করোনাকালে মানুষের পাশে দাঁড়াতে নতুন গান প্রকাশ করল ব্যান্ড চিরকুট। ‘যত বাধা তত প্রতিরোধ এই বাংলা জানে, বন্ধু তুমি থেকো পাশে দুর্বার উজানে’ এমন কথায় ‘ডাকছে আবার দেশ’ শিরোনামের গানটি লিখেছেন চিরকুটের শারমিন সুলতানা সুমি। সুরও করেছেন তিনি। মিউজিক করেছে ব্যান্ড চিরকুট। রেকর্ডিং হয়েছে বাটার কমিউনিকেশন স্টুডিওতে। রামিম হাসানের নির্দেশনায় তৈরি হয়েছে গানের ভিডিও।
সুমি জানিয়েছেন, করোনার এই মহামারিতে দেশের অনেক মানুষের জীবন আজ হুমকির মুখে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষেরা বড় অসহায় জীবন কাটাচ্ছে। অনেকেই দুই মুঠো খাবার জোগাতে হিমশিম খাচ্ছে। তাই সেসব মানুষের পাশে দাঁড়াতে ‘ডাকছে আবার দেশ’ শিরোনামের একটি প্রজেক্ট হাতে নিয়েছে বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাক।
দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে পারলে ভালো লাগে আমার। এই করোনাকালেও আমরা মানুষের জন্য কাজ করেছি, তাদের জন্য গান বেঁধেছি। দেশ ও দুঃসময়ের প্রয়োজনে বরাবরের মতো দুর্বার উজানে থাকতে এবার ব্র্যাকের সঙ্গে চিরকুটের প্রচেষ্টা এই গান।
সুমি, ভোকাল–চিরকুট ব্যান্ড
‘ডাকছে আবার দেশ’ মূলত একটি ফান্ড রাইজিং প্রজেক্ট। এই প্রজেক্টে তাদের পাশে দাঁড়িয়েছে গ্রামীণফোন। ব্যান্ড চিরকুটও এই প্রচেষ্টায় শামিল হয়েছে। গানের দল হিসেবে তাই চিরকুটের এই গান। যাদের সামর্থ্য রয়েছে তারা যেন দেশ ও দশের কল্যাণে আবারও পাশে এসে দাঁড়ায়, সেই আহ্বান জানিয়েই গানটি প্রকাশ করেছে চিরকুট। মূলত দুস্থ মানুষের অন্ন সংস্থানের ব্যবস্থা করা হবে এই ফান্ড দিয়ে।
সুমি বলেন, ‘দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে পারলে ভালো লাগে আমার। এই করোনাকালেও আমরা মানুষের জন্য কাজ করেছি, তাদের জন্য গান বেঁধেছি। দেশ ও দুঃসময়ের প্রয়োজনে বরাবরের মতো দুর্বার উজানে থাকতে এবার ব্র্যাকের সঙ্গে চিরকুটের প্রচেষ্টা এই গান।’
সুমি জানিয়েছেন, এক দিনের আয়োজনেই তৈরি হয়েছে পুরো গানটি। তৈরি হয়েছে ভিডিও। সামাজিক যোগাযোগমাধ্যমে গানের ভিডিও প্রকাশ করে তাঁরা সবাইকে আহ্বান জানিয়েছেন মানুষের সাহায্যে সবাই যেন হাত বাড়িয়ে দেন। ইতিমধ্যেই গানটি শ্রোতামহলে ব্যাপক সাড়া জাগিয়েছে।
করোনাকালে মানুষের পাশে দাঁড়াতে নতুন গান প্রকাশ করল ব্যান্ড চিরকুট। ‘যত বাধা তত প্রতিরোধ এই বাংলা জানে, বন্ধু তুমি থেকো পাশে দুর্বার উজানে’ এমন কথায় ‘ডাকছে আবার দেশ’ শিরোনামের গানটি লিখেছেন চিরকুটের শারমিন সুলতানা সুমি। সুরও করেছেন তিনি। মিউজিক করেছে ব্যান্ড চিরকুট। রেকর্ডিং হয়েছে বাটার কমিউনিকেশন স্টুডিওতে। রামিম হাসানের নির্দেশনায় তৈরি হয়েছে গানের ভিডিও।
সুমি জানিয়েছেন, করোনার এই মহামারিতে দেশের অনেক মানুষের জীবন আজ হুমকির মুখে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষেরা বড় অসহায় জীবন কাটাচ্ছে। অনেকেই দুই মুঠো খাবার জোগাতে হিমশিম খাচ্ছে। তাই সেসব মানুষের পাশে দাঁড়াতে ‘ডাকছে আবার দেশ’ শিরোনামের একটি প্রজেক্ট হাতে নিয়েছে বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাক।
দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে পারলে ভালো লাগে আমার। এই করোনাকালেও আমরা মানুষের জন্য কাজ করেছি, তাদের জন্য গান বেঁধেছি। দেশ ও দুঃসময়ের প্রয়োজনে বরাবরের মতো দুর্বার উজানে থাকতে এবার ব্র্যাকের সঙ্গে চিরকুটের প্রচেষ্টা এই গান।
সুমি, ভোকাল–চিরকুট ব্যান্ড
‘ডাকছে আবার দেশ’ মূলত একটি ফান্ড রাইজিং প্রজেক্ট। এই প্রজেক্টে তাদের পাশে দাঁড়িয়েছে গ্রামীণফোন। ব্যান্ড চিরকুটও এই প্রচেষ্টায় শামিল হয়েছে। গানের দল হিসেবে তাই চিরকুটের এই গান। যাদের সামর্থ্য রয়েছে তারা যেন দেশ ও দশের কল্যাণে আবারও পাশে এসে দাঁড়ায়, সেই আহ্বান জানিয়েই গানটি প্রকাশ করেছে চিরকুট। মূলত দুস্থ মানুষের অন্ন সংস্থানের ব্যবস্থা করা হবে এই ফান্ড দিয়ে।
সুমি বলেন, ‘দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে পারলে ভালো লাগে আমার। এই করোনাকালেও আমরা মানুষের জন্য কাজ করেছি, তাদের জন্য গান বেঁধেছি। দেশ ও দুঃসময়ের প্রয়োজনে বরাবরের মতো দুর্বার উজানে থাকতে এবার ব্র্যাকের সঙ্গে চিরকুটের প্রচেষ্টা এই গান।’
সুমি জানিয়েছেন, এক দিনের আয়োজনেই তৈরি হয়েছে পুরো গানটি। তৈরি হয়েছে ভিডিও। সামাজিক যোগাযোগমাধ্যমে গানের ভিডিও প্রকাশ করে তাঁরা সবাইকে আহ্বান জানিয়েছেন মানুষের সাহায্যে সবাই যেন হাত বাড়িয়ে দেন। ইতিমধ্যেই গানটি শ্রোতামহলে ব্যাপক সাড়া জাগিয়েছে।
সৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
১১ ঘণ্টা আগেবিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
১৭ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
১৭ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
১৭ ঘণ্টা আগে