Ajker Patrika

কুড়ি বছরে এই প্রথম

বিনোদন প্রতিবেদক
আপডেট : ২১ জুন ২০২১, ১৩: ১৫
কুড়ি বছরে এই প্রথম

ঢাকা : চার শতাধিক নাটক-টেলিফিল্ম নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী। অন্যদিকে দেশের শীর্ষ মডেল সাদিয়া ইসলাম মৌ। অভিনয়েও মৌয়ের ক্যারিয়ার দুই দশকের। শোবিজ অঙ্গনের এই দুজন প্রথমবার জুটি বাঁধলেন। নাটকের নাম ‘অন্ধ জলছবি’। যেখানে চয়নিকা প্রথমবার পেয়েছেন দেশের শীর্ষ মডেল সাদিয়া ইসলাম মৌকে।

চয়নিকা চৌধুরীর নির্মাণের ক্যারিয়ার ২০ বছরের। এই ২০ বছরে অসংখ্য জনপ্রিয় অভিনয়শিল্পীর সঙ্গে কাজ করলেও মৌকে নিয়ে এবারই প্রথম। ‘অন্ধ জলছবি’ নামের এই নাটকের গল্প লিখেছেন ইফফাত আরেফিন তন্বী।

নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, ‘আগেও দু-তিনবার মৌয়ের সঙ্গে কাজ করার কথা চূড়ান্ত হয়েছিল। কিন্তু বিদেশে তার প্রোগ্রাম থাকায় শেষ মুহূর্তে ছেড়ে দিতে হয়েছিল। অবশেষে এবার ব্যাটে-বলে মিলে গেল। সম্প্রতি নাটকটির শুটিং সম্পন্ন করেছি।’

মডেল সাদিয়া ইসলাম মৌ ও উপস্থাপিকা মৌসুমী মৌমৌয়ের সঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে চয়নিকা বলেন, ‘আমাকে মৌ জিজ্ঞেস করল মেকআপ নিয়ে আসব? আমার কল কখন বৌদি? আমি বললাম ১০টায়। ১০টা বাজার ১৫ মিনিট আগেই উইথ মেকআপ হাজির সেটে। খেয়াল করে দেখলাম, যখন একটা দৃশ্য শেষ করেন, সেট ছাড়ার সময় পরের দৃশ্য আর কন্টিনিউটি নিজ দায়িত্বে জিজ্ঞেস করেই মেকআপ রুমে যান। আর এক দৃশ্য থেকে আরেক দৃশ্যে যাওয়ার সময় গ্যাপ বড়জোর ১৫ মিনিট। শুটিং চলাকালে তার হাতে আমি কখনো ফোন দেখিনি। ফোনে কথা বলতে দেখেছি একবার দুপুরের খাবারের সময় ছেলেমেয়ের সঙ্গে। গল্প হয়েছে সেই পুরোনো আমাদের সময়ের কথা, আমরা যেভাবে কাজ করেছি সেই  আন্তরিকতা, যত্ন, ভালোবাসা দিয়ে সেসব নিয়ে। যে মানুষটা সব সময় আলাদা জানতাম, তার সঙ্গে কাজ করে একজন সত্যিকারের অভিনয়শিল্পীকেই চিনলাম।’

নাটকের গল্পে দেখা যাবে, তৃণা জীবিকার প্রয়োজনে ব্যবসা শুরু করেন। ব্যবসা শুরু করেই তিনি বুঝতে পারেন, এই প্রতিযোগিতার বাজারে টিকে থাকা সহজ নয়। কিন্তু তিনি পরাজয় স্বীকার করেন না। চালিয়ে যান সংগ্রাম। সব প্রতিবন্ধকতা জয় করে পৌঁছে যান শীর্ষ ব্যবসায়ীদের কাতারে। হয়ে ওঠেন সফল নারীদের একজন।

তাকে নিয়ে নানা মহলে চলতে থাকে আলোচনা। তৃণাকে নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণ করতে চান রাজন নামের এক তরুণ। তৃণাও এ বিষয়ে রাজনের প্রতি তার সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তথ্যচিত্র নির্মাণের জন্য তাকে থাকতে দেন তার বিলাসবহুল বাড়িতে। কিন্তু রাজন তার বাসায় আশ্রয় নেওয়ার পর জন্ম নেয় নাটকীয় সব ঘটনা।

এতে তৃণা চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ। আর রাজন চরিত্রে দেখা যাবে খায়রুল বাসারকে। আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী মৌ।

জানা যায়, শিগগিরই ‘অন্ধ জলছবি’ একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে।

 

 

 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শতকোটি টাকার পাওনা বকেয়া রেখেই ‘দেশ ছাড়লেন’ ফ্লাইট এক্সপার্টের মালিকেরা

‘অনিয়ম হয়নি’ বলায় এলজিইডি কর্মচারীকে পিটুনি

৪ দাবি নিয়ে মার্কিন চাপ, বাংলাদেশের সায় ৩ শর্তে

দলীয় প্রধান আসবেন, তাই পুলিশ এনে খোলা হলো কার্যালয়ের তালা

যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত