নিজের প্রথম একক অ্যালবাম নিয়ে আসছেন কোরিয়ার আলোচিত ব্যান্ড বিটিএসের সদস্য জাংকুক। দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমে স্পোর্টস চোসানের এক প্রতিবেদনে জানায়, জাংকুকের অ্যালবামটি আগামী ১৪ জুলাই প্রকাশ করা হবে, এতে একটি ইংরেজি ভাষার গানও থাকবে।
সংবাদটি প্রকাশের পর বিটিএসের এজেন্সি বিগহিট মিউজিক আজ রোববার বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে জানিয়েছে, অ্যালবাম প্রকাশের সূচি চূড়ান্ত হওয়ার পর তা জানানো হবে।
গত মাসে স্কট ‘স্কুটার’ ব্রাউন নামের ইনস্টাগ্রামে শেয়ার করা বেশ কয়েকটি ছবিতে লস অ্যাঞ্জেলেসের একটি রেকর্ডিং স্টুডিওতে জাংকুককে দেখা গিয়েছিল।
একক ক্যারিয়ারে মনোযোগ দিতে গত বছরের জুনে ব্যান্ড থেকে সাময়িক বিরতি নিয়েছেন জিমিন, সুগারা। বিরতির মধ্যে গত এক বছরে জে-হোপ, জিন, আরএম, জিমিনে ও সুগার একক গান ও অ্যালবাম প্রকাশ করেছেন। সেই তালিকায় এবার যুক্ত হলেন জাংকুক।
গত বছর কাতারে আয়োজিত ফিফা বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে বিশ্বকাপের অফিশিয়াল গান ‘ড্রিমারস’ পরিবেশন করে প্রশংসা কুড়িয়েছেন ২৫ বছর বয়সী এ তারকা।
গত বছরের জুনে যুক্তরাষ্ট্রের গায়ক চার্লি পুথের সঙ্গে ‘লেফট অ্যান্ড রাইট’ শিরোনামে একটি গান প্রকাশ করেছেন জাংকুক, সেটিই ছিল বিটিএসের বাইরে তাঁর প্রথম কোনো গান। গানটি বিলবোর্ডের হট ১০০ তালিকায় ছিল।
১৩ জুন দশক পেরিয়ে ১১ বছরে পা ফেলছে জনপ্রিয় ব্যান্ড বিটিএস। ১০ম বছর পূর্তি উপলক্ষে আগামী ৯ জুন ‘টেক টু’ শিরোনামে একটি গান প্রকাশ করবে বিটিএস। গানটির প্রযোজনায় যুক্ত রয়েছেন সুগা, সুর করেছেন আরএম ও জে-হোপ।
নিজের প্রথম একক অ্যালবাম নিয়ে আসছেন কোরিয়ার আলোচিত ব্যান্ড বিটিএসের সদস্য জাংকুক। দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমে স্পোর্টস চোসানের এক প্রতিবেদনে জানায়, জাংকুকের অ্যালবামটি আগামী ১৪ জুলাই প্রকাশ করা হবে, এতে একটি ইংরেজি ভাষার গানও থাকবে।
সংবাদটি প্রকাশের পর বিটিএসের এজেন্সি বিগহিট মিউজিক আজ রোববার বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে জানিয়েছে, অ্যালবাম প্রকাশের সূচি চূড়ান্ত হওয়ার পর তা জানানো হবে।
গত মাসে স্কট ‘স্কুটার’ ব্রাউন নামের ইনস্টাগ্রামে শেয়ার করা বেশ কয়েকটি ছবিতে লস অ্যাঞ্জেলেসের একটি রেকর্ডিং স্টুডিওতে জাংকুককে দেখা গিয়েছিল।
একক ক্যারিয়ারে মনোযোগ দিতে গত বছরের জুনে ব্যান্ড থেকে সাময়িক বিরতি নিয়েছেন জিমিন, সুগারা। বিরতির মধ্যে গত এক বছরে জে-হোপ, জিন, আরএম, জিমিনে ও সুগার একক গান ও অ্যালবাম প্রকাশ করেছেন। সেই তালিকায় এবার যুক্ত হলেন জাংকুক।
গত বছর কাতারে আয়োজিত ফিফা বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে বিশ্বকাপের অফিশিয়াল গান ‘ড্রিমারস’ পরিবেশন করে প্রশংসা কুড়িয়েছেন ২৫ বছর বয়সী এ তারকা।
গত বছরের জুনে যুক্তরাষ্ট্রের গায়ক চার্লি পুথের সঙ্গে ‘লেফট অ্যান্ড রাইট’ শিরোনামে একটি গান প্রকাশ করেছেন জাংকুক, সেটিই ছিল বিটিএসের বাইরে তাঁর প্রথম কোনো গান। গানটি বিলবোর্ডের হট ১০০ তালিকায় ছিল।
১৩ জুন দশক পেরিয়ে ১১ বছরে পা ফেলছে জনপ্রিয় ব্যান্ড বিটিএস। ১০ম বছর পূর্তি উপলক্ষে আগামী ৯ জুন ‘টেক টু’ শিরোনামে একটি গান প্রকাশ করবে বিটিএস। গানটির প্রযোজনায় যুক্ত রয়েছেন সুগা, সুর করেছেন আরএম ও জে-হোপ।
সৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
৮ ঘণ্টা আগেবিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
১৫ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
১৫ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
১৫ ঘণ্টা আগে