বিনোদন প্রতিবেদক, ঢাকা
কোরবানির ঈদে মুক্তির তালিকায় থাকা ‘নীলচক্র’ সিনেমার গানে পর্দায় হাজির হয়েছেন দুই সংগীতশিল্পী জালালি শাফায়াত ও বালাম। ‘এই শহরের অন্ধকারে’ শিরোনামের গানটি লেখার পাশাপাশি কণ্ঠ দিয়েছেন জালালি শাফায়াত। সুর করেছেন বালাম। নীলচক্রের দেখানো পথে হাঁটল ঈদের আরেক সিনেমা ‘টগর’। এই সিনেমার ‘ও সুন্দরী’ গানে কেন্দ্রীয় দুই অভিনয়শিল্পী আদর আজাদ ও পূজা চেরির সঙ্গে দেখা গেল সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও আতিয়া আনিসাকে।
গতকাল টাইগার মিডিয়া ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় টগর সিনেমার দ্বিতীয় গান ‘ও সুন্দরী’। রবিউল ইসলাম জীবনের লেখা গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন ইমরান। গেয়েছেন ইমরান ও আতিয়া। আইটেম ঘরনার এই গানের শুরুতে পারফর্ম করেন আদর ও পূজা। শেষ দিকে চমক হিসেবে হাজির হন ইমরান ও আতিয়া। পূজার সঙ্গে নাচলেন ইমরান আর আদরের সঙ্গে জুটি হয়ে কোমর দুলিয়েছেন আতিয়া।
ক্যারিয়ারে অনেক সিনেমায় প্লেব্যাক করলেও এবারই প্রথম সিনেমার গানে পর্দায় পারফর্ম করলেন ইমরান। ও সুন্দরী গান নিয়ে ইমরান মাহমুদুল বলেন, ‘এটা আমার জন্য একেবারে নতুন অভিজ্ঞতা। নিজের গানে পর্দায় নাচা ছিল চ্যালেঞ্জিং, কিন্তু এক্সাইটিং। টগর সিনেমার এই গান নিয়ে আমি খুবই আশাবাদী।’
আতিয়া আনিসা বলেন, ‘ইমরান ভাইয়ের সঙ্গে গাওয়া এবং একই গানে স্ক্রিন শেয়ার করতে পেরে খুবই ভালো লেগেছে।’
অ্যাকশন ঘরানার সিনেমা টগর বানিয়েছেন আলোক হাসান। ধুন্ধুমার অ্যাকশন নিয়ে হাজির হবেন আদর আজাদ। কম যাবেন না পূজা চেরিও। সদ্য প্রকাশিত টিজারে এমনটাই আঁচ পাওয়া গেছে। টগর নিয়ে আশাবাদী আদর আজাদ বলেন, ‘টগর আমার জন্য বিশেষ একটি প্রজেক্ট। ও সুন্দরী গানটি সিনেমার অন্যতম হাইলাইট হবে; দর্শকদের অনুরোধ করব হলে গিয়ে সিনেমাটি উপভোগ করার।’
কোরবানির ঈদে মুক্তির তালিকায় থাকা ‘নীলচক্র’ সিনেমার গানে পর্দায় হাজির হয়েছেন দুই সংগীতশিল্পী জালালি শাফায়াত ও বালাম। ‘এই শহরের অন্ধকারে’ শিরোনামের গানটি লেখার পাশাপাশি কণ্ঠ দিয়েছেন জালালি শাফায়াত। সুর করেছেন বালাম। নীলচক্রের দেখানো পথে হাঁটল ঈদের আরেক সিনেমা ‘টগর’। এই সিনেমার ‘ও সুন্দরী’ গানে কেন্দ্রীয় দুই অভিনয়শিল্পী আদর আজাদ ও পূজা চেরির সঙ্গে দেখা গেল সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও আতিয়া আনিসাকে।
গতকাল টাইগার মিডিয়া ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় টগর সিনেমার দ্বিতীয় গান ‘ও সুন্দরী’। রবিউল ইসলাম জীবনের লেখা গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন ইমরান। গেয়েছেন ইমরান ও আতিয়া। আইটেম ঘরনার এই গানের শুরুতে পারফর্ম করেন আদর ও পূজা। শেষ দিকে চমক হিসেবে হাজির হন ইমরান ও আতিয়া। পূজার সঙ্গে নাচলেন ইমরান আর আদরের সঙ্গে জুটি হয়ে কোমর দুলিয়েছেন আতিয়া।
ক্যারিয়ারে অনেক সিনেমায় প্লেব্যাক করলেও এবারই প্রথম সিনেমার গানে পর্দায় পারফর্ম করলেন ইমরান। ও সুন্দরী গান নিয়ে ইমরান মাহমুদুল বলেন, ‘এটা আমার জন্য একেবারে নতুন অভিজ্ঞতা। নিজের গানে পর্দায় নাচা ছিল চ্যালেঞ্জিং, কিন্তু এক্সাইটিং। টগর সিনেমার এই গান নিয়ে আমি খুবই আশাবাদী।’
আতিয়া আনিসা বলেন, ‘ইমরান ভাইয়ের সঙ্গে গাওয়া এবং একই গানে স্ক্রিন শেয়ার করতে পেরে খুবই ভালো লেগেছে।’
অ্যাকশন ঘরানার সিনেমা টগর বানিয়েছেন আলোক হাসান। ধুন্ধুমার অ্যাকশন নিয়ে হাজির হবেন আদর আজাদ। কম যাবেন না পূজা চেরিও। সদ্য প্রকাশিত টিজারে এমনটাই আঁচ পাওয়া গেছে। টগর নিয়ে আশাবাদী আদর আজাদ বলেন, ‘টগর আমার জন্য বিশেষ একটি প্রজেক্ট। ও সুন্দরী গানটি সিনেমার অন্যতম হাইলাইট হবে; দর্শকদের অনুরোধ করব হলে গিয়ে সিনেমাটি উপভোগ করার।’
কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়ার পর বাংলাদেশের সিনেমা ‘মাস্তুল’ এবার আমন্ত্রণ পেল ভারতের চতুর্থ ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতায়। ভাসমান জীবনের গল্প নিয়ে সিনেমাটি বানিয়েছেন মোহাম্মদ নূরুজ্জামান।
১৬ ঘণ্টা আগেহ্যারি পটার সিরিজের কাজ চলবে প্রায় এক দশক ধরে। তাহলে যেসব শিশু এতে অভিনয় করছে, তাদের পড়াশোনার কী হবে? এ বিষয়টি চিন্তা করে শুটিং স্পটেই একটি অস্থায়ী স্কুল তৈরি করা হয়েছে। শুটিংয়ের পাশাপাশি সেখানেই চলবে তাদের পড়াশোনা।
১৭ ঘণ্টা আগেজীবনের ঝুঁকি নিয়ে রোমাঞ্চকর সিনেমাটিক দৃশ্য উপহার দেন স্টান্টম্যানরা। বেশিরভাগ ক্ষেত্রে তাঁদের কোনো সুরক্ষাব্যবস্থা থাকে না। থাকে না স্বাস্থ্যবীমা। তাঁদের জন্য বড় উদ্যোগ নিলেন অক্ষয় কুমার।
২০ ঘণ্টা আগেজয় শাহরিয়ারের কথা ও সুরে নতুন গানে কণ্ঠ দিয়েছেন এলিটা করিম। শিরোনাম ‘বারান্দাতে বিকেলবেলা’। গানটির ভিডিও প্রকাশ পেয়েছে জয় শাহরিয়ারের ইউটিউব চ্যানেলে।
২০ ঘণ্টা আগে