Ajker Patrika

শিরোনামহীনের কাল্পনিক শহর নিঃশব্দপুর

শিরোনামহীনের কাল্পনিক শহর নিঃশব্দপুর

বন্যার্তদের সহায়তায় স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছে ব্যান্ড শিরোনামহীন। গত মাস থেকে টানা কনসার্ট করছে দলটি। এর মাঝেই গত মঙ্গলবার শিরোনামহীন ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে ব্যান্ডের নতুন গান ‘নিঃশব্দপুর’। গানটি লিখেছেন ও সুর করেছেন শিরোনামহীনের দলনেতা জিয়াউর রহমান।

গানের ডিসক্রিপশনে নিঃশব্দপুরকে তুলনা করা হয়েছে বাংলা সাহিত্যের জনপ্রিয় চরিত্র হিমুর ময়ূরাক্ষী নদীর সঙ্গে। জিয়াউর রহমান বলেন, ‘হুমায়ূন আহমেদের সৃষ্ট চরিত্র হিমু। যার ছিল নিজস্ব একটা নদী। নাম ময়ূরাক্ষী। হিমুর মন খারাপ থাকলে কিংবা বিচলিত হলে যে নদীর পাশে গিয়ে বসে থাকত। মন ভালো করার জন্য। আমরাও এই গানটির মাধ্যমে চেয়েছি শিরোনামহীন শ্রোতাদের জন্য এমন একটা কাল্পনিক শহর গড়ে তুলতে, যেখানে তারা বিশুদ্ধ কিছু সময় কাটাতে পারবে এবং স্বাভাবিক জীবনে ফেরার উৎসাহ পাবে। এই গানটি তেমনই একটা শহর। যার নাম নিঃশব্দপুর।’

নিঃশব্দপুর গানের শুটিং হয়েছে থাইল্যান্ডের ব্যাংকক ও কোহ খাম আইল্যান্ডে। প্রকাশের পর দর্শকের কাছ থেকেও ভালো সাড়া পাচ্ছেন বলে জানান জিয়াউর রহমান। ইতিমধ্যে প্রায় তিন লাখ ভিউ হয়েছে গানটির।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত