Ajker Patrika

হিন্দিতে মুখার্জি বাড়ির মেয়ের কাহিনি

হিন্দিতে মুখার্জি বাড়ির মেয়ের কাহিনি

ভারতীয় টিভি চ্যানেল কালারসে গত সপ্তাহে শুরু হয়েছে সিরিয়াল ‘থোড়া সা বাদল থোড়া সা পানি’। সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করছেন হর্ষদ অরোরা ও ইশিতা দত্ত। সোম থেকে শুক্রবার বাংলাদেশ সময় রাত ৯টায় সিরিয়ালটি প্রচার হচ্ছে।

এটি একটি বাঙালি পরিবারের গল্প। গল্পের শুরুটা হয় ইশিতা দত্তকে ঘিরে। হাসিখুশি জীবনটা ভালোই যাচ্ছিল ইশিতার। কিন্তু বাবা মারা যাওয়ার পর জীবন বদলে যায়। ইশিতার চরিত্রের নাম কাজল।

কাজলের বিয়ের কথা চলছে অর্জুন চট্টোপাধ্যায়ের সঙ্গে। হর্ষদ করছেন অর্জুন চরিত্রটা। তিনি এক ধনী পরিবারের সন্তান।

নতুন সিরিয়াল ‘থোড়া সা বাদল থোড়া সা পানি’তে অভিনয় করছেন ইশিতা দত্তপ্রথম দিকে একটি সাধারণ মেয়ে এবং রাজপুত্রের গল্প মনে হলেও, পরবর্তী সময়ে আরো চমক আসবে বলে জানান সিরিয়ালের অভিনেতারা।

নতুন সিরিয়াল ‘থোড়া সা বাদল থোড়া সা পানি’তে অভিনয় করছেন ইশিতা দত্তইশিতা বলেন, ‘আমি এখানে মুখার্জি বাড়ির মেয়ের চরিত্র করছি। যে মেয়েটা এই পরিবারের আদর-যত্নে বড় হয়েছে। কিন্তু বাস্তবতা সামনে আসে বাবা মারা যাওয়ার পর। হিন্দি সিরিয়ালে এমন মেয়ের চরিত্র নতুন নয়। একটা পরিবারের গল্প। একটা মেয়ের গল্প। যার প্রতিটি পর্ব দেখার জন্য দর্শক আগ্রহ নিয়ে অপেক্ষা করবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত