জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামলো বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ অস্কার পুরস্কার বিতরনী অনুষ্ঠানের। বাংলাদেশ সময় আজ ভোর থেকে জমকালো আয়োজন, বিখ্যাত তারকাদের পরিবেশনার মধ্য দিয়ে হয়ে গেল বছরের সবচেয়ে কাঙ্খিত অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি। এবারের অস্কার অনুষ্ঠানটি ছিল একের পর এক চমকে ঠাসা!
ইতিহাস গড়লেন চীনা পরিচালক ক্লোয়ি ঝাও। ‘নোম্যাডল্যান্ড’ ছবির জন্য দ্বিতীয় নারী পরিচালক হিসেবে অস্কার পেলেন তিনি। এর আগে ২০১০ সালে ‘দ্য হার্ট লকার’-এর জন্য অস্কার পেয়েছিলেন ক্যাথরিন বিগেলো। ক্লোয়ি আবার একইসঙ্গে ‘উইম্যান অব কালার’ তথা অশ্বেতাঙ্গ প্রথম নারী হিসেবেও অস্কার পেলেন। প্রথম এশিয়ান বংশোদ্ভূত নারী যিনি অস্কার পেলেন। অস্কারের মোট ৬টি বিভাগে মনোনয়ন পেয়েছে এই ছবি।
‘নোম্যাডল্যান্ড’ এর গল্পটা ফার্ন নামের এক নারীকে ঘিরে। আমেরিকার মহামন্দার সময় সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন ষাটে পা দেওয়া ফার্ন। এরপর ছুটে যান পশ্চিমে। বেছে নেন এ যুগের যাযাবর জীবন।
আর ফার্নের চরিত্রটাকে দুর্দান্তভাবে ফুটিয়ে তুলে সেরা অভিনেত্রীর অস্কারটা বাগিয়ে নিয়েছেন ফ্রান্সেস ম্যাকডোরমান্ড। এ নিয়ে তিনটি অস্কার পেলেন এ অভিনেত্রী। তিনটিই পেয়েছেন সেরা অভিনেত্রী হিসেবে (আগের দুটি ছবি হলো- ‘ফারগো’, ‘থ্রি বিলবোর্ড আউটসাইড এবিং মিসৌরি’।
‘দ্য ফাদার’ ছবিতে ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধের চরিত্রে অভিনয় করে সেরা অভিনেতা হিসেবে অস্কার পেয়েছেন অ্যান্থনি হপকিনস। একইসঙ্গে তিনি আবার অস্কারজয়ী সবচেয়ে বেশি বয়সী অভিনেতাও।
এক নজরে দেখে নিন ৯৩ তম অস্কারের বিজয়ী তালিকা:
সেরা ছবি: নোম্যাডল্যান্ড
সেরা পরিচালক: ক্লোয়ি ঝাও
সেরা অভিনেতা: অ্যান্থনি হপকিন্স
সেরা অভিনেত্রী: ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড
সেরা পার্শ্ব-অভিনেতা: ড্যানিয়েল কালুইয়া
সেরা পার্শ্ব-অভিনেত্রী: ইয়া-জাং উন
সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র: অ্যানাদার রাউন্ড
সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য: দ্য ফাদার
সেরা মৌলিক চিত্রনাট্য: প্রমিসিং ইয়াং ওম্যান
সেরা প্রামাণ্যচিত্র: মাই অক্টোপাস টিচার
সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র: কলেট
সেরা অ্যানিমেটেড ছবি: সৌল
সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবি: ইফ অ্যানিথিং হ্যাপেনস আই লাভ ইউ
সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: টু ডিস্ট্যান্ট স্ট্রেঞ্জার্স
সেরা চিত্রগ্রহণ: ম্যাঙ্ক
সেরা সম্পাদনা: সাউন্ড অব মেটাল
সেরা মৌলিক গান: ফাইট ফর ইউ (জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসায়া)
সেরা মৌলিক সুর: সৌল
সেরা প্রোডাকশন ডিজাইন: ম্যাঙ্ক
সেরা ভিজ্যুয়াল ইফেক্টস: টেনেট
সেরা শব্দ: সাউন্ড অব মেটাল
সেরা পোশাক পরিকল্পনা: মা রেইনি’স ব্ল্যাক বটম
সেরা রূপ ও চুলসজ্জা: মা রেইনি’স ব্ল্যাক বটম
হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড: টাইলার পেরি।
জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামলো বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ অস্কার পুরস্কার বিতরনী অনুষ্ঠানের। বাংলাদেশ সময় আজ ভোর থেকে জমকালো আয়োজন, বিখ্যাত তারকাদের পরিবেশনার মধ্য দিয়ে হয়ে গেল বছরের সবচেয়ে কাঙ্খিত অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি। এবারের অস্কার অনুষ্ঠানটি ছিল একের পর এক চমকে ঠাসা!
ইতিহাস গড়লেন চীনা পরিচালক ক্লোয়ি ঝাও। ‘নোম্যাডল্যান্ড’ ছবির জন্য দ্বিতীয় নারী পরিচালক হিসেবে অস্কার পেলেন তিনি। এর আগে ২০১০ সালে ‘দ্য হার্ট লকার’-এর জন্য অস্কার পেয়েছিলেন ক্যাথরিন বিগেলো। ক্লোয়ি আবার একইসঙ্গে ‘উইম্যান অব কালার’ তথা অশ্বেতাঙ্গ প্রথম নারী হিসেবেও অস্কার পেলেন। প্রথম এশিয়ান বংশোদ্ভূত নারী যিনি অস্কার পেলেন। অস্কারের মোট ৬টি বিভাগে মনোনয়ন পেয়েছে এই ছবি।
‘নোম্যাডল্যান্ড’ এর গল্পটা ফার্ন নামের এক নারীকে ঘিরে। আমেরিকার মহামন্দার সময় সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন ষাটে পা দেওয়া ফার্ন। এরপর ছুটে যান পশ্চিমে। বেছে নেন এ যুগের যাযাবর জীবন।
আর ফার্নের চরিত্রটাকে দুর্দান্তভাবে ফুটিয়ে তুলে সেরা অভিনেত্রীর অস্কারটা বাগিয়ে নিয়েছেন ফ্রান্সেস ম্যাকডোরমান্ড। এ নিয়ে তিনটি অস্কার পেলেন এ অভিনেত্রী। তিনটিই পেয়েছেন সেরা অভিনেত্রী হিসেবে (আগের দুটি ছবি হলো- ‘ফারগো’, ‘থ্রি বিলবোর্ড আউটসাইড এবিং মিসৌরি’।
‘দ্য ফাদার’ ছবিতে ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধের চরিত্রে অভিনয় করে সেরা অভিনেতা হিসেবে অস্কার পেয়েছেন অ্যান্থনি হপকিনস। একইসঙ্গে তিনি আবার অস্কারজয়ী সবচেয়ে বেশি বয়সী অভিনেতাও।
এক নজরে দেখে নিন ৯৩ তম অস্কারের বিজয়ী তালিকা:
সেরা ছবি: নোম্যাডল্যান্ড
সেরা পরিচালক: ক্লোয়ি ঝাও
সেরা অভিনেতা: অ্যান্থনি হপকিন্স
সেরা অভিনেত্রী: ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড
সেরা পার্শ্ব-অভিনেতা: ড্যানিয়েল কালুইয়া
সেরা পার্শ্ব-অভিনেত্রী: ইয়া-জাং উন
সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র: অ্যানাদার রাউন্ড
সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য: দ্য ফাদার
সেরা মৌলিক চিত্রনাট্য: প্রমিসিং ইয়াং ওম্যান
সেরা প্রামাণ্যচিত্র: মাই অক্টোপাস টিচার
সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র: কলেট
সেরা অ্যানিমেটেড ছবি: সৌল
সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবি: ইফ অ্যানিথিং হ্যাপেনস আই লাভ ইউ
সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: টু ডিস্ট্যান্ট স্ট্রেঞ্জার্স
সেরা চিত্রগ্রহণ: ম্যাঙ্ক
সেরা সম্পাদনা: সাউন্ড অব মেটাল
সেরা মৌলিক গান: ফাইট ফর ইউ (জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসায়া)
সেরা মৌলিক সুর: সৌল
সেরা প্রোডাকশন ডিজাইন: ম্যাঙ্ক
সেরা ভিজ্যুয়াল ইফেক্টস: টেনেট
সেরা শব্দ: সাউন্ড অব মেটাল
সেরা পোশাক পরিকল্পনা: মা রেইনি’স ব্ল্যাক বটম
সেরা রূপ ও চুলসজ্জা: মা রেইনি’স ব্ল্যাক বটম
হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড: টাইলার পেরি।
কয়েক বছর ধরেই ভাঙাগড়ার মধ্যে চলছে ব্যান্ড চিরকুট। দুই বছর আগে ব্যান্ড ছাড়েন ইমন চৌধুরী। ইমনের পথ ধরে গত বছর চিরকুট ছেড়েছেন জাহিদ নীরব। ব্যান্ডের পাশাপাশি একক ক্যারিয়ারে মনোযোগ দিয়েছেন ড্রামার ও সংগীত প্রযোজক পাভেল আরিন। তবে থেমে নেই চিরকুটের কার্যক্রম। নতুন সদস্য নিয়ে এগিয়ে চলেছেন দলটির প্রধান ও ভোক
১ দিন আগেবাংলা আধুনিক সংগীতের তিনজন গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী, লিটন অধিকারী রিন্টু ও গোলাম মোর্শেদকে সম্মাননা দিল গীতিকবি সংঘ বাংলাদেশ। গত শনিবার বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে গীতিকবি সংঘ বাংলাদেশ আয়োজিত প্রথম ‘গীতিকবি আড্ডা’ অনুষ্ঠানে তাঁদের এই সম্মাননা দেওয়া হয়।
১ দিন আগেট্রাক ড্রাইভার আব্বাস একজন প্রেমিক মানুষ। সাত জেলায় সাতটি বিয়ে করেছে সে। সাত বউকে একে অপরের থেকে গোপন রেখে সুনিপুণভাবে সাত সংসার সামলায় সে। একদিন এক বৃদ্ধের সঙ্গে বিয়ে হওয়া থেকে যুবতী এক সুন্দরীকে রক্ষা করার পর সেই সুন্দরী তার প্রেমে পড়ে যায়। তাকে বিয়ে করতে চায়। কিন্তু আব্বাস জানে আট মানে সর্বনাশ,
১ দিন আগেসংস্কৃতি অঙ্গনের সফল সন্তানদের মায়েদের হাতে মা দিবসে তুলে দেওয়া হলো ‘মা পদক ২০২৫’। আলী-রূপা ফাউন্ডেশনের উদ্যোগে, মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিংয়ের আয়োজনে ১০ মে বিকেল ৪টায় রাজধানীর হোটেল রিজেন্সিতে এক অনুষ্ঠানের মাধ্যমে এই পদক দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অভিনেত্রী ডলি জহুর। উপস্থিত ছিলেন
১ দিন আগে