বিনোদন ডেস্ক
পপ সম্রাট মাইকেল জ্যাকসন প্রয়াত হলেও তাঁর তারকা খ্যাতি কমেনি একটুও। তাঁর জীবনের গল্প পর্দায় তুলে ধরছেন হলিউডের নির্মাতা অ্যান্টনি ফুকো। সেই বায়োপিকে জ্যাকসন চরিত্রে অভিনয় করবেন ভাতিজা জ্যাফার জ্যাকসন। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালক অ্যান্টনি ফুকোর বরাতে যুক্তরাজ্যে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।
জ্যাফারের ‘মুনওয়াক’র একটি ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করে এই পরিচালক বলেন, ‘এই বায়োপিকে মাইকেল জ্যাকসনের জুতোয় পা গলাবে তার ভাগনে জ্যাফার জ্যাকসন। বছর দুয়েক আগে জাফরের সঙ্গে দেখা হয়েছিল আমার। গোটা দুনিয়া জুড়ে তখনো মাইকেলের চরিত্রের জন্য অভিনেতা খুঁজছিলাম। তাকে দেখার পর মনে হয়েছিল এই চরিত্রটি তার জন্যই।’
‘মাইকেল’ শিরোনামে বায়োপিকটির চিত্রনাট্য লিখেছেন তিনবার অস্কারে মনোনয়ন পাওয়া জন লোগান। সিনেমাটি প্রযোজনা করেছেন প্রযোজক গ্রাহাম কিং। প্রযোজক গ্রাহামের সঙ্গে পরিচয় ছিল মাইকেল জ্যাকসন ও তার পরিবারের। আশির দশকেই মাইকেলকে নিয়ে সিনেমা নির্মাণের অনুমতিও নাকি চেয়েছিলে তিনি।
জ্যাফারকে মাইকেল চরিত্রে কাস্ট করা নিয়ে গ্রাহাম বলেন, ‘জ্যাফারকে আমি প্রথম দেখি দুবছর আগে। তাকে দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এতটা মিল কীভাবে হতে পারে। অদ্ভুতভাবে মাইকেলের ব্যক্তিত্বই যেন ফুটে ওঠে জ্যাফারের মাঝে।’
মাইকেল জ্যাকসনের বিখ্যাত কিছু পারফরম্যান্সের পাশাপাশি তাঁর জীবনের অনেক অজানা অধ্যায় তুলে ধরা হবে সিনেমাটিতে।
মাইকেল জ্যাকসনের মা ক্যাথরিন জ্যাকসন বিষয়টিতে খুব খুশি, প্রয়াত ছেলের চরিত্রে অভিনয় করতে যাওয়া নাতি প্রসঙ্গে তিনি বলেন, ‘জ্যাফারকে দেখলেই আমার ছেলের কথা মনে পড়ে, ওরা দুজন দেখতে প্রায় একই রকম। আশা করি, আমাদের পরিবার বিনোদনের ধারাকে এগিয়ে নিয়ে যাবে, পর্দায় তাকে দেখতে অধীর অপেক্ষায় থাকব।’
১৫টি গ্র্যামি অ্যাওয়ার্ডজয়ী এই শিল্পীর বায়োপিকে আর কে কে অভিনয় করবেন, তা জানা যাবে পরে। সিনেমার চিত্রনাট্য লিখেছেন তিনবার অস্কারের জন্য মনোনয়ন পাওয়া জন লোগান। এর আগে মাইকেল জ্যাকসনকে নিয়ে যৌন হয়রানির বিষয়ে নির্মিত হয়েছিল তথ্যচিত্র ‘লিভিং নেভারল্যান্ড’। এই তথ্যচিত্র প্রকাশের পর মাইকেল জ্যাকসনের পরিবার এটিকে কুরুচিপূর্ণ ও মিথ্যা বলে উল্লেখ করেছিল। ২০০৯ সালের ২৫ জুন এই কিংবদন্তি পপ সম্রাট মৃত্যু বরণ করেন।
পপ সম্রাট মাইকেল জ্যাকসন প্রয়াত হলেও তাঁর তারকা খ্যাতি কমেনি একটুও। তাঁর জীবনের গল্প পর্দায় তুলে ধরছেন হলিউডের নির্মাতা অ্যান্টনি ফুকো। সেই বায়োপিকে জ্যাকসন চরিত্রে অভিনয় করবেন ভাতিজা জ্যাফার জ্যাকসন। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালক অ্যান্টনি ফুকোর বরাতে যুক্তরাজ্যে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।
জ্যাফারের ‘মুনওয়াক’র একটি ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করে এই পরিচালক বলেন, ‘এই বায়োপিকে মাইকেল জ্যাকসনের জুতোয় পা গলাবে তার ভাগনে জ্যাফার জ্যাকসন। বছর দুয়েক আগে জাফরের সঙ্গে দেখা হয়েছিল আমার। গোটা দুনিয়া জুড়ে তখনো মাইকেলের চরিত্রের জন্য অভিনেতা খুঁজছিলাম। তাকে দেখার পর মনে হয়েছিল এই চরিত্রটি তার জন্যই।’
‘মাইকেল’ শিরোনামে বায়োপিকটির চিত্রনাট্য লিখেছেন তিনবার অস্কারে মনোনয়ন পাওয়া জন লোগান। সিনেমাটি প্রযোজনা করেছেন প্রযোজক গ্রাহাম কিং। প্রযোজক গ্রাহামের সঙ্গে পরিচয় ছিল মাইকেল জ্যাকসন ও তার পরিবারের। আশির দশকেই মাইকেলকে নিয়ে সিনেমা নির্মাণের অনুমতিও নাকি চেয়েছিলে তিনি।
জ্যাফারকে মাইকেল চরিত্রে কাস্ট করা নিয়ে গ্রাহাম বলেন, ‘জ্যাফারকে আমি প্রথম দেখি দুবছর আগে। তাকে দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এতটা মিল কীভাবে হতে পারে। অদ্ভুতভাবে মাইকেলের ব্যক্তিত্বই যেন ফুটে ওঠে জ্যাফারের মাঝে।’
মাইকেল জ্যাকসনের বিখ্যাত কিছু পারফরম্যান্সের পাশাপাশি তাঁর জীবনের অনেক অজানা অধ্যায় তুলে ধরা হবে সিনেমাটিতে।
মাইকেল জ্যাকসনের মা ক্যাথরিন জ্যাকসন বিষয়টিতে খুব খুশি, প্রয়াত ছেলের চরিত্রে অভিনয় করতে যাওয়া নাতি প্রসঙ্গে তিনি বলেন, ‘জ্যাফারকে দেখলেই আমার ছেলের কথা মনে পড়ে, ওরা দুজন দেখতে প্রায় একই রকম। আশা করি, আমাদের পরিবার বিনোদনের ধারাকে এগিয়ে নিয়ে যাবে, পর্দায় তাকে দেখতে অধীর অপেক্ষায় থাকব।’
১৫টি গ্র্যামি অ্যাওয়ার্ডজয়ী এই শিল্পীর বায়োপিকে আর কে কে অভিনয় করবেন, তা জানা যাবে পরে। সিনেমার চিত্রনাট্য লিখেছেন তিনবার অস্কারের জন্য মনোনয়ন পাওয়া জন লোগান। এর আগে মাইকেল জ্যাকসনকে নিয়ে যৌন হয়রানির বিষয়ে নির্মিত হয়েছিল তথ্যচিত্র ‘লিভিং নেভারল্যান্ড’। এই তথ্যচিত্র প্রকাশের পর মাইকেল জ্যাকসনের পরিবার এটিকে কুরুচিপূর্ণ ও মিথ্যা বলে উল্লেখ করেছিল। ২০০৯ সালের ২৫ জুন এই কিংবদন্তি পপ সম্রাট মৃত্যু বরণ করেন।
মেয়ের বিষয়ে একই পথে হাঁটলেন আলিয়া ভাট। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছোট্ট মেয়ের রাহার সব ছবি সরিয়ে ফেলেছেন এ অভিনেত্রী। এ নিয়ে ভক্তদের মনে উদ্রেক ঘটেছে আফসোস, হতাশার! আবার এ সিদ্ধান্তকে সাধুবাদও জানিয়েছেন অনেকেই। সব মিলিয়ে এ নিয়ে সরগরম নেটপাড়া। তবে এ বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু বলেননি...
১৫ ঘণ্টা আগেবিশ্বের সর্বোচ্চ আয়কারী অভিনেতা-অভিনেত্রীদের তালিকা প্রকাশ করেছে প্রখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বস। আর ২০২৪ সালের জন্য প্রকাশিত এই তালিকায় ডোয়াইন জনসন চার বছর পর আবারও শীর্ষে ফিরেছেন। গত বছরে তিনি বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে রায়ান রেনল্ডস ও জেরি সাইনফেল্ডের মতো তারকাদের পেছনে ফেলে শীর্ষ স্থান দখল...
১৭ ঘণ্টা আগেভারতের জনপ্রিয় সংগীত শিল্পী শ্রেয়া ঘোষালের এক্স হ্যান্ডেল (টুইটার) হ্যাক হয়েছে। বিগত ১৬ দিন ধরে তাঁর অ্যাকাউন্ট সাইবার হ্যাকারদের কবলে রয়েছে। বারবার চেষ্টার পরও এক্স হ্যান্ডেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেননি তিনি। অবশেষে ভক্তদের জন্য সতর্কবার্তা দিয়েছেন এ কণ্ঠশিল্পী। তাঁর এক্স হ্যান্ডেল...
১৮ ঘণ্টা আগেঅভিনেতা নিলয় আলমগীরের পশুপ্রেমের কথা তাঁর কাছের মানুষ কমবেশি সবাই জানেন। মাঝেমধ্যেই তিনি পথপশুদের জন্য খাবারের ব্যবস্থা করেন। কয়েক দিন আগেও সেন্ট মার্টিনের কুকুরগুলোর জন্য খাবার সংগ্রহের উদ্যোগ নিয়েছিলেন নিলয়। কারণ ওই সময়টায় দ্বীপটিতে পর্যটকদের প্রবেশ বন্ধ ছিল। এবার নাটকেও দেখা মিলবে নিলয়ের...
২০ ঘণ্টা আগে