বিনোদন ডেস্ক
ঢাকা: হইচই ওটিটি প্ল্যাটফর্মের অন্যতম জনপ্রিয় চরিত্র একেন বাবু। আত্মভোলা, বোকা সেজে থাকা দক্ষ গোয়েন্দা একেন শুরু থেকেই দর্শকদের নজর কেড়েছে। একেন বাবু চরিত্রে অভিনয় করেছেন অনির্বান চক্রবর্তী। চরিত্রটি জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ, অনির্বানের সঙ্গে সত্যজিৎ রায়ের জটায়ু চরিত্রের সন্তোষ দত্তর চেহারার অসম্ভব মিল।
সুজন দাশগুপ্তর লেখা এক আশ্চর্য চরিত্র একেন। বুদ্ধিতে যেন ফেলুদা আর স্বভাবে ঠিক জটায়ু। লালমোহন গাঙ্গুলির মতোই খুব খারাপ হিন্দি বলেন। সব সময় হাসি-ঠাট্টা দিয়ে জমিয়ে রাখলেও বড় বড় রহস্যের সমাধান বেরিয়ে আসে তাঁর মাথা দিয়েই।
একেন বাবুর প্রথম দেখা পাওয়া যায় ২০০৮ সালে। এ পর্যন্ত ‘একেন বাবু’ সিরিজের চারটি সিজন প্রচার হয়েছে। হালের জনপ্রিয় এ গোয়েন্দার পা পড়েছে ঢাকাতেও। সিরিজের তৃতীয় সিজনে বাংলাদেশের প্রেক্ষাপটে গল্প সাজানো হয়েছিল। ওই মৌসুমে একেনের সঙ্গে দেখা গেছে বাংলাদেশের অভিনয়শিল্পীদেরও।
একেন চরিত্রের অনির্বান চক্রবর্তীর অভিনয় শুরু ছোটবেলায়। গ্রুপ থিয়েটার করতেন। দু-একটা সিনেমায় মুখ দেখালেও কখনো ওভাবে আলোচনায় আসেননি অনির্বান। শিক্ষকতা ছিল তাঁর পেশা। পড়াতেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে। চাকরি করেছেন বাংলাদেশেও। ২০০৪ সালের দিকে চাকরিসূত্রে দুই বছর ছিলেন ঢাকা ও খুলনায়। আইআইটিতে চাকরির সময় প্রথম ডাক পান একেন চরিত্রে অভিনয়ের জন্য। সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান।
এর আগে তিনি মুম্বাইয়ের যশরাজ ফিল্মস থেকে ডাক পেয়েছিলেন। অভিনয় করেছেন ‘মেরি পেয়ারি বিন্দু’ সিনেমায়। অনির্বান চক্রবর্তীর ভাষায়, ‘প্রথম যেদিন মুম্বাই থেকে ফোন আসে, সেদিন ভেবেছিলাম ওটা প্রাঙ্ক কল। কেউ ঠাট্টা করছে।’
তাঁর প্রথম সিনেমা ইন্দ্রনীল রায়চৌধুরীর ‘ফড়িং’। এর আগে থিয়েটারই ছিল তাঁর ধ্যান-জ্ঞান। বলছিলেন, ‘পড়াতাম। তার মধ্যেই অভিনয় চলত। কিন্তু সন্ধ্যাবেলা ছাড়া থিয়েটারে সময় দিতে পারছিলাম না। তত দিনে সৌমিত্র চট্টোপাধ্যায়, অরুন মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ হয়ে গেছে। একটা সময় ঠিক করলাম পড়ানো ছেড়ে শুধু থিয়েটার করব।’
কিন্তু থিয়েটারের বাইরেও যে সারা বাংলায় ছড়িয়ে যাবে অনির্বান চক্রবর্তী নাম। তিনি হয়ে উঠবেন সবার প্রিয় একেন বাবু। সেটা কখনো ভাবেননি। একেন চরিত্র থেকে বেরিয়ে আরও কয়েকটি সিনেমায় কাজ করেছেন অনির্বান চক্রবর্তী। সর্বশেষ তাঁকে দেখা গেছে ‘মারাদোনার জুতো’তে।
ঢাকা: হইচই ওটিটি প্ল্যাটফর্মের অন্যতম জনপ্রিয় চরিত্র একেন বাবু। আত্মভোলা, বোকা সেজে থাকা দক্ষ গোয়েন্দা একেন শুরু থেকেই দর্শকদের নজর কেড়েছে। একেন বাবু চরিত্রে অভিনয় করেছেন অনির্বান চক্রবর্তী। চরিত্রটি জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ, অনির্বানের সঙ্গে সত্যজিৎ রায়ের জটায়ু চরিত্রের সন্তোষ দত্তর চেহারার অসম্ভব মিল।
সুজন দাশগুপ্তর লেখা এক আশ্চর্য চরিত্র একেন। বুদ্ধিতে যেন ফেলুদা আর স্বভাবে ঠিক জটায়ু। লালমোহন গাঙ্গুলির মতোই খুব খারাপ হিন্দি বলেন। সব সময় হাসি-ঠাট্টা দিয়ে জমিয়ে রাখলেও বড় বড় রহস্যের সমাধান বেরিয়ে আসে তাঁর মাথা দিয়েই।
একেন বাবুর প্রথম দেখা পাওয়া যায় ২০০৮ সালে। এ পর্যন্ত ‘একেন বাবু’ সিরিজের চারটি সিজন প্রচার হয়েছে। হালের জনপ্রিয় এ গোয়েন্দার পা পড়েছে ঢাকাতেও। সিরিজের তৃতীয় সিজনে বাংলাদেশের প্রেক্ষাপটে গল্প সাজানো হয়েছিল। ওই মৌসুমে একেনের সঙ্গে দেখা গেছে বাংলাদেশের অভিনয়শিল্পীদেরও।
একেন চরিত্রের অনির্বান চক্রবর্তীর অভিনয় শুরু ছোটবেলায়। গ্রুপ থিয়েটার করতেন। দু-একটা সিনেমায় মুখ দেখালেও কখনো ওভাবে আলোচনায় আসেননি অনির্বান। শিক্ষকতা ছিল তাঁর পেশা। পড়াতেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে। চাকরি করেছেন বাংলাদেশেও। ২০০৪ সালের দিকে চাকরিসূত্রে দুই বছর ছিলেন ঢাকা ও খুলনায়। আইআইটিতে চাকরির সময় প্রথম ডাক পান একেন চরিত্রে অভিনয়ের জন্য। সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান।
এর আগে তিনি মুম্বাইয়ের যশরাজ ফিল্মস থেকে ডাক পেয়েছিলেন। অভিনয় করেছেন ‘মেরি পেয়ারি বিন্দু’ সিনেমায়। অনির্বান চক্রবর্তীর ভাষায়, ‘প্রথম যেদিন মুম্বাই থেকে ফোন আসে, সেদিন ভেবেছিলাম ওটা প্রাঙ্ক কল। কেউ ঠাট্টা করছে।’
তাঁর প্রথম সিনেমা ইন্দ্রনীল রায়চৌধুরীর ‘ফড়িং’। এর আগে থিয়েটারই ছিল তাঁর ধ্যান-জ্ঞান। বলছিলেন, ‘পড়াতাম। তার মধ্যেই অভিনয় চলত। কিন্তু সন্ধ্যাবেলা ছাড়া থিয়েটারে সময় দিতে পারছিলাম না। তত দিনে সৌমিত্র চট্টোপাধ্যায়, অরুন মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ হয়ে গেছে। একটা সময় ঠিক করলাম পড়ানো ছেড়ে শুধু থিয়েটার করব।’
কিন্তু থিয়েটারের বাইরেও যে সারা বাংলায় ছড়িয়ে যাবে অনির্বান চক্রবর্তী নাম। তিনি হয়ে উঠবেন সবার প্রিয় একেন বাবু। সেটা কখনো ভাবেননি। একেন চরিত্র থেকে বেরিয়ে আরও কয়েকটি সিনেমায় কাজ করেছেন অনির্বান চক্রবর্তী। সর্বশেষ তাঁকে দেখা গেছে ‘মারাদোনার জুতো’তে।
সিনেমা অনবদ্য অভিনয়, নির্মাণ, প্রযোজনার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অন্যরকম জনপ্রিয়তা রয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমীর খান। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর মায়ের জন্মদিনে অন্য স্বজন...
৮ মিনিট আগেআজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
৩৮ মিনিট আগেঅভিনেতা হিসেবে তিনি যে দুর্দান্ত, তা বলা বাহুল্য। বলিউডে দুই যুগের বেশি সময় ধরে রাজত্ব করছেন তিনি। সেই বোমান ইরানি এবার দাঁড়ালেন ক্যামেরার পেছনে। প্রথমবারের মতো হাজির হলেন পরিচালক হিসেবে। বানিয়েছেন ‘দ্য মেহতা বয়েজ’। ৭ ফেব্রুয়ারি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিনেমাটি। সম্প্রতি প্রকাশ পেয়েছে...
১ ঘণ্টা আগেনব্বইয়ের দশকে ঢাকার মঞ্চের কয়েকজন তরুণ নাট্যপ্রেমী গড়ে তোলেন ‘প্রাচ্যনাট’ নামের নতুন নাট্যদল। নামটি দিয়েছিলেন প্রখ্যাত নাট্যকার ও গবেষক সেলিম আল দীন। ১৯৯৭ সালের ২১ ফেব্রুয়ারি দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সেই থেকে দলটি যেমন নতুন নতুন নাটক উপহার দিয়েছে, তেমনি নাট্যকর্মী সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ...
১ ঘণ্টা আগে