Ajker Patrika

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ দেখেননি জনি ডেপ 

আপডেট : ২১ এপ্রিল ২০২২, ১৬: ৪৬
‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ দেখেননি জনি ডেপ 

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিনেমার ক্যাপ্টেন জ্যাক স্প্যারো চরিত্রের বদৌলতেই জনি ডেপকে চিনেছে বিশ্ববাসী। হলিউডের অন্যতম জনপ্রিয় এই অভিনেতা নিজের ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিনেমা নাকি দেখেননি। ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ ফ্র্যাঞ্চাইজির প্রথম কিস্তি ‘দ্য কার্স অব দ্য ব্ল্যাক পার্ল’ দেখেননি জনি ডেপ। 

ব্রিটিশ গণমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট জানায়, সম্প্রতি জনি ডেপ বলেন, ‘আমি প্রথম পাইরেটস সিনেমা দেখিনি। কিন্তু আমি বিশ্বাস করি সিনেমাটি বেশ ভালো করেছে। কেননা, তাঁরা এই ফ্র্যাঞ্চাইজিটি আরও তৈরি করতে চেয়েছেন এবং আমি তা করতে পেরেছি। ২০০৩ সালে মুক্তি পায় ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’-এর প্রথম কিস্তি। চারটি বিভাগে অস্কারের জন্য মনোনীত হয়েছিল সিনেমাটি। এমনকি আমি নিজেও সেরা অভিনেতা বিভাগে মনোনীত হয়েছিলাম।’ 

জনি ডেপ এমন একটা সময় এই সত্য উন্মোচিত করলেন, যখন কিনা প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে আইনি লড়াই চলছে তাঁর। মামলাটির বিচার কার্যক্রম চলছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায়। 

প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে আইনি লড়াই চলছে জনি ডেপেরএর আগেও বিভিন্ন সময়ে বেশ কয়েকজন নামী অভিনয়শিল্পী তাঁদের নিজের সিনেমা না দেখার কথা জানিয়েছেন। বিশ্বখ্যাত অভিনেতা টম হ্যাংকস বলেন, তিনি ‘ফরেস্ট গাম্প’সহ নিজের অভিনীত অনেক সিনেমা দেখেননি। 

খ্যাতিমান অভিনেতা আল পাচিনোও নিজের সিনেমা দেখেন না বলে গণমাধ্যমকে জানান। এমনকি এমা স্টোন কিংবা রিজ উইদারস্পুনও নিজ নিজ জনপ্রিয় সিনেমাগুলো দেখেননি। এমা স্টোন বলেন, ‘কে নিজেকে দীর্ঘ সময় পর্দায় দেখতে ভালোবাসেন?’

হলিউড সম্পর্কিত পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত