বিনোদন প্রতিবেদক, ঢাকা
মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে স্কয়ার গ্রুপের কর্মীদের নিয়ে গানের রিয়েলিটি শো ‘স্কয়ার সুরের সেরা’। আসছে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আর এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) থাকছে দেশাত্মকবোধক গানের পর্ব। এই পর্বে অতিথি বিচারক হিসেবে থাকবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী গুণী সংগীতশিল্পী ফাহমিদা নবী।
এছাড়া শনিবার (১৯ ফেব্রুয়ারি) প্রতিযোগীরা কণ্ঠে তুলে নেবেন ভাষার গান। অতিথি বিচারক হিসেবে থাকবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগীতশিল্পী, শব্দসৈনিক মুক্তিযোদ্ধা রফিকুল আলম। প্রতিযোগিতার মূল বিচারক হিসেবে সুরকার, সংগীতশিল্পী এস আই টুটুল, সংগীতশিল্পী ও স্থপতি রুমানা ইসলাম ও সংগীত পরিচালক, সংগীতশিল্পী পিন্টু ঘোষ থাকছেন অতিথি বিচারকদের সঙ্গে। ফাহমিদা নবী এর আগে বেশ কয়েকটি রিয়েলিটি শোতে মূল বিচারকের দায়িত্ব পালন করেছেন।
‘স্কয়ার সুরের সেরা’য় স্কয়ার পরিবারের সদস্যদের গান শুনে মুগ্ধ ফাহমিদা নবী বলেন, ‘আমি ভাবতেও পারিনি একটি গ্রুপ অফ কোম্পানীজে এত গুণী সংগীতশিল্পীদের প্রতিভা এতদিন সুপ্ত ছিল। শুধু গান নয়, গানের বাইরে অভিনয়, কবিতা এবং বহুমুখী গুণেও নিজেদের প্রতিভা দেখাচ্ছেন প্রতিযোগীরা’।
শুক্রবারের পর্বে গানের প্রতিযোগীতায় দেখা যাবে মিলন, জয়প্রকাশ, আরিফুল, রাহিমুল, মুমু, অসিত, হৃদয় ও আনোয়ার। এর মধ্যে আনোয়ার বীর মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় দেখিয়ে বিচারক সহ সবাইকে অশ্রুসিক্ত করেছেন। শনিবারের পর্বে গানের লড়াইয়ে অংশ নেবেন সুকান্ত, জুঁই, মাসুদরানা, শাখাওয়াত, আল সাদিদ, মুসা, মমতাজ ও কাবির।
অতিথি বিচারক রফিকুল আলম তাদের গান শুনে বলেন, ‘আমি নিশ্চিত, যথাযথ প্রশিক্ষণ পেলে স্কয়ার পরিবারের সদস্যরা অনেক দূর যাবে’। ‘হারিয়ে যাও গানের টানে’-এই প্রত্যয় নিয়ে আয়োজিত ‘স্কয়ার সুরের সেরা’র পুরো আয়োজনের সঞ্চালকের দায়িত্ব পালন করছেন সময়ের জনপ্রিয় উপস্থাপিকা মৌসুমী মৌ। তাঁর উপস্থাপনা ভীষণভাবে দর্শক নন্দিত হচ্ছে।
প্রতি শুক্র ও শনিবার, সন্ধ্যা সাড়ে ৭টায়, মাছরাঙা টেলিভিশনে প্রচার হচ্ছে অজয় পোদ্দার প্রযোজিত ‘স্কয়ার সুরের সেরা’।
মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে স্কয়ার গ্রুপের কর্মীদের নিয়ে গানের রিয়েলিটি শো ‘স্কয়ার সুরের সেরা’। আসছে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আর এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) থাকছে দেশাত্মকবোধক গানের পর্ব। এই পর্বে অতিথি বিচারক হিসেবে থাকবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী গুণী সংগীতশিল্পী ফাহমিদা নবী।
এছাড়া শনিবার (১৯ ফেব্রুয়ারি) প্রতিযোগীরা কণ্ঠে তুলে নেবেন ভাষার গান। অতিথি বিচারক হিসেবে থাকবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগীতশিল্পী, শব্দসৈনিক মুক্তিযোদ্ধা রফিকুল আলম। প্রতিযোগিতার মূল বিচারক হিসেবে সুরকার, সংগীতশিল্পী এস আই টুটুল, সংগীতশিল্পী ও স্থপতি রুমানা ইসলাম ও সংগীত পরিচালক, সংগীতশিল্পী পিন্টু ঘোষ থাকছেন অতিথি বিচারকদের সঙ্গে। ফাহমিদা নবী এর আগে বেশ কয়েকটি রিয়েলিটি শোতে মূল বিচারকের দায়িত্ব পালন করেছেন।
‘স্কয়ার সুরের সেরা’য় স্কয়ার পরিবারের সদস্যদের গান শুনে মুগ্ধ ফাহমিদা নবী বলেন, ‘আমি ভাবতেও পারিনি একটি গ্রুপ অফ কোম্পানীজে এত গুণী সংগীতশিল্পীদের প্রতিভা এতদিন সুপ্ত ছিল। শুধু গান নয়, গানের বাইরে অভিনয়, কবিতা এবং বহুমুখী গুণেও নিজেদের প্রতিভা দেখাচ্ছেন প্রতিযোগীরা’।
শুক্রবারের পর্বে গানের প্রতিযোগীতায় দেখা যাবে মিলন, জয়প্রকাশ, আরিফুল, রাহিমুল, মুমু, অসিত, হৃদয় ও আনোয়ার। এর মধ্যে আনোয়ার বীর মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় দেখিয়ে বিচারক সহ সবাইকে অশ্রুসিক্ত করেছেন। শনিবারের পর্বে গানের লড়াইয়ে অংশ নেবেন সুকান্ত, জুঁই, মাসুদরানা, শাখাওয়াত, আল সাদিদ, মুসা, মমতাজ ও কাবির।
অতিথি বিচারক রফিকুল আলম তাদের গান শুনে বলেন, ‘আমি নিশ্চিত, যথাযথ প্রশিক্ষণ পেলে স্কয়ার পরিবারের সদস্যরা অনেক দূর যাবে’। ‘হারিয়ে যাও গানের টানে’-এই প্রত্যয় নিয়ে আয়োজিত ‘স্কয়ার সুরের সেরা’র পুরো আয়োজনের সঞ্চালকের দায়িত্ব পালন করছেন সময়ের জনপ্রিয় উপস্থাপিকা মৌসুমী মৌ। তাঁর উপস্থাপনা ভীষণভাবে দর্শক নন্দিত হচ্ছে।
প্রতি শুক্র ও শনিবার, সন্ধ্যা সাড়ে ৭টায়, মাছরাঙা টেলিভিশনে প্রচার হচ্ছে অজয় পোদ্দার প্রযোজিত ‘স্কয়ার সুরের সেরা’।
বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
৩৪ মিনিট আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
৩৯ মিনিট আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
৪৩ মিনিট আগেকালজয়ী রূপকথা ‘স্নো হোয়াইট’কে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে স্নো হোয়াইট। ডিজনির অন্যতম ব্যয়বহুল এই মিউজিক্যাল ফ্যান্টাসি মুক্তির আগে থেকেই নানা বিতর্কে জড়িয়েছিল। গত ২১ মার্চে মুক্তির পর বিতর্ক বেড়েছে আরও।
১ ঘণ্টা আগে