ঢাকা: হইচই ওটিটি প্ল্যাটফর্মের অন্যতম জনপ্রিয় চরিত্র একেন বাবু। আত্মভোলা, বোকা সেজে থাকা দক্ষ গোয়েন্দা একেন শুরু থেকেই দর্শকদের নজর কেড়েছে। একেন বাবু চরিত্রে অভিনয় করেছেন অনির্বান চক্রবর্তী। চরিত্রটি জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ, অনির্বানের সঙ্গে সত্যজিৎ রায়ের জটায়ু চরিত্রের সন্তোষ দত্তর চেহারার অসম্ভব মিল।
সুজন দাশগুপ্তর লেখা এক আশ্চর্য চরিত্র একেন। বুদ্ধিতে যেন ফেলুদা আর স্বভাবে ঠিক জটায়ু। লালমোহন গাঙ্গুলির মতোই খুব খারাপ হিন্দি বলেন। সব সময় হাসি-ঠাট্টা দিয়ে জমিয়ে রাখলেও বড় বড় রহস্যের সমাধান বেরিয়ে আসে তাঁর মাথা দিয়েই।
একেন বাবুর প্রথম দেখা পাওয়া যায় ২০০৮ সালে। এ পর্যন্ত ‘একেন বাবু’ সিরিজের চারটি সিজন প্রচার হয়েছে। হালের জনপ্রিয় এ গোয়েন্দার পা পড়েছে ঢাকাতেও। সিরিজের তৃতীয় সিজনে বাংলাদেশের প্রেক্ষাপটে গল্প সাজানো হয়েছিল। ওই মৌসুমে একেনের সঙ্গে দেখা গেছে বাংলাদেশের অভিনয়শিল্পীদেরও।
একেন চরিত্রের অনির্বান চক্রবর্তীর অভিনয় শুরু ছোটবেলায়। গ্রুপ থিয়েটার করতেন। দু-একটা সিনেমায় মুখ দেখালেও কখনো ওভাবে আলোচনায় আসেননি অনির্বান। শিক্ষকতা ছিল তাঁর পেশা। পড়াতেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে। চাকরি করেছেন বাংলাদেশেও। ২০০৪ সালের দিকে চাকরিসূত্রে দুই বছর ছিলেন ঢাকা ও খুলনায়। আইআইটিতে চাকরির সময় প্রথম ডাক পান একেন চরিত্রে অভিনয়ের জন্য। সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান।
এর আগে তিনি মুম্বাইয়ের যশরাজ ফিল্মস থেকে ডাক পেয়েছিলেন। অভিনয় করেছেন ‘মেরি পেয়ারি বিন্দু’ সিনেমায়। অনির্বান চক্রবর্তীর ভাষায়, ‘প্রথম যেদিন মুম্বাই থেকে ফোন আসে, সেদিন ভেবেছিলাম ওটা প্রাঙ্ক কল। কেউ ঠাট্টা করছে।’
তাঁর প্রথম সিনেমা ইন্দ্রনীল রায়চৌধুরীর ‘ফড়িং’। এর আগে থিয়েটারই ছিল তাঁর ধ্যান-জ্ঞান। বলছিলেন, ‘পড়াতাম। তার মধ্যেই অভিনয় চলত। কিন্তু সন্ধ্যাবেলা ছাড়া থিয়েটারে সময় দিতে পারছিলাম না। তত দিনে সৌমিত্র চট্টোপাধ্যায়, অরুন মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ হয়ে গেছে। একটা সময় ঠিক করলাম পড়ানো ছেড়ে শুধু থিয়েটার করব।’
কিন্তু থিয়েটারের বাইরেও যে সারা বাংলায় ছড়িয়ে যাবে অনির্বান চক্রবর্তী নাম। তিনি হয়ে উঠবেন সবার প্রিয় একেন বাবু। সেটা কখনো ভাবেননি। একেন চরিত্র থেকে বেরিয়ে আরও কয়েকটি সিনেমায় কাজ করেছেন অনির্বান চক্রবর্তী। সর্বশেষ তাঁকে দেখা গেছে ‘মারাদোনার জুতো’তে।
ঢাকা: হইচই ওটিটি প্ল্যাটফর্মের অন্যতম জনপ্রিয় চরিত্র একেন বাবু। আত্মভোলা, বোকা সেজে থাকা দক্ষ গোয়েন্দা একেন শুরু থেকেই দর্শকদের নজর কেড়েছে। একেন বাবু চরিত্রে অভিনয় করেছেন অনির্বান চক্রবর্তী। চরিত্রটি জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ, অনির্বানের সঙ্গে সত্যজিৎ রায়ের জটায়ু চরিত্রের সন্তোষ দত্তর চেহারার অসম্ভব মিল।
সুজন দাশগুপ্তর লেখা এক আশ্চর্য চরিত্র একেন। বুদ্ধিতে যেন ফেলুদা আর স্বভাবে ঠিক জটায়ু। লালমোহন গাঙ্গুলির মতোই খুব খারাপ হিন্দি বলেন। সব সময় হাসি-ঠাট্টা দিয়ে জমিয়ে রাখলেও বড় বড় রহস্যের সমাধান বেরিয়ে আসে তাঁর মাথা দিয়েই।
একেন বাবুর প্রথম দেখা পাওয়া যায় ২০০৮ সালে। এ পর্যন্ত ‘একেন বাবু’ সিরিজের চারটি সিজন প্রচার হয়েছে। হালের জনপ্রিয় এ গোয়েন্দার পা পড়েছে ঢাকাতেও। সিরিজের তৃতীয় সিজনে বাংলাদেশের প্রেক্ষাপটে গল্প সাজানো হয়েছিল। ওই মৌসুমে একেনের সঙ্গে দেখা গেছে বাংলাদেশের অভিনয়শিল্পীদেরও।
একেন চরিত্রের অনির্বান চক্রবর্তীর অভিনয় শুরু ছোটবেলায়। গ্রুপ থিয়েটার করতেন। দু-একটা সিনেমায় মুখ দেখালেও কখনো ওভাবে আলোচনায় আসেননি অনির্বান। শিক্ষকতা ছিল তাঁর পেশা। পড়াতেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে। চাকরি করেছেন বাংলাদেশেও। ২০০৪ সালের দিকে চাকরিসূত্রে দুই বছর ছিলেন ঢাকা ও খুলনায়। আইআইটিতে চাকরির সময় প্রথম ডাক পান একেন চরিত্রে অভিনয়ের জন্য। সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান।
এর আগে তিনি মুম্বাইয়ের যশরাজ ফিল্মস থেকে ডাক পেয়েছিলেন। অভিনয় করেছেন ‘মেরি পেয়ারি বিন্দু’ সিনেমায়। অনির্বান চক্রবর্তীর ভাষায়, ‘প্রথম যেদিন মুম্বাই থেকে ফোন আসে, সেদিন ভেবেছিলাম ওটা প্রাঙ্ক কল। কেউ ঠাট্টা করছে।’
তাঁর প্রথম সিনেমা ইন্দ্রনীল রায়চৌধুরীর ‘ফড়িং’। এর আগে থিয়েটারই ছিল তাঁর ধ্যান-জ্ঞান। বলছিলেন, ‘পড়াতাম। তার মধ্যেই অভিনয় চলত। কিন্তু সন্ধ্যাবেলা ছাড়া থিয়েটারে সময় দিতে পারছিলাম না। তত দিনে সৌমিত্র চট্টোপাধ্যায়, অরুন মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ হয়ে গেছে। একটা সময় ঠিক করলাম পড়ানো ছেড়ে শুধু থিয়েটার করব।’
কিন্তু থিয়েটারের বাইরেও যে সারা বাংলায় ছড়িয়ে যাবে অনির্বান চক্রবর্তী নাম। তিনি হয়ে উঠবেন সবার প্রিয় একেন বাবু। সেটা কখনো ভাবেননি। একেন চরিত্র থেকে বেরিয়ে আরও কয়েকটি সিনেমায় কাজ করেছেন অনির্বান চক্রবর্তী। সর্বশেষ তাঁকে দেখা গেছে ‘মারাদোনার জুতো’তে।
সৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
১২ ঘণ্টা আগেবিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
১৯ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
১৯ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
১৯ ঘণ্টা আগে