গল্পটা দুই ভাইয়ের। আপন ভাই না হয়েও তাঁরা আপনের চেয়ে আপন। বড় ভাই চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম। পেশায় তিনি লেখক। বয়স পঞ্চাশের কোঠায়। সবাই তাঁকে অবিবাহিত জানলেও তাঁর গোপন-রহস্যটা ভিন্ন। এক কন্যাসন্তান আছে তাঁর। মাঝে মাঝেই লুকিয়ে তিনি মেয়েকে দেখতে যান। কন্যা অবশ্য বাবার পরিচয় জানে না। এখনো তাকে তার বাবার পরিচয় জানানো হয়নি। এই নিয়ে বড় ভাই গভীর কষ্টে থাকেন; কিন্তু কাউকে বুঝতে দেন না।
ছোট ভাই নাট্যকলায় স্নাতকোত্তর করে নাটক লেখার চেষ্টা করছে। এই চরিত্রে অভিনয় করেছেন এফ এস নাঈম। বড় ভাইয়ের আশ্রয়ে থাকে। রিনার প্রেমে হাবুডুবু খাচ্ছে সে। রিনা চরিত্রে অভিনয় করেছেন অর্ষা। কঠিন প্রকৃতির এক মেয়ে রিনা। প্রতিদিনের হাসি-আনন্দের মধ্যেও একটা কষ্ট আছে, যা তার প্রেমিক জানে না।
রিনারা চার বান্ধবী একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে থাকে। সেখানে আছে মায়া, শিলু আর কচি নামের আরও তিন চরিত্র। কচির উদ্ভট আচরণে মায়া, শিলু সবাই অতিষ্ঠ। রিনা আর মায়ার আরও একটা পরিচয় আছে। তারা ‘দ্য নাটকস’ নামে একটা থিয়েটার দলে কাজ করে। এসব ঘটনা নিয়েই তৈরি হয়েছে ধারাবাহিক নাটক ‘সাদাসিধে ছোটভাই’। কিছু কাল্পনিক চরিত্র নিয়ে ‘সাদাসিধে ছোট ভাই’ নাটকের গল্প এগিয়ে যাবে। মূল গল্পের বাইরেও চরিত্রগুলোর ছোট ছোট কিছু গল্প আছে। ধারাবাহিকের প্রতিটি পর্ব শেষে সেই ছোট ছোট গল্প বোনাস দৃশ্য হিসেবে দেখানো হবে।
এটিএন বাংলায় আজ থেকে সপ্তাহের প্রতি রবি ও সোমবার রাত ৮টা ৪০ মিনিটে প্রচার হবে নতুন ধারাবাহিক ‘সাদাসিধে ছোট ভাই’। মাসুম রেজার রচনায় নাটকটি বানিয়েছেন সকাল আহমেদ।
গল্পটা দুই ভাইয়ের। আপন ভাই না হয়েও তাঁরা আপনের চেয়ে আপন। বড় ভাই চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম। পেশায় তিনি লেখক। বয়স পঞ্চাশের কোঠায়। সবাই তাঁকে অবিবাহিত জানলেও তাঁর গোপন-রহস্যটা ভিন্ন। এক কন্যাসন্তান আছে তাঁর। মাঝে মাঝেই লুকিয়ে তিনি মেয়েকে দেখতে যান। কন্যা অবশ্য বাবার পরিচয় জানে না। এখনো তাকে তার বাবার পরিচয় জানানো হয়নি। এই নিয়ে বড় ভাই গভীর কষ্টে থাকেন; কিন্তু কাউকে বুঝতে দেন না।
ছোট ভাই নাট্যকলায় স্নাতকোত্তর করে নাটক লেখার চেষ্টা করছে। এই চরিত্রে অভিনয় করেছেন এফ এস নাঈম। বড় ভাইয়ের আশ্রয়ে থাকে। রিনার প্রেমে হাবুডুবু খাচ্ছে সে। রিনা চরিত্রে অভিনয় করেছেন অর্ষা। কঠিন প্রকৃতির এক মেয়ে রিনা। প্রতিদিনের হাসি-আনন্দের মধ্যেও একটা কষ্ট আছে, যা তার প্রেমিক জানে না।
রিনারা চার বান্ধবী একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে থাকে। সেখানে আছে মায়া, শিলু আর কচি নামের আরও তিন চরিত্র। কচির উদ্ভট আচরণে মায়া, শিলু সবাই অতিষ্ঠ। রিনা আর মায়ার আরও একটা পরিচয় আছে। তারা ‘দ্য নাটকস’ নামে একটা থিয়েটার দলে কাজ করে। এসব ঘটনা নিয়েই তৈরি হয়েছে ধারাবাহিক নাটক ‘সাদাসিধে ছোটভাই’। কিছু কাল্পনিক চরিত্র নিয়ে ‘সাদাসিধে ছোট ভাই’ নাটকের গল্প এগিয়ে যাবে। মূল গল্পের বাইরেও চরিত্রগুলোর ছোট ছোট কিছু গল্প আছে। ধারাবাহিকের প্রতিটি পর্ব শেষে সেই ছোট ছোট গল্প বোনাস দৃশ্য হিসেবে দেখানো হবে।
এটিএন বাংলায় আজ থেকে সপ্তাহের প্রতি রবি ও সোমবার রাত ৮টা ৪০ মিনিটে প্রচার হবে নতুন ধারাবাহিক ‘সাদাসিধে ছোট ভাই’। মাসুম রেজার রচনায় নাটকটি বানিয়েছেন সকাল আহমেদ।
ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদে শুরু থেকেই সরব হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। দুই দশকের বেশি সময় ধরে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের শুভেচ্ছাদূত ও বিশেষ দূত হিসেবে কাজ করছেন তিনি। পৃথিবীর যেকোনো প্রান্তে মানুষের সঙ্গে ঘটে চলা অমানবিক ঘটনার বিরুদ্ধে...
১৪ ঘণ্টা আগেনতুন সিজন নিয়ে ফিরছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ফারজি’। জাল নোটের কারবার নিয়ে তৈরি এ সিরিজে শহিদ কাপুর ও বিজয় সেতুপতি পরস্পরকে যেভাবে টেক্কা দিয়েছিলেন, তাতে বুঁদ হয়েছিল দর্শক। টান টান উত্তেজনায় শেষ হয়েছিল ২০২৩ সালের ফেব্রুয়ারিতে আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়া ফারজির প্রথম সিজন। তখন থেকে অপেক্ষা...
১৪ ঘণ্টা আগেজাতীয় চলচ্চিত্র অনুদান নীতিমালা ২০২৫-এর ৬.৫ ধারা নিয়ে চলচ্চিত্র সংস্কার রোডম্যাপ ২০২৪-এর কমিউনিকেশন উইংয়ের পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন ১১৯ জন চলচ্চিত্র নির্মাতা ও কর্মী। এই ধারায় উল্লেখ আছে, ‘প্রস্তাবিত বাজেটের কমপক্ষে শতকরা ১০ ভাগ অর্থ প্রযোজক/প্রস্তাব দাখিলকারীর ব্যাংক হিসাবে জমা...
১৪ ঘণ্টা আগেদোহায় ‘আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫’-এ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবার সাক্ষাৎ হয়েছে। সম্মেলনের ফাঁকে হাসিমুখে একে অপরের সঙ্গে সময় কাটান তাঁরা। জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন ও যুবসম্পৃক্ততা নিয়ে আলোচনায় অংশ নিচ্ছেন দুজনেই।
১ দিন আগে