Ajker Patrika

এ সপ্তাহের ওটিটি

‘দেয়ালের দেশ’ ‘কুবেরা’সহ নির্বাচিত চার সিনেমা

বিনোদন ডেস্ক
আপডেট : ১৮ জুলাই ২০২৫, ০৮: ৩৪
‘কুবেরা’ সিনেমার পোস্টার
‘কুবেরা’ সিনেমার পোস্টার

প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।

দেয়ালের দেশ: (বাংলা সিনেমা)

  • অভিনয়: শরিফুল রাজ, শবনম বুবলী, স্বাগতা
  • মুক্তি: চরকি (১৭ জুলাই)
  • গল্পসংক্ষেপ: মর্গে কাজ করে বৈশাখ। প্রতিদিন লাশ কাটা তার কাজ। একদিন মর্গে এক লাশ দেখে চমকে ওঠে সে। লাশটি তার সাবেক প্রেমিকা নহরের। যাকে একসময় মনেপ্রাণে ভালো বেসেছিল বৈশাখ। সেই লাশ নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যায় সে। এরপর পুলিশ তাকে খুঁজতে থাকে।

পটু: (বাংলা সিনেমা)

  • অভিনয়: ইভান সাইর, আফরা সাইয়ারা, দিলরুবা দোয়েল
  • মুক্তি: বঙ্গ (১৭ জুলাই)
  • গল্পসংক্ষেপ: পদ্মাপাড় রাজশাহীর স্থানীয় শিল্পীদের নিয়ে নির্মাণ হয়েছে সিনেমাটি। রাজশাহীর দুর্গম এলাকা চরখানপুরে টানা ২২ দিন শুটিং হয়েছে সিনেমাটির। এ ছাড়া রাজশাহী শহর ও নওগাঁয় হয়েছে কিছু শুটিং। চরে বাস করা মানুষ আর তাদের জীবনাচার নিয়ে এগিয়েছে পটুর গল্প। প্রেম, ভালোবাসা আর বেঁচে থাকার সংগ্রামের পাশাপাশি তুলে ধরা হয়েছে স্থানীয় মানুষের জীবনের অন্ধকার এক অধ্যায়ের কথা।

কুবেরা (দক্ষিণ ভারতীয় সিনেমা)

  • অভিনয়: নাগার্জুন, ধানুশ, রাশমিকা মান্দানা
  • মুক্তি: আমাজান প্রাইম (১৮ জুলাই)
  • গল্পসংক্ষেপ: ব্যবসায়ী নীরাজ মিত্র বঙ্গোপসাগরে লুকানো একটি তেলের ভান্ডার আবিষ্কার করে। এটাকে সে নিজের সম্পদ, প্রভাব এবং রাজনৈতিক নিয়ন্ত্রণে কাজে লাগাতে চায়। শীর্ষ রাজনীতিবিদদের নিয়ে একটি গোপন অভিযানের পরিকল্পনা করে নীরাজ। কাজে লাগাতে চায় সাবেক সিবিআই কর্মকর্তা দীপককে। চাপে পড়ে দীপক সাহায্য করতে রাজি হয়। সে একদল ভিক্ষুককে একত্রিত করে। সেই ভিক্ষুকদের একজন দেবা কাল্লাম। সহজ-সরল দেবা একসময় সব জেনে যায়, এবং এও জেনে যায় যে, পরিকল্পনার অংশ হিসেবে তাকে খুন করা হবে। পালিয়ে যায় দেবা। তাকে ধরতে মাঠে নামে নীরাজ ও দীপক। দেবা দেখা করে সামিরার সঙ্গে। এরপর ঘটতে থাকে বেঁচে থাকা, বিশ্বাস, অবিশ্বাস আর সন্দেহের এক অদ্ভুত খেলা।

ওয়াল টু ওয়াল (কোরিয়ান সিনেমা)

  • অভিনয়: ক্যাং হা-নেউল, ইওম হাই-রান, সিও হিউন-উ
  • মুক্তি: নেটফ্লিক্স (১৮ জুলাই)
  • গল্পসংক্ষেপ: উ-সিওং তার জীবনের সব সঞ্চয় দিয়ে নিশ্চিন্ত জীবন যাপনের আশায় একটি অ্যাপার্টমেন্ট কেনে। কিন্তু সেই অ্যাপার্টমেন্টে ওঠার পর প্রায়ই পাশের অ্যাপার্টমেন্ট থেকে অদ্ভুত শব্দ শুনতে পায় সে। প্রতিবেশীর বৈরী মনোভাবের কারণে তার সঙ্গে সম্পর্কটা ভালো হয় না। ওপর তলার প্রতিবেশী যেন আরও রহস্যময়। একই ওয়ালের এপাশ-ওপাশ, তবু যেন ক্রমেই একা হয়ে ওঠে উ-সিওং। অন্যদিকে বাড়তে থাকে আর্থিক চাপ। নিশ্চিন্ত জীবন যাপনের আশায় কেনা অ্যাপার্টমেন্টটাই হয়ে ওঠে তার জীবনের সব অশান্তির কারণ।
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাষ্ট্রের গোপন নথি ফাঁস: এনবিআরের দ্বিতীয় সচিব মুকিতুলের বিরুদ্ধে এবার মামলা

রক্ত কেনা যায় না—ইয়েমেনে নিমিশাকে ক্ষমা করতে অস্বীকৃতি মাহদির পরিবারের

২৫ সেকেন্ডে ১২ গুলি, হাসপাতালে গ্যাংস্টারের শরীর ঝাঁঝরা

গোপালগঞ্জে সহিংসতায় নিহত ৪ জনের ময়নাতদন্ত হলো না, প্রশ্ন এড়িয়ে গেলেন ডিআইজি

বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: সাবেক এমপিসহ ৬০ জনের বিরুদ্ধে মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত