Ajker Patrika

এ সপ্তাহের সিনেমা

‘আলী’র সঙ্গে মুক্তি পাচ্ছে নেপালি সিনেমা

বিনোদন প্রতিবেদক, ঢাকা
‘আলী’ সিনেমার পোস্টার
‘আলী’ সিনেমার পোস্টার

২০২৩ সালে শাহরুখ খানের ‘পাঠান’ দিয়ে দেশের হলে যাত্রা শুরু হয় উপমহাদেশীয় ভাষার সিনেমার। এরপর ‘জওয়ান’, ‘ডানকি’, ‘অ্যানিমেল’সহ মুক্তি পেয়েছে ডজনখানেক সিনেমা, যার সব কটি ছিল ভারতীয় সিনেমা। এবার প্রথমবারের মতো দেশের হলে আসছে নেপালি সিনেমা। আজ থেকে স্টার সিনেপ্লেক্সে দেখা যাবে নেপালের ‘মিসিং: কেটি হারায়েকো সূচনা’। একই দিনে দেশে মুক্তি পাচ্ছে বিপ্লব হায়দার পরিচালিত সিনেমা ‘আলী’।

আলী

অটিজমে আক্রান্ত আলী নামের এক ব্যক্তি ও তার বোনের গল্প নিয়ে তৈরি হয়েছে আলী। গল্পে দেখা যাবে, রোশনি স্বপ্ন দেখে ঢাকায় পড়াশোনা করে স্বাবলম্বী হবে। কিন্তু তার ভাই আলী চায় না শহরের অনিরাপদ পরিবেশে তার বোন পা রাখুক। এক ভয়াবহ দুর্ঘটনায় বিচ্ছিন্ন হয়ে পড়ে দুই ভাইবোন। এরপর বেঁচে থাকার এক কঠিন সংগ্রামে নামে বাক্‌প্রতিবন্ধী আলী। নির্যাতন, নিঃসঙ্গতা, অবিচার আর ঘৃণার মাঝেও সে হার মানে না। অন্যদিকে, রোশনিও ভাইয়ের অপেক্ষায় থাকে, তাকে খোঁজে এবং তার জন্য লড়াই করে চলে।

আলী সিনেমায় নামভূমিকায় অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। রোশনি চরিত্রে প্রতিজ্ঞা। আরও অভিনয় করেছেন তাশদিক নমিরা আহমেদ, মিশা সওদাগর, কাজী হায়াৎ, শতাব্দী ওয়াদুদ, শওকত সজল প্রমুখ। কোরবানির ঈদে আলী সিনেমার মুক্তির পরিকল্পনা করেছিলেন নির্মাতা বিপ্লব হায়দার। তবে শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। অবশেষে আজ থেকে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আলী।

মিসিং: কেটি হারায়েকো সূচনা

দীপেন্দ্র গাওছান পরিচালিত এ সিনেমার গল্প গড়ে উঠেছে প্রেম ও অপহরণের ভুল-বোঝাবুঝিকে কেন্দ্র করে। ডেটিং অ্যাপে পরিচয়, ক্যাফেতে দেখা, তারপর হঠাৎ কফিতে ঘুমের ওষুধ মিশিয়ে ছেলেটি মেয়েটিকে অপহরণ করে। পাহাড়ি এলাকা থেকে অপহরণ করে মেয়েটিকে নেপালের সমতল মধেশ প্রদেশে নিয়ে যায়। শুরুর ভীতি কাটিয়ে ধীরে ধীরে তাদের মধ্যে জন্ম নেয় বন্ধুত্ব। ছেলেটি মেয়েটিকে মধেশের প্রকৃতি, মানুষ ও সংস্কৃতি দেখায়। দুই ভিন্ন সম্প্রদায়ের মানুষ হয়েও পরস্পরের প্রেমে পড়ে যায় তারা।

‘মিসিং: কেটি হারায়েকো সূচনা’ সিনেমার পোস্টার
‘মিসিং: কেটি হারায়েকো সূচনা’ সিনেমার পোস্টার

সিনেমায় নেপালের তরাই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য, লোকজ সংস্কৃতি এবং মানুষের জীবনধারার চিত্র উঠে এসেছে। কেন্দ্রীয় দুই চরিত্র রাম ও সীতার ভূমিকায় অভিনয় করেছেন নাজির হুসেন ও সৃষ্টি শ্রেষ্ঠা। গত ২৪ জানুয়ারি নেপালে মুক্তির পর প্রশংসিত হয়েছিল মিসিং: কেটি হারায়েকো সূচনা সিনেমাটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাষ্ট্রের গোপন নথি ফাঁস: এনবিআরের দ্বিতীয় সচিব মুকিতুলের বিরুদ্ধে এবার মামলা

রক্ত কেনা যায় না—ইয়েমেনে নিমিশাকে ক্ষমা করতে অস্বীকৃতি মাহদির পরিবারের

২৫ সেকেন্ডে ১২ গুলি, হাসপাতালে গ্যাংস্টারের শরীর ঝাঁঝরা

গোপালগঞ্জে সহিংসতায় নিহত ৪ জনের ময়নাতদন্ত হলো না, প্রশ্ন এড়িয়ে গেলেন ডিআইজি

বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: সাবেক এমপিসহ ৬০ জনের বিরুদ্ধে মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত