বিনোদন প্রতিবেদক, ঢাকা
গত সোমবার হঠাৎ ছড়িয়ে পড়ে গুজব—ববিতা অসুস্থ! ফরিদা আক্তার ববিতা নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় হাতে ক্যানুলা লাগানো একটি ছবি। ফলে অনেকে বিশ্বাস করেন ববিতা অসুস্থ। সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে সে খবর। তবে ববিতা গণমাধ্যমকে জানালেন, তিনি সুস্থ আছেন। এ ফেসবুক অ্যাকাউন্ট তাঁর নয়। এমনকি, তিনি ফেসবুক ব্যবহার করেন না। অসুস্থতার ভুয়া খবর ছড়ানোয় বিব্রত অভিনেত্রী।
ববিতা বলেন, ‘আমি ফেসবুক ব্যবহার করি না, এটা আগেও বলেছি। তারপরও ফেসবুক থেকে এমন একটি স্পর্শকাতর খবর ছড়ানো হলো, এতে আমি ভীষণ দুঃখ পেয়েছি। আমি আইনি পদক্ষেপ নিয়েছি এর আগে, কিন্তু আমার ওই ফেসবুক অ্যাকাউন্ট কে বা কারা চালায় আর এমন খবর ছড়ায়—তা শনাক্ত করা যায়নি।’
শুধু এবারই প্রথম নয়, এর আগেও একাধিক ভুয়া খবর ছড়ানো হয়েছিল ওই ফেক অ্যাকাউন্ট থেকে। এমনকি মৃত্যুর খবরও ছড়ানো হয়েছিল। ববিতা বলেন, ‘এর আগে আমার মৃত্যুর খবর ছড়ানো হয়েছিল ফেসবুকে। চিন্তা করেন, এমন স্পর্শকাতর খবর শোনার পর আমার আত্মীয়স্বজনের মনের কী অবস্থা হয়! আমি আসলে এ বিষয়ে কী করব, বুঝে উঠতে পারছি না। হাল ছেড়ে দিয়েছি।’
অভিনেত্রী মনে করেন, ভুয়া অ্যাকাউন্ট ও গুজব ছড়ানোর বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়া দরকার। তিনি বলেন, ‘আমার পরিচিতি কেউ দেখা হলে কখনো কখনো বলে, আপা আমি তো আপনার ফেসবুকে আছি, আপনার সঙ্গে মেসেজে কথা বললাম। আমি অবাক হয়ে বলি, আমার তো ফেসবুক নেই, কার সঙ্গে কথা বলেছেন! এভাবে তো বহু প্রতারণা করছে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে।’
ববিতা জানিয়েছেন, তিনি সুস্থ আছেন, ঢাকার গুলশানের বাসাতেই আছেন।
গত সোমবার হঠাৎ ছড়িয়ে পড়ে গুজব—ববিতা অসুস্থ! ফরিদা আক্তার ববিতা নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় হাতে ক্যানুলা লাগানো একটি ছবি। ফলে অনেকে বিশ্বাস করেন ববিতা অসুস্থ। সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে সে খবর। তবে ববিতা গণমাধ্যমকে জানালেন, তিনি সুস্থ আছেন। এ ফেসবুক অ্যাকাউন্ট তাঁর নয়। এমনকি, তিনি ফেসবুক ব্যবহার করেন না। অসুস্থতার ভুয়া খবর ছড়ানোয় বিব্রত অভিনেত্রী।
ববিতা বলেন, ‘আমি ফেসবুক ব্যবহার করি না, এটা আগেও বলেছি। তারপরও ফেসবুক থেকে এমন একটি স্পর্শকাতর খবর ছড়ানো হলো, এতে আমি ভীষণ দুঃখ পেয়েছি। আমি আইনি পদক্ষেপ নিয়েছি এর আগে, কিন্তু আমার ওই ফেসবুক অ্যাকাউন্ট কে বা কারা চালায় আর এমন খবর ছড়ায়—তা শনাক্ত করা যায়নি।’
শুধু এবারই প্রথম নয়, এর আগেও একাধিক ভুয়া খবর ছড়ানো হয়েছিল ওই ফেক অ্যাকাউন্ট থেকে। এমনকি মৃত্যুর খবরও ছড়ানো হয়েছিল। ববিতা বলেন, ‘এর আগে আমার মৃত্যুর খবর ছড়ানো হয়েছিল ফেসবুকে। চিন্তা করেন, এমন স্পর্শকাতর খবর শোনার পর আমার আত্মীয়স্বজনের মনের কী অবস্থা হয়! আমি আসলে এ বিষয়ে কী করব, বুঝে উঠতে পারছি না। হাল ছেড়ে দিয়েছি।’
অভিনেত্রী মনে করেন, ভুয়া অ্যাকাউন্ট ও গুজব ছড়ানোর বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়া দরকার। তিনি বলেন, ‘আমার পরিচিতি কেউ দেখা হলে কখনো কখনো বলে, আপা আমি তো আপনার ফেসবুকে আছি, আপনার সঙ্গে মেসেজে কথা বললাম। আমি অবাক হয়ে বলি, আমার তো ফেসবুক নেই, কার সঙ্গে কথা বলেছেন! এভাবে তো বহু প্রতারণা করছে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে।’
ববিতা জানিয়েছেন, তিনি সুস্থ আছেন, ঢাকার গুলশানের বাসাতেই আছেন।
বরবাদ দিয়ে নতুন রেকর্ড গড়েছেন শাকিব খান। দেশের পাশাপাশি বিদেশেও ভালো সাড়া ফেলেছে মেহেদি হাসান হৃদয় পরিচালিত সিনেমাটি। তবে শাকিব এবার আরও বড় স্বপ্ন দেখছেন। এবার তাঁর স্বপ্ন ১০০ কোটির। বলিউডের মতো তাঁর সিনেমাও ভবিষ্যতে শতকোটির ক্লাবে নাম লেখাবে, আশা শাকিবের।
২ ঘণ্টা আগেখ্যাতিমান কথাসাহিত্যিক শহীদুল জহিরের ছোটগল্পের অনুপ্রেরণায় তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’। বানিয়েছেন জায়েদ সিদ্দিকী। তোরাব শেখ নামের একজন বয়স্ক মানুষকে নিয়ে এ সিনেমার গল্প। তার উপার্জন নেই, ফলে এই সংসারে নিজেকে অপ্রয়োজনীয় বোধ করে সে। তার অজান্তে মেয়ের বিয়ে দেওয়ায় সে ক্ষুব্ধ হয়।
১৪ ঘণ্টা আগেমুহাম্মদ ইমরান হোসেনের ‘অন্তরালে প্রেম’ নাটকে প্রথম একসঙ্গে অভিনয় করেছিলেন তানিয়া বৃষ্টি ও পার্থ শেখ। আগামী কোরবানির ঈদের জন্য আবার তাঁরা একসঙ্গে অভিনয় করলেন। নাটকের নাম ‘এই শহরে মেঘেরা একা’। মেহরাব জাহিদের রচনায় নাটকটি পরিচালনা করছেন সোহেল রানা ইমন। গত রোব ও সোমবার রাজধানীর উত্তরার দোলনচাঁপা শুটিং
১৪ ঘণ্টা আগেঈদে মুক্তি পেয়েছিল সালমান খানের নতুন সিনেমা ‘সিকান্দার’। মুক্তির আগেই পড়েছিল পাইরেসির কবলে। তবু প্রথম কয়েক দিন হলে ভিড় ছিল ভালোই। কিন্তু সিকান্দারের গল্প, অভিনয় মন ছুঁতে পারেনি দর্শকের। ফলে প্রত্যাশিত ব্যবসা করতে ব্যর্থ হয়েছে এ আর মুরুগাদোস পরিচালিত সিনেমাটি। ৩০ মার্চ মুক্তি পাওয়া সিকান্দার প্রায়
১৪ ঘণ্টা আগে