Ajker Patrika

ভারতে গানের আসরে গুলিবিদ্ধ হলেন ভোজপুরি কণ্ঠশিল্পী নিশা

ভারতে গানের আসরে গুলিবিদ্ধ হলেন ভোজপুরি কণ্ঠশিল্পী নিশা

গানের আসরে গুলিবিদ্ধ হয়েছেন ভোজপুরি জনপ্রিয় কণ্ঠশিল্পী নিশা উপাধ্যায়। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস এর প্রতিবেদন থেকে জানা যায় বিহারের সরন জেলার সেনদুরবা গ্রামের এক অনুষ্ঠানে গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

প্রতিবেদন থেকে জানা যায়, অনুষ্ঠানে আনন্দ উদ্‌যাপন করতে উপস্থিত দর্শক গুলিবর্ষণ করছিল। তাতেই আচমকা গুলি এসে লাগে নিশার গায়ে।

পুলিশ জানিয়েছে, গায়িকার বাম ঊরুতে গুলি লেগেছে। পাটনার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানোর পর সেখানেই চিকিৎসা চলছে। আপাতত বিপদমুক্ত নিশা।

জনতা বাজার থানার অফিসার নাসিরুদ্দিন খান বলেন, ‘এখনো কোনও অভিযোগ দায়ের করা হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আমরা জানতে পারি ঘটনাটির ব্যাপারে, এর তদন্ত চলছে।’

কণ্ঠশিল্পী নিশা উপাধ্যায়বিষয়টি নিয়ে বিহারের শিল্প ও সংস্কৃতি মন্ত্রী জিতেন্দ্র কুমার রাই বলেন, ‘সাংস্কৃতিক অনুষ্ঠানে গুলি চালানো বেআইনি। অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে। পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে।

এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে নিশার পক্ষ থেকে এখনো পুলিশকে কোনো অভিযোগ জানানো হয়নি। তা সত্ত্বেও তৎপর হয়েছে জনতা বাজার থানার পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত