পর্দা নামল বিশ্বখ্যাত ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। গতকাল ১১ সেপ্টেম্বর এই উৎসবের সমাপ্তি হয়। এবারের ৭৮তম আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার ‘গোল্ডেন লায়ন’ জিতে নিয়েছে ফরাসি ছবি ‘হ্যাপেনিং’। ছবিটি পরিচালনা করেছেন অড্রে দিয়ান। ফরাসির এ নারী নির্মাতা নির্মাণে আসার আগে সাংবাদিকতার পাশাপাশি ছবির চিত্রনাট্য লিখতেন।
তবে অ্যানি আরনাক্সের লেখা ‘হ্যাপেনিং’ নামে প্রকাশিত উপন্যাসকে ঘিরে সাজানো হয়েছে ছবির চিত্রনাট্য। এটি প্রকাশিত হয়েছিল ২০০০ সালে। ‘হ্যাপেনিং ছবিতে অভিনয় করেছেন অ্যানামারিয়া বার্তোলোমেই ও লনা বাজরামি। ষাটের দশকে ফ্রান্সের এক মেধাবী ছাত্রীকে ঘিরে ছবির গল্প। অন্তঃসত্ত্বা হয়ে হুমকির মুখে পড়ে মেয়েটি। বৈধ কোনো উপায় না থাকায় অবৈধভাবে গর্ভপাত করানোর উপায় খুঁজতে শুরু করে সে।‘অন দ্য জব : দ্য মিসিং এইট’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন জন আর্চিলা। সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন স্প্যানিশ তারকা পেনেলোপে ক্রুজ। পেদ্রো আলমোদোভার পরিচালিত ‘প্যারালাল মাদার’ ছবিতে অভিনয়ের জন্য এই পুরস্কার জিতেছেন।
উৎসবে সেরা পরিচালক হিসেবে ‘সিলভার লায়ন’ পেয়েছেন জেন চ্যাম্পিয়ন। ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’ ছবির জন্য এই পুরস্কার জিতেছেন তিনি।
উৎসবে গ্র্যান্ড জুরি পুরস্কার পেয়েছে ইতালিয়ান পরিচালক পাওলো সরেত্তিনোর ‘দ্য হ্যান্ড অব গড’। সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতেছেন ম্যাগি গিলেনহাল (দ্য লস্ট ডটার)।
একনজরে ৭৮তম আসরের পুরস্কারগুলো হলো:
গোল্ডেন লায়ন- অড্রে দিয়ান (হ্যাপেনিং)
সিলভার লায়ন গ্র্যান্ড জুরি- পাওলো সরেত্তিনো (দ্য হ্যান্ড অব গড)
সিলভার লায়ন পরিচালক- জেন চ্যাম্পিয়ন (দ্য পাওয়ার অব দ্য ডগ)
সেরা চিত্রনাট্য- ম্যাগি গিলেনহাল (দ্য লস্ট ডটার)
সেরা জুরি- ইল বুকো (পরিচালক মিশেল্যাঞ্জেলো ফ্রামার্তিনো)
সেরা অভিনেতা- জন আর্চিলা (অন দ্য জব : দ্য মিসিং এইট)
সেরা অভিনেত্রী- পেনেলোপে ক্রুজ (প্যারালাল মাদার)
সেরা উদীয়মান তারকা- অভিনেতা ফিলিপ্পো স্কত্তি (দ্য হ্যান্ড অব গড)
পর্দা নামল বিশ্বখ্যাত ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। গতকাল ১১ সেপ্টেম্বর এই উৎসবের সমাপ্তি হয়। এবারের ৭৮তম আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার ‘গোল্ডেন লায়ন’ জিতে নিয়েছে ফরাসি ছবি ‘হ্যাপেনিং’। ছবিটি পরিচালনা করেছেন অড্রে দিয়ান। ফরাসির এ নারী নির্মাতা নির্মাণে আসার আগে সাংবাদিকতার পাশাপাশি ছবির চিত্রনাট্য লিখতেন।
তবে অ্যানি আরনাক্সের লেখা ‘হ্যাপেনিং’ নামে প্রকাশিত উপন্যাসকে ঘিরে সাজানো হয়েছে ছবির চিত্রনাট্য। এটি প্রকাশিত হয়েছিল ২০০০ সালে। ‘হ্যাপেনিং ছবিতে অভিনয় করেছেন অ্যানামারিয়া বার্তোলোমেই ও লনা বাজরামি। ষাটের দশকে ফ্রান্সের এক মেধাবী ছাত্রীকে ঘিরে ছবির গল্প। অন্তঃসত্ত্বা হয়ে হুমকির মুখে পড়ে মেয়েটি। বৈধ কোনো উপায় না থাকায় অবৈধভাবে গর্ভপাত করানোর উপায় খুঁজতে শুরু করে সে।‘অন দ্য জব : দ্য মিসিং এইট’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন জন আর্চিলা। সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন স্প্যানিশ তারকা পেনেলোপে ক্রুজ। পেদ্রো আলমোদোভার পরিচালিত ‘প্যারালাল মাদার’ ছবিতে অভিনয়ের জন্য এই পুরস্কার জিতেছেন।
উৎসবে সেরা পরিচালক হিসেবে ‘সিলভার লায়ন’ পেয়েছেন জেন চ্যাম্পিয়ন। ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’ ছবির জন্য এই পুরস্কার জিতেছেন তিনি।
উৎসবে গ্র্যান্ড জুরি পুরস্কার পেয়েছে ইতালিয়ান পরিচালক পাওলো সরেত্তিনোর ‘দ্য হ্যান্ড অব গড’। সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতেছেন ম্যাগি গিলেনহাল (দ্য লস্ট ডটার)।
একনজরে ৭৮তম আসরের পুরস্কারগুলো হলো:
গোল্ডেন লায়ন- অড্রে দিয়ান (হ্যাপেনিং)
সিলভার লায়ন গ্র্যান্ড জুরি- পাওলো সরেত্তিনো (দ্য হ্যান্ড অব গড)
সিলভার লায়ন পরিচালক- জেন চ্যাম্পিয়ন (দ্য পাওয়ার অব দ্য ডগ)
সেরা চিত্রনাট্য- ম্যাগি গিলেনহাল (দ্য লস্ট ডটার)
সেরা জুরি- ইল বুকো (পরিচালক মিশেল্যাঞ্জেলো ফ্রামার্তিনো)
সেরা অভিনেতা- জন আর্চিলা (অন দ্য জব : দ্য মিসিং এইট)
সেরা অভিনেত্রী- পেনেলোপে ক্রুজ (প্যারালাল মাদার)
সেরা উদীয়মান তারকা- অভিনেতা ফিলিপ্পো স্কত্তি (দ্য হ্যান্ড অব গড)
বরবাদ দিয়ে নতুন রেকর্ড গড়েছেন শাকিব খান। দেশের পাশাপাশি বিদেশেও ভালো সাড়া ফেলেছে মেহেদি হাসান হৃদয় পরিচালিত সিনেমাটি। তবে শাকিব এবার আরও বড় স্বপ্ন দেখছেন। এবার তাঁর স্বপ্ন ১০০ কোটির। বলিউডের মতো তাঁর সিনেমাও ভবিষ্যতে শতকোটির ক্লাবে নাম লেখাবে, আশা শাকিবের।
২৫ মিনিট আগেগত সোমবার হঠাৎ ছড়িয়ে পড়ে গুজব—ববিতা অসুস্থ! ফরিদা আক্তার ববিতা নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় হাতে ক্যানুলা লাগানো একটি ছবি। সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে সে খবর। তবে ববিতা গণমাধ্যমকে জানালেন, তিনি সুস্থ আছেন। অসুস্থতার ভুয়া খবর ছড়ানোয় বিব্রত অভিনেত্রী।
৩৪ মিনিট আগেখ্যাতিমান কথাসাহিত্যিক শহীদুল জহিরের ছোটগল্পের অনুপ্রেরণায় তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’। বানিয়েছেন জায়েদ সিদ্দিকী। তোরাব শেখ নামের একজন বয়স্ক মানুষকে নিয়ে এ সিনেমার গল্প। তার উপার্জন নেই, ফলে এই সংসারে নিজেকে অপ্রয়োজনীয় বোধ করে সে। তার অজান্তে মেয়ের বিয়ে দেওয়ায় সে ক্ষুব্ধ হয়।
১২ ঘণ্টা আগেমুহাম্মদ ইমরান হোসেনের ‘অন্তরালে প্রেম’ নাটকে প্রথম একসঙ্গে অভিনয় করেছিলেন তানিয়া বৃষ্টি ও পার্থ শেখ। আগামী কোরবানির ঈদের জন্য আবার তাঁরা একসঙ্গে অভিনয় করলেন। নাটকের নাম ‘এই শহরে মেঘেরা একা’। মেহরাব জাহিদের রচনায় নাটকটি পরিচালনা করছেন সোহেল রানা ইমন। গত রোব ও সোমবার রাজধানীর উত্তরার দোলনচাঁপা শুটিং
১২ ঘণ্টা আগে