Ajker Patrika

কাজী আনোয়ার হোসেনের উপন্যাস অবলম্বনে গালিবের সিনেমায় মৌ

বিনোদন প্রতিবেদক, ঢাকা
সাদিয়া ইসলাম মৌ ও আকা রেজা গালিব। ছবি: সংগৃহীত
সাদিয়া ইসলাম মৌ ও আকা রেজা গালিব। ছবি: সংগৃহীত

কাজী আনোয়ার হোসেনের ‘মাসুদ রানা’ চরিত্র নিয়ে তৈরি হয়েছে দুটি সিনেমা। মাসুদ রানা সিরিজের ১১তম বই ‘বিস্মরণ’ অবলম্বনে ১৯৭৪ সালে নির্মিত হয়েছিল ‘মাসুদ রানা’। এর ঠিক ৪৯ বছর পর ২০২৩ সালে মুক্তি পায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা ‘এমআর-৯: ডু অর ডাই’। এবার কাজী আনোয়ার হোসেনের লেখা উপন্যাস ‘আর্তনাদ’ অবলম্বনে তৈরি হচ্ছে ওয়েব ফিল্ম। নির্মাণ করছেন আকা রেজা গালিব। প্রাথমিকভাবে নাম রাখা হয়েছে ‘গহীন অতল’।

আর্তনাদ উপন্যাসের গল্পে সত্তর দশকের প্রেক্ষাপট থাকলেও এই সময়ের উপযোগী করে লেখা হয়েছে চিত্রনাট্য। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন কাজী আনোয়ার হোসেনের পুত্রবধূ মাসুমা মায়মুর। প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম। নির্মাতা বলেন, ‘ওয়েব ফিল্মটির গল্প মূলত পারিবারিক আবহে গড়ে উঠলেও এতে রয়েছে একটি জোরালো থ্রিলার উপাদান, যা দর্শকদের এক ভিন্ন অভিজ্ঞতা দেবে। পর্দায় ফুটিয়ে তুলতে গল্প ও কিছু চরিত্রের নামের পরিবর্তন আনা হয়েছে। কারণ, আমরা চেয়েছি গল্পটি সময়োপযোগী করে দর্শকের সামনে উপস্থাপন করতে। পুরোটাই করা হয়েছে কাজী আনোয়ার হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে।’

এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ। তাঁকে দেখা যাবে এক মায়ের চরিত্রে। পুরো গল্প গড়ে উঠেছে তাঁকে ঘিরে। ফিল্মটির গল্পে দেখা যাবে, ঘটনাক্রমে এক রাতে মৌ অভিনীত চরিত্রটি খুন করে ফেলে তার মেয়ের গোপন প্রেমিককে। এটা গোপন করার মিশনে নামে সে। সুযোগ বুঝে লাশ সরিয়ে ফেলে। তার মনে ভয় জাগে, পুলিশ জানতে পারলে মেয়ের দুর্নাম ছড়িয়ে যাবে। তাই সবকিছু চাপা দিতে চায় সে। কিন্তু পুলিশ নিখোঁজ ব্যক্তির খোঁজে নামলে শুরু হয় বিপদ।

এতে আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, রাশেদ মামুন অপু, নাফিস আহমেদ, নাফিসা মালিয়াত প্রমি, ইহতেশাম আহমেদ টিংকু প্রমুখ।

নির্মাতা আকা রেজা গালিব জানিয়েছেন, পরিকল্পনা ছিল কাজী আনোয়ার হোসেনের জন্মবার্ষিকী উপলক্ষে ১৯ জুলাই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে সিনেমাটি মুক্তি দেওয়ার। কিন্তু কাজ শেষ না হওয়ায় তা সম্ভব হচ্ছে না। শুটিং শেষে এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। আকা রেজা গালিব বলেন, ‘দর্শকদের একটি ভালো কাজ উপহার দিতে চাই। তাই তাড়াহুড়া করতে চাইনি। একটু গুছিয়ে শেষ করার কারণেই ১৯ জুলাই মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না। এ মাসের মধ্যেই শেষ করার ইচ্ছা আছে। এরপর মুক্তির তারিখ জানিয়ে দেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাষ্ট্রের গোপন নথি ফাঁস: এনবিআরের দ্বিতীয় সচিব মুকিতুলের বিরুদ্ধে এবার মামলা

রক্ত কেনা যায় না—ইয়েমেনে নিমিশাকে ক্ষমা করতে অস্বীকৃতি মাহদির পরিবারের

২৫ সেকেন্ডে ১২ গুলি, হাসপাতালে গ্যাংস্টারের শরীর ঝাঁঝরা

গোপালগঞ্জে সহিংসতায় নিহত ৪ জনের ময়নাতদন্ত হলো না, প্রশ্ন এড়িয়ে গেলেন ডিআইজি

বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: সাবেক এমপিসহ ৬০ জনের বিরুদ্ধে মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত