নিজের প্রথম একক অ্যালবাম নিয়ে আসছেন কোরিয়ার আলোচিত ব্যান্ড বিটিএসের সদস্য জাংকুক। দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমে স্পোর্টস চোসানের এক প্রতিবেদনে জানায়, জাংকুকের অ্যালবামটি আগামী ১৪ জুলাই প্রকাশ করা হবে, এতে একটি ইংরেজি ভাষার গানও থাকবে।
সংবাদটি প্রকাশের পর বিটিএসের এজেন্সি বিগহিট মিউজিক আজ রোববার বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে জানিয়েছে, অ্যালবাম প্রকাশের সূচি চূড়ান্ত হওয়ার পর তা জানানো হবে।
গত মাসে স্কট ‘স্কুটার’ ব্রাউন নামের ইনস্টাগ্রামে শেয়ার করা বেশ কয়েকটি ছবিতে লস অ্যাঞ্জেলেসের একটি রেকর্ডিং স্টুডিওতে জাংকুককে দেখা গিয়েছিল।
একক ক্যারিয়ারে মনোযোগ দিতে গত বছরের জুনে ব্যান্ড থেকে সাময়িক বিরতি নিয়েছেন জিমিন, সুগারা। বিরতির মধ্যে গত এক বছরে জে-হোপ, জিন, আরএম, জিমিনে ও সুগার একক গান ও অ্যালবাম প্রকাশ করেছেন। সেই তালিকায় এবার যুক্ত হলেন জাংকুক।
গত বছর কাতারে আয়োজিত ফিফা বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে বিশ্বকাপের অফিশিয়াল গান ‘ড্রিমারস’ পরিবেশন করে প্রশংসা কুড়িয়েছেন ২৫ বছর বয়সী এ তারকা।
গত বছরের জুনে যুক্তরাষ্ট্রের গায়ক চার্লি পুথের সঙ্গে ‘লেফট অ্যান্ড রাইট’ শিরোনামে একটি গান প্রকাশ করেছেন জাংকুক, সেটিই ছিল বিটিএসের বাইরে তাঁর প্রথম কোনো গান। গানটি বিলবোর্ডের হট ১০০ তালিকায় ছিল।
১৩ জুন দশক পেরিয়ে ১১ বছরে পা ফেলছে জনপ্রিয় ব্যান্ড বিটিএস। ১০ম বছর পূর্তি উপলক্ষে আগামী ৯ জুন ‘টেক টু’ শিরোনামে একটি গান প্রকাশ করবে বিটিএস। গানটির প্রযোজনায় যুক্ত রয়েছেন সুগা, সুর করেছেন আরএম ও জে-হোপ।
নিজের প্রথম একক অ্যালবাম নিয়ে আসছেন কোরিয়ার আলোচিত ব্যান্ড বিটিএসের সদস্য জাংকুক। দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমে স্পোর্টস চোসানের এক প্রতিবেদনে জানায়, জাংকুকের অ্যালবামটি আগামী ১৪ জুলাই প্রকাশ করা হবে, এতে একটি ইংরেজি ভাষার গানও থাকবে।
সংবাদটি প্রকাশের পর বিটিএসের এজেন্সি বিগহিট মিউজিক আজ রোববার বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে জানিয়েছে, অ্যালবাম প্রকাশের সূচি চূড়ান্ত হওয়ার পর তা জানানো হবে।
গত মাসে স্কট ‘স্কুটার’ ব্রাউন নামের ইনস্টাগ্রামে শেয়ার করা বেশ কয়েকটি ছবিতে লস অ্যাঞ্জেলেসের একটি রেকর্ডিং স্টুডিওতে জাংকুককে দেখা গিয়েছিল।
একক ক্যারিয়ারে মনোযোগ দিতে গত বছরের জুনে ব্যান্ড থেকে সাময়িক বিরতি নিয়েছেন জিমিন, সুগারা। বিরতির মধ্যে গত এক বছরে জে-হোপ, জিন, আরএম, জিমিনে ও সুগার একক গান ও অ্যালবাম প্রকাশ করেছেন। সেই তালিকায় এবার যুক্ত হলেন জাংকুক।
গত বছর কাতারে আয়োজিত ফিফা বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে বিশ্বকাপের অফিশিয়াল গান ‘ড্রিমারস’ পরিবেশন করে প্রশংসা কুড়িয়েছেন ২৫ বছর বয়সী এ তারকা।
গত বছরের জুনে যুক্তরাষ্ট্রের গায়ক চার্লি পুথের সঙ্গে ‘লেফট অ্যান্ড রাইট’ শিরোনামে একটি গান প্রকাশ করেছেন জাংকুক, সেটিই ছিল বিটিএসের বাইরে তাঁর প্রথম কোনো গান। গানটি বিলবোর্ডের হট ১০০ তালিকায় ছিল।
১৩ জুন দশক পেরিয়ে ১১ বছরে পা ফেলছে জনপ্রিয় ব্যান্ড বিটিএস। ১০ম বছর পূর্তি উপলক্ষে আগামী ৯ জুন ‘টেক টু’ শিরোনামে একটি গান প্রকাশ করবে বিটিএস। গানটির প্রযোজনায় যুক্ত রয়েছেন সুগা, সুর করেছেন আরএম ও জে-হোপ।
গত সোমবার শেষ হয়েছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ ও এনটিভিতে প্রচারিত ফ্যামিলি গেম শো ফ্যামিলি ফিউড বাংলাদেশের প্রথম সিজন। ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ জানিয়েছে, ১০০ কোটির বেশি ভিউ পেয়েছে অনুষ্ঠানটি।
৩৮ মিনিট আগেসিঙ্গাপুরে ড্যান্স থিয়েটারবিষয়ক মাস্টারক্লাস পরিচালনার জন্য সিঙ্গাপুর র্যাফেলস মিউজিক কলেজে ভিজিটিং ফেলো হিসেবে যোগদানের আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশি নৃত্যশিল্পী পূজা সেনগুপ্ত।
১ ঘণ্টা আগেদারুণ সময় কাটাচ্ছেন চিত্রনায়ক নিরব। যুক্ত হচ্ছেন একের পর এক নতুন সিনেমায়। সামছুল হুদার ‘গোলাপ’ এবং অনিক বিশ্বাসের ‘শিরোনাম’ সিনেমার পর নিরব যুক্ত হলেন কামরুল হাসান ফুয়াদের ‘দেশ’ সিনেমায়। গত মঙ্গলবার রাতে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে ঘোষণা দেওয়া হয় নতুন এই সিনেমার।
১০ ঘণ্টা আগেবিনোদনের নতুন মাধ্যম ওটিটিতে চাহিদা রয়েছে নতুন সিনেমার। তাই তো হলে মুক্তির পর নির্মাতাদের লক্ষ্য থাকে ওটিটি। এ ক্ষেত্রে উল্টোপথে হাঁটলেন সরকারি অনুদানে নির্মিত ‘জলরঙ’ সিনেমার প্রযোজক দেলোয়ার হোসেন দিলু। দুই মাস আগে ওটিটিতে মুক্তির পর ৮ আগস্ট শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির...
১০ ঘণ্টা আগে