Ajker Patrika

অনুষ্ঠানের দিন বাতিল নচিকেতার কনসার্ট, দর্শকদের বিক্ষোভ

বিনোদন ডেস্ক
আপডেট : ২৯ মে ২০২৩, ১৩: ৫৮
Thumbnail image

পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতার বিরুদ্ধে এবার উঠেছে ‘টাকা নিয়েও শো না করার’ অভিযোগ। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস জানিয়েছে, পশ্চিমবঙ্গের বরানগর পৌরসভার রবীন্দ্র ভবন এলাকায় অনুষ্ঠানের আয়োজন করে টিকিট বিক্রি করা হয়। ৪০০-৫০০ রুপি দিয়ে মানুষ টিকিট কিনছিল। কিন্তু গতকাল রোববার সন্ধ্যায় অনুষ্ঠানে এসে দর্শকেরা জানতে পারেন নচিকেতা এই অনুষ্ঠানে গান করতে আসছেন না। এরপরই শুরু হয় বিক্ষোভ।

প্রতিবেদন থেকে জানা যায়, বরানগর পৌরসভার অন্তর্গত রবীন্দ্র ভবনের সামনে বিক্ষোভ দেখান দর্শকেরা। অবস্থা এমন হয় যে বরানগর ও বেলঘড়িয়া থানা থেকে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। এরপর পুলিশের সঙ্গেও তর্কে জড়িয়ে পড়েন দর্শকেরা। সব মিলিয়ে রোববার ব্যাপক উত্তেজনা ছড়ায় ঘটনাস্থলে।

অনুষ্ঠান বাতিল প্রসঙ্গে আয়োজক সংস্থার কর্মকর্তা ঐরিকা ভৌমিক সংবাদমাধ্যমকে জানান, ‘আমাদের অনুষ্ঠানের মূল উদ্যোক্তার শরীর খারাপ। তাই আমরা রিফান্ড দেওয়ার কথা বলেছি।’

এদিকে বিষয়টি নিয়ে গায়ক নচিকেতা চক্রবর্তী জানিয়েছেন, ‘কোনো অনুষ্ঠানের ৪৮ ঘণ্টা আগেই সেই অনুষ্ঠানের পারিশ্রমিক মিটিয়ে দেওয়ার কথা। এদিনের অনুষ্ঠানের ক্ষেত্রে তেমনটা হয়নি। আমি নিজেও অনেক অপেক্ষা করছিলাম। তবে আয়োজক সংস্থা কোনোভাবেই আমার সঙ্গে যোগাযোগ করেনি।’

অনলাইন ও অফলাইনে টিকিট বিক্রি করেও অনুষ্ঠান কেন হলো না, কেন নচিকেতার মতো এত বড় মাপের শিল্পীকেও যথাযথ পারিশ্রমিক দেওয়া হলো না? এসব বিষয়ে বিক্ষোভ প্রকাশ করেছে অনুষ্ঠানে আসা দর্শকেরা। অরিজিৎ চৌধুরী নামে একজন জানান, ‘এরপর কাকে বিশ্বাস করব বলুন তো? প্রায় সাত দিন আগে টিকিট কেটেছি। আমি নচিকেতার খুব বড় ভক্ত। আজ তো ওকেও অপমান করা হলো। আমাদের সময় নষ্ট হলো। টাকা ফেরত দিলেই কি এই ক্ষতি পূরণ হবে?’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত