি বুঝে, সমীকরণ কষে এগোতে চান সামনের দিকে।
বছরজুড়েই নানা আয়োজনে নতুন গান উপহার দেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। সামনে আসছে ঈদ। এরই মধ্যে ঈদ উপলক্ষে নতুন গান করছেন আসিফ। সম্প্রতি তিনি গাইলেন ‘ফিরে পাব কি আবার’ শিরোনামের একটি আধুনিক গান। আগামী রোজার ঈদে এফ এ মিউজিক ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে গানটি। গানের কথা লিখেছেন ফারুক আনোয়ার...
১১ ঘণ্টা আগেপ্রখ্যাত চিত্রশিল্পী মনিরুল ইসলাম এবং ভাস্কর নভেরা আহমেদকে নিয়ে ভিন্ন দুটি ডকুফিল্ম বানিয়েছেন অনন্যা রুমা। নাম ‘মনির: টেল অব টু কান্ট্রিস’ ও ‘নভেরা: স্মৃতির অভিযাত্রা’। ‘মনির: টেলস অব টু কান্ট্রিস’ নামের ডকুফিল্মটিতে উঠে এসেছে চিত্রশিল্পী মনিরুল ইসলামের জীবনের নানা ঘটনা, তাঁর শিল্পকর্ম, ব্যক্তিগত...
১১ ঘণ্টা আগেগত ৭ ফেব্রুয়ারি মধ্যরাতে এক্স হ্যান্ডেলে অমিতাভ বচ্চন লেখেন—‘টাইম টু গো...’। অর্থাৎ চলে যাওয়ার সময় হয়েছে। এরপর তাঁর অনুরাগীদের মনে প্রশ্ন জাগে, কোথায় যাচ্ছেন বিগ বি! গুঞ্জন ছড়িয়ে পড়ে, অভিনয়কে বিদায় বলে দিয়েছেন বিগ বি অমিতাভ। অবশেষে মাসখানেক পর সেই রহস্য ভাঙলেন বলিউড শাহেন শাহ। জানালেন...
১১ ঘণ্টা আগেদীর্ঘদিন ধরে ঢাকাই সিনেমায় চলছে খলনায়কের সংকট। এক দশকের বেশি সময় মিশা সওদাগর হাল ধরে রয়েছেন। তরুণ প্রজন্মের কয়েকজন খল অভিনেতা নিজেদের প্রমাণ করার চেষ্টা করছেন। তাঁদের মধ্যে একজন জাহিদ ইসলাম। ২০১৫ সালে শিহাব শাহীন পরিচালিত ‘ছুঁয়ে দিলে মন’ দিয়ে ঢালিউডে অভিষেক হয় তাঁর। এর পর থেকে নিয়মিত অভিনয় করছেন...
১১ ঘণ্টা আগে