Ajker Patrika

অভিনয় ছাড়ার সিদ্ধান্ত ব্রুস উইলিসের

আপডেট : ৩১ মার্চ ২০২২, ১৬: ২৬
অভিনয় ছাড়ার সিদ্ধান্ত ব্রুস উইলিসের

ক্যারিয়ারের ইতি টানলেন হলিউডের গুণী অভিনেতা ব্রুস উইলিস। ‘অ্যাফাসিয়া’ রোগে আক্রান্ত হওয়ায় এমন সিদ্ধান্ত নিলেন অভিনেতা। 

বিবিসি জানায়, বুধবার (৩০ মার্চ) ব্রুস উইলিসের পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, অ্যাফাসিয়ায় আক্রান্ত হওয়ায় শব্দ উচ্চারণে এবং কথা বলতে অসুবিধা হচ্ছে ব্রুস উইলিসের। পাশাপাশি বিভিন্ন শারীরিক সীমাবদ্ধতা দেখা দেওয়ায় অভিনয় ছাড়তে বাধ্য হচ্ছেন তিনি। 

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমাদের পরিবারের জন্য এটা কঠিন সময়। সবার ভালোবাসা, সহানুভূতি ও সাহায্যের জন্য আমরা কৃতজ্ঞ।’ 

অ্যাফাসিয়ায় আক্রান্ত ব্যক্তির যোগাযোগ করতে সমস্যা হয়, শব্দ উচ্চারণ এবং কথা বলতে অসুবিধা হয়। কখনো লেখার ক্ষেত্রেও অক্ষমতা তৈরি হতে পারে। 

৬৭ বছর বয়সী অভিনেতা ব্রুস উইলিস চার দশক ধরে অভিনয় করছেন। ক্যারিয়ারে প্রায় ১০০ সিনেমায় অভিনয় করেছেন উইলিস; যার মধ্যে ‘পাল্প ফিকশন’ ও ‘দ্য সিক্সথ সেন্স’ দর্শকদের পাশাপাশি চলচ্চিত্রবোদ্ধাদের কাছেও প্রশংসিত হয়েছে। এ পর্যন্ত একটি গোল্ডেন গ্লোব ও দুটি এমি অ্যাওয়ার্ডসহ নানা পুরস্কার জিতেছেন তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত