পপ সম্রাট মাইকেল জ্যাকসন প্রয়াত হলেও তাঁর তারকা খ্যাতি কমেনি একটুও। তাঁর জীবনের গল্প পর্দায় তুলে ধরছেন হলিউডের নির্মাতা অ্যান্টনি ফুকো। সেই বায়োপিকে জ্যাকসন চরিত্রে অভিনয় করবেন ভাতিজা জ্যাফার জ্যাকসন। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালক অ্যান্টনি ফুকোর বরাতে যুক্তরাজ্যে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।
জ্যাফারের ‘মুনওয়াক’র একটি ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করে এই পরিচালক বলেন, ‘এই বায়োপিকে মাইকেল জ্যাকসনের জুতোয় পা গলাবে তার ভাগনে জ্যাফার জ্যাকসন। বছর দুয়েক আগে জাফরের সঙ্গে দেখা হয়েছিল আমার। গোটা দুনিয়া জুড়ে তখনো মাইকেলের চরিত্রের জন্য অভিনেতা খুঁজছিলাম। তাকে দেখার পর মনে হয়েছিল এই চরিত্রটি তার জন্যই।’
‘মাইকেল’ শিরোনামে বায়োপিকটির চিত্রনাট্য লিখেছেন তিনবার অস্কারে মনোনয়ন পাওয়া জন লোগান। সিনেমাটি প্রযোজনা করেছেন প্রযোজক গ্রাহাম কিং। প্রযোজক গ্রাহামের সঙ্গে পরিচয় ছিল মাইকেল জ্যাকসন ও তার পরিবারের। আশির দশকেই মাইকেলকে নিয়ে সিনেমা নির্মাণের অনুমতিও নাকি চেয়েছিলে তিনি।
জ্যাফারকে মাইকেল চরিত্রে কাস্ট করা নিয়ে গ্রাহাম বলেন, ‘জ্যাফারকে আমি প্রথম দেখি দুবছর আগে। তাকে দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এতটা মিল কীভাবে হতে পারে। অদ্ভুতভাবে মাইকেলের ব্যক্তিত্বই যেন ফুটে ওঠে জ্যাফারের মাঝে।’
মাইকেল জ্যাকসনের বিখ্যাত কিছু পারফরম্যান্সের পাশাপাশি তাঁর জীবনের অনেক অজানা অধ্যায় তুলে ধরা হবে সিনেমাটিতে।
মাইকেল জ্যাকসনের মা ক্যাথরিন জ্যাকসন বিষয়টিতে খুব খুশি, প্রয়াত ছেলের চরিত্রে অভিনয় করতে যাওয়া নাতি প্রসঙ্গে তিনি বলেন, ‘জ্যাফারকে দেখলেই আমার ছেলের কথা মনে পড়ে, ওরা দুজন দেখতে প্রায় একই রকম। আশা করি, আমাদের পরিবার বিনোদনের ধারাকে এগিয়ে নিয়ে যাবে, পর্দায় তাকে দেখতে অধীর অপেক্ষায় থাকব।’
১৫টি গ্র্যামি অ্যাওয়ার্ডজয়ী এই শিল্পীর বায়োপিকে আর কে কে অভিনয় করবেন, তা জানা যাবে পরে। সিনেমার চিত্রনাট্য লিখেছেন তিনবার অস্কারের জন্য মনোনয়ন পাওয়া জন লোগান। এর আগে মাইকেল জ্যাকসনকে নিয়ে যৌন হয়রানির বিষয়ে নির্মিত হয়েছিল তথ্যচিত্র ‘লিভিং নেভারল্যান্ড’। এই তথ্যচিত্র প্রকাশের পর মাইকেল জ্যাকসনের পরিবার এটিকে কুরুচিপূর্ণ ও মিথ্যা বলে উল্লেখ করেছিল। ২০০৯ সালের ২৫ জুন এই কিংবদন্তি পপ সম্রাট মৃত্যু বরণ করেন।
পপ সম্রাট মাইকেল জ্যাকসন প্রয়াত হলেও তাঁর তারকা খ্যাতি কমেনি একটুও। তাঁর জীবনের গল্প পর্দায় তুলে ধরছেন হলিউডের নির্মাতা অ্যান্টনি ফুকো। সেই বায়োপিকে জ্যাকসন চরিত্রে অভিনয় করবেন ভাতিজা জ্যাফার জ্যাকসন। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালক অ্যান্টনি ফুকোর বরাতে যুক্তরাজ্যে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।
জ্যাফারের ‘মুনওয়াক’র একটি ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করে এই পরিচালক বলেন, ‘এই বায়োপিকে মাইকেল জ্যাকসনের জুতোয় পা গলাবে তার ভাগনে জ্যাফার জ্যাকসন। বছর দুয়েক আগে জাফরের সঙ্গে দেখা হয়েছিল আমার। গোটা দুনিয়া জুড়ে তখনো মাইকেলের চরিত্রের জন্য অভিনেতা খুঁজছিলাম। তাকে দেখার পর মনে হয়েছিল এই চরিত্রটি তার জন্যই।’
‘মাইকেল’ শিরোনামে বায়োপিকটির চিত্রনাট্য লিখেছেন তিনবার অস্কারে মনোনয়ন পাওয়া জন লোগান। সিনেমাটি প্রযোজনা করেছেন প্রযোজক গ্রাহাম কিং। প্রযোজক গ্রাহামের সঙ্গে পরিচয় ছিল মাইকেল জ্যাকসন ও তার পরিবারের। আশির দশকেই মাইকেলকে নিয়ে সিনেমা নির্মাণের অনুমতিও নাকি চেয়েছিলে তিনি।
জ্যাফারকে মাইকেল চরিত্রে কাস্ট করা নিয়ে গ্রাহাম বলেন, ‘জ্যাফারকে আমি প্রথম দেখি দুবছর আগে। তাকে দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এতটা মিল কীভাবে হতে পারে। অদ্ভুতভাবে মাইকেলের ব্যক্তিত্বই যেন ফুটে ওঠে জ্যাফারের মাঝে।’
মাইকেল জ্যাকসনের বিখ্যাত কিছু পারফরম্যান্সের পাশাপাশি তাঁর জীবনের অনেক অজানা অধ্যায় তুলে ধরা হবে সিনেমাটিতে।
মাইকেল জ্যাকসনের মা ক্যাথরিন জ্যাকসন বিষয়টিতে খুব খুশি, প্রয়াত ছেলের চরিত্রে অভিনয় করতে যাওয়া নাতি প্রসঙ্গে তিনি বলেন, ‘জ্যাফারকে দেখলেই আমার ছেলের কথা মনে পড়ে, ওরা দুজন দেখতে প্রায় একই রকম। আশা করি, আমাদের পরিবার বিনোদনের ধারাকে এগিয়ে নিয়ে যাবে, পর্দায় তাকে দেখতে অধীর অপেক্ষায় থাকব।’
১৫টি গ্র্যামি অ্যাওয়ার্ডজয়ী এই শিল্পীর বায়োপিকে আর কে কে অভিনয় করবেন, তা জানা যাবে পরে। সিনেমার চিত্রনাট্য লিখেছেন তিনবার অস্কারের জন্য মনোনয়ন পাওয়া জন লোগান। এর আগে মাইকেল জ্যাকসনকে নিয়ে যৌন হয়রানির বিষয়ে নির্মিত হয়েছিল তথ্যচিত্র ‘লিভিং নেভারল্যান্ড’। এই তথ্যচিত্র প্রকাশের পর মাইকেল জ্যাকসনের পরিবার এটিকে কুরুচিপূর্ণ ও মিথ্যা বলে উল্লেখ করেছিল। ২০০৯ সালের ২৫ জুন এই কিংবদন্তি পপ সম্রাট মৃত্যু বরণ করেন।
বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
৩৪ মিনিট আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
৩৯ মিনিট আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
৪৩ মিনিট আগেকালজয়ী রূপকথা ‘স্নো হোয়াইট’কে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে স্নো হোয়াইট। ডিজনির অন্যতম ব্যয়বহুল এই মিউজিক্যাল ফ্যান্টাসি মুক্তির আগে থেকেই নানা বিতর্কে জড়িয়েছিল। গত ২১ মার্চে মুক্তির পর বিতর্ক বেড়েছে আরও।
১ ঘণ্টা আগে