পঞ্চকবির কন্যা ঋদ্ধির ইচ্ছে
ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় ঢাকায়! সেও প্রায় সাড়ে ৩ বছর পর। কৃষ্ণের যেমন ননীপ্রীতি ছিল, ঋদ্ধিরও তেমন শাড়িপ্রীতি আছে। তাই এবার আর মিস করেননি। ক্যানসার আক্রান্ত এক ব্যক্তির চিকিৎসা সহায়তায় আয়োজিত সংগীতসন্ধ্যা শেষ করেই ছুটে গেছেন টাঙ্গাইলে। কিনেছেন প্রায় ১৭টা শাড়ি, উপহার হিসেবে পেয়েছেন আরও কিছু। ঋদ্ধিকে যারা