পৃথ্বীরাজ সুকুমারন অভিনীত বহুল প্রত্যাশিত মালয়ালম চলচ্চিত্র ‘দ্য গট লাইফ’ অবশেষে বড় পর্দায় আসছে। গতকাল বুধবার সিনেমাটির মুক্তির নতুন তারিখ ঘোষণা করা হয়। এটি এ বছরের ১০ এপ্রিল মুক্তি পাওয়ার কথা থাকলেও তার আগেই ২৮ মার্চ বিশ্বজুড়ে মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।
অনেকেই জেনে অবাক হবেন, মালয়ালম ভাষায় ‘আদুজিভিথাম’ নামে এই সিনেমা তৈরিতে সময় লেগেছে দেড় দশকের বেশি। ১০ বছরের চিত্রনাট্য ও ৬ বছরের দৃশ্যধারণ শেষে এটির নির্মাণ শেষ হয়েছে।
সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের জাতীয় পুরস্কার বিজয়ী নির্মাতা ব্লেসি এবং প্রযোজনা করেছে ভিজ্যুয়াল রোমান্স। ভারতের প্রখ্যাত লেখক বেনিয়ামিনের লেখা একই শিরোনামের মালয়ালম উপন্যাসকে উপজীব্য করে তৈরি হয়েছে এই চলচ্চিত্র। সবচেয়ে বেশি বিক্রীত মালয়ালম উপন্যাসটি ১২টি ভাষায় অনূদিত হয়েছে। ৯০ দশকের গোড়ার দিকে বুক ভরা স্বপ্ন নিয়ে কেরালা থেকে ভাগ্যের সন্ধানে মধ্যপ্রাচ্যে পাড়ি জমানো নজীব মোহাম্মদ নামে এক যুবকের জীবনকাহিনি উঠে এসেছে এই উপন্যাসে।
অনেক আশা, স্বপ্ন ও আকাঙ্ক্ষা নিয়ে কেরালা থেকে সৌদি আরব পাড়ি জমান নজীব মোহাম্মদ। পেছনে ফেলে যান পরিবার, সদ্য বিয়ে করা স্ত্রী, প্রিয় গ্রাম, নদী আর অসংখ্য স্মৃতি। কিন্তু সেখানে যাওয়ার পরই তার স্বপ্ন ফিকে হতে থাকে। সৌদি আরবের মরুভূমিতে ছাগলের মতো দাসত্বের জীবনের তিক্ত যন্ত্রণার শিকার হতে হয়েছিল নজীবকে। হাড়ভাঙা পরিশ্রমের সঙ্গে নজীবের দিন কাটত অর্ধাহারে এমনকি তাকে গোসলের জন্যও পানি দেওয়া হতো না। এরপরই নজীবের ভ্রম ভাঙে। তিনি বুঝে যান, তাঁর স্বপ্ন এবং আকাঙ্ক্ষা মরুর বালির টিলার নিচে চাপা পড়েই থাকবে।
‘আদুজিভিথাম’ সিনেমায় নজীবের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় মালয়ালম অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারন। চলচ্চিত্রের দৃশ্যধারণের সময় অভিনেতাকে বেশ কয়েকবার কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। জর্ডানের মরুভূমির তপ্ত রোদে তিনিসহ পুরো টিম অসুস্থ হয়ে যায়। এর মাঝে আবার চলে আসে করোনা মহামারি। লকডাউনে মরুভূমিতে টানা ৬০ দিন আটকে থাকতে হয় সবাইকে।
সেই পরিস্থিতি নিয়ে নির্মাতা ব্লেসি বলেন, ‘আমরা যখন জানলাম, করোনা-১৯ মহামারি বিশ্বকে আঘাত করেছে। তখন মরুভূমিতে আসার পর স্বপ্নবিধূর উত্তেজনা ভয়ে পরিণত হয়। ৬০ দিন ধরে আমরা মরুভূমিতে আটকে ছিলাম।’
ভারতের জাতীয় চলচ্চিত্র বিজয়ী নির্মাতা ব্লেসি ছাড়াও সিনেমাটির নেপথ্যে রয়েছেন এ আর রহমানের মতো অস্কারজয়ী সুরকার। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন তিনি। এ ছাড়া আরেক অস্কারজয়ী সাউন্ড ডিজাইনার রেসুল পোকট্টি রয়েছেন সিনেমাটির সাউন্ড ডিজাইনে। মুক্তি পাওয়া ট্রেলারে এ আর রহমান আর রেসুল পোকট্টির যুগলের কাজ সকলকে শিহরিত করেছে।
পৃথ্বীরাজ ছাড়াও, সিনেমাটিতে আরও অভিনয় করেছেন জিমি জিন-লুইস, অমলা পল, রিক অ্যাবি। সিনেমাটির চিত্রগ্রহণে ছিলেন সুনীল কেএস, আর সম্পাদনা করেছেন শ্রীকর প্রসাদ।
পৃথ্বীরাজ সুকুমারন অভিনীত বহুল প্রত্যাশিত মালয়ালম চলচ্চিত্র ‘দ্য গট লাইফ’ অবশেষে বড় পর্দায় আসছে। গতকাল বুধবার সিনেমাটির মুক্তির নতুন তারিখ ঘোষণা করা হয়। এটি এ বছরের ১০ এপ্রিল মুক্তি পাওয়ার কথা থাকলেও তার আগেই ২৮ মার্চ বিশ্বজুড়ে মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।
অনেকেই জেনে অবাক হবেন, মালয়ালম ভাষায় ‘আদুজিভিথাম’ নামে এই সিনেমা তৈরিতে সময় লেগেছে দেড় দশকের বেশি। ১০ বছরের চিত্রনাট্য ও ৬ বছরের দৃশ্যধারণ শেষে এটির নির্মাণ শেষ হয়েছে।
সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের জাতীয় পুরস্কার বিজয়ী নির্মাতা ব্লেসি এবং প্রযোজনা করেছে ভিজ্যুয়াল রোমান্স। ভারতের প্রখ্যাত লেখক বেনিয়ামিনের লেখা একই শিরোনামের মালয়ালম উপন্যাসকে উপজীব্য করে তৈরি হয়েছে এই চলচ্চিত্র। সবচেয়ে বেশি বিক্রীত মালয়ালম উপন্যাসটি ১২টি ভাষায় অনূদিত হয়েছে। ৯০ দশকের গোড়ার দিকে বুক ভরা স্বপ্ন নিয়ে কেরালা থেকে ভাগ্যের সন্ধানে মধ্যপ্রাচ্যে পাড়ি জমানো নজীব মোহাম্মদ নামে এক যুবকের জীবনকাহিনি উঠে এসেছে এই উপন্যাসে।
অনেক আশা, স্বপ্ন ও আকাঙ্ক্ষা নিয়ে কেরালা থেকে সৌদি আরব পাড়ি জমান নজীব মোহাম্মদ। পেছনে ফেলে যান পরিবার, সদ্য বিয়ে করা স্ত্রী, প্রিয় গ্রাম, নদী আর অসংখ্য স্মৃতি। কিন্তু সেখানে যাওয়ার পরই তার স্বপ্ন ফিকে হতে থাকে। সৌদি আরবের মরুভূমিতে ছাগলের মতো দাসত্বের জীবনের তিক্ত যন্ত্রণার শিকার হতে হয়েছিল নজীবকে। হাড়ভাঙা পরিশ্রমের সঙ্গে নজীবের দিন কাটত অর্ধাহারে এমনকি তাকে গোসলের জন্যও পানি দেওয়া হতো না। এরপরই নজীবের ভ্রম ভাঙে। তিনি বুঝে যান, তাঁর স্বপ্ন এবং আকাঙ্ক্ষা মরুর বালির টিলার নিচে চাপা পড়েই থাকবে।
‘আদুজিভিথাম’ সিনেমায় নজীবের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় মালয়ালম অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারন। চলচ্চিত্রের দৃশ্যধারণের সময় অভিনেতাকে বেশ কয়েকবার কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। জর্ডানের মরুভূমির তপ্ত রোদে তিনিসহ পুরো টিম অসুস্থ হয়ে যায়। এর মাঝে আবার চলে আসে করোনা মহামারি। লকডাউনে মরুভূমিতে টানা ৬০ দিন আটকে থাকতে হয় সবাইকে।
সেই পরিস্থিতি নিয়ে নির্মাতা ব্লেসি বলেন, ‘আমরা যখন জানলাম, করোনা-১৯ মহামারি বিশ্বকে আঘাত করেছে। তখন মরুভূমিতে আসার পর স্বপ্নবিধূর উত্তেজনা ভয়ে পরিণত হয়। ৬০ দিন ধরে আমরা মরুভূমিতে আটকে ছিলাম।’
ভারতের জাতীয় চলচ্চিত্র বিজয়ী নির্মাতা ব্লেসি ছাড়াও সিনেমাটির নেপথ্যে রয়েছেন এ আর রহমানের মতো অস্কারজয়ী সুরকার। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন তিনি। এ ছাড়া আরেক অস্কারজয়ী সাউন্ড ডিজাইনার রেসুল পোকট্টি রয়েছেন সিনেমাটির সাউন্ড ডিজাইনে। মুক্তি পাওয়া ট্রেলারে এ আর রহমান আর রেসুল পোকট্টির যুগলের কাজ সকলকে শিহরিত করেছে।
পৃথ্বীরাজ ছাড়াও, সিনেমাটিতে আরও অভিনয় করেছেন জিমি জিন-লুইস, অমলা পল, রিক অ্যাবি। সিনেমাটির চিত্রগ্রহণে ছিলেন সুনীল কেএস, আর সম্পাদনা করেছেন শ্রীকর প্রসাদ।
দর্শক চাহিদা না থাকায় প্রথম সপ্তাহ শেষ না হতেই শাকিব খান অভিনীত ‘অন্তরাত্মা’ সিনেমাটি নামিয়ে দেওয়া হয়েছে সিনেপ্লেক্স থেকে। সিঙ্গেল স্ক্রিনেও দর্শক টানতে পারেনি সিনেমাটি। অন্তরাত্মার ভরাডুবির কারণ জানিয়ে ক্ষোভ প্রকাশ করলেন সিনেমার অন্যতম অভিনয়শিল্পী শাহেদ শরীফ খান।
৩ ঘণ্টা আগেদুই সপ্তাহ পার হয়ে গেলেও এখনো উৎসবের আমেজ ধরে রেখেছে ঈদের সিনেমাগুলো। প্রথমদিকে সিনেপ্লেক্সে কমসংখ্যক শো পেলেও সময়ের সঙ্গে বেড়ে চলেছে জংলির সিনেমার চাহিদা। তৃতীয় সপ্তাহ আরও বাড়ছে শোয়ের সংখ্যা।
৩ ঘণ্টা আগেবাংলা নতুন বছরের শুরুতে আগামীকাল শুক্রবার নিজেদের নন্দিত নাটক ‘খনা’ মঞ্চে নিয়ে আসছে বটতলা। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটির ৯২তম মঞ্চায়ন হবে সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে।
৬ ঘণ্টা আগেস্বাধীন বাংলাদেশের শুরু থেকেই ঢাকাই সিনেমার সঙ্গে জড়িত সোহেল রানা। বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘ওরা ১১ জন’-এর প্রযোজক হিসেবে চলচ্চিত্রজগতে প্রবেশ করেন মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা। সিনেমাটি ১৯৭২ সালে মুক্তি পায়। অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ এর দুই বছর
১৬ ঘণ্টা আগে