ঢাকা: বিশ্ববিখ্যাত ইরানি নির্মাতা ও প্রযোজক আব্বাস কিয়ারোস্তামির জন্মদিন আজ। স্বর্ণপামসহ বিশ্বের অনেক সেরা পুরস্কারজয়ী এই নির্মাতার ছবি পছন্দ করেন এ দেশের অনেকেই। আজ এই বিশেষ দিনে থাকল কিয়ারোস্তামির সাতটি সিনেমার তালিকা।
দ্য ট্রাভেলার (১৯৭৪)
এ ছবির গল্প এক কিশোরকে নিয়ে; যে ফুটবল ভালোবাসে। স্বপ্ন দেখে তেহরানের আমজাদি স্টেডিয়ামে বসে ম্যাচ দেখবে। সে স্বপ্ন পূরণ করার জন্য টাকা চুরি করে। পুরোনো ঘড়ি ও ক্যামেরা বিক্রির চেষ্টা চালায়। অনেক দিন পর যখন তার কাছে টাকা হলো, সে স্টেডিয়ামে গেল। সেখানে পৌঁছে সে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। জেগে উঠল যখন, দেখল খেলা শেষ।
দ্য রিপোর্ট (১৯৭৭)
এ ছবিতে দেখানো হয়েছে চাকরিচ্যুত হওয়ার পর একজন পুরুষের জীবন কেমন হয়ে ওঠে। গল্পের নায়ক স্ত্রী-সন্তানদের ফেলে চলে যায় এ কারণে যে, সে ব্যর্থ পুরুষ। সে ভেবেছে, তার অবর্তমানে বেঁচে থাকার জন্য তার পরিবার নিশ্চয়ই কোনো না কোনো পথ খুঁজে নেবে। ‘দ্য রিপোর্ট’ কিয়ারোস্তামির একটি গুরুত্বপূর্ণ চলচ্চিত্র।
হোয়্যার ইজ দ্য ফ্রেন্ডস হোম (১৯৮৭)
এ ছবি কিয়ারোস্তামির ক্যারিয়ারের কেন্দ্রবিন্দু। যেটি দিয়ে তাকে আলাদা করে চেনা যায়। ছবিতে গ্রামের মানুষদের নৈতিকতা ও শিশুদের সারল্যকে তুলে ধরেছেন তিনি। ছবির গল্পে দেখা যায়, আহমদ নামের এক ছেলে নিজের হোমওয়ার্ক করার সময় টের পায়, ভুল করে সে এক বন্ধুর খাতা নিয়ে এসেছে। খাতা না থাকলে বন্ধুটি হোমওয়ার্ক করতে পারবে না। এ কারণে তাকে স্কুল থেকে বহিষ্কার করা হতে পারে। এটা জানার পর আহমেদ তার বন্ধুর বাড়ির সন্ধানে বের হয়।
ক্লোজআপ (১৯৯০)
কিয়ারোস্তামি সব সময়ই তাঁর ছবিতে তথ্যনির্ভর ও বাস্তবধর্মী চিত্র তুলে ধরতে চেয়েছেন। ‘ক্লোজআপ’ও তাঁর ব্যতিক্রম নয়। ছবিটির গল্প এমন একজনকে নিয়ে, যিনি বিখ্যাত ইরানি পরিচালক মোহসিন মাখমালবাফের ভূমিকায় রূপদান করতে আগ্রহী দর্শক। ছবিটি কিয়ারোস্তামিকে আন্তর্জাতিক খ্যাতি এনে দিয়েছে।
দ্য উইন্ড উইল ক্যারি আস (১৯৯৯)
‘টেস্ট অব চেরি’-র মতো এ ছবিটিও জীবন ও মৃত্যুর ঠিকানা বহন করে। ছবির টাইটেল বিখ্যাত ইরানি নারী কবি ফাররুখজাদের কবিতা থেকে নেওয়া। বিষয়বস্তুতেও ওমর খৈয়ামের কবিতার ছায়া আছে। ছবিটি বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে। জিতেছে পুরস্কার।
সার্টিফায়েড কপি (২০১০)
এটি কিয়ারোস্তামির প্রথম ছবি, যেখানে ইরানি শিল্পীদের বাইরে এক ইংরেজ অভিনেত্রী জুলিয়েট বিনোচ অভিনয় করেছেন। তিনি ছিলেন পরিচালকের বহুদিনের বন্ধু। কীভাবে ভালোবাসা খাঁটি কিংবা নকল হতে পারে, সেটিকে উপজীব্য করেই বানানো হয়েছে ছবিটি। ২০১০ সালে কান চলচ্চিত্র উৎসবে জুলিয়েট সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নেন এতে অভিনয় করে।
টেন (২০০২)
এটি কিয়ারোস্তামির একটি মার্জিত এক্সপেরিমেন্টাল ছবি। তার নির্মিত প্রথম নারীপ্রধান ছবি ‘টেন’। গল্পের মূলে আছে এক বৃদ্ধা ও তার পুত্র। ২০০২ সালে কান উৎসবে মনোনীত হয় ‘টেন’।
ঢাকা: বিশ্ববিখ্যাত ইরানি নির্মাতা ও প্রযোজক আব্বাস কিয়ারোস্তামির জন্মদিন আজ। স্বর্ণপামসহ বিশ্বের অনেক সেরা পুরস্কারজয়ী এই নির্মাতার ছবি পছন্দ করেন এ দেশের অনেকেই। আজ এই বিশেষ দিনে থাকল কিয়ারোস্তামির সাতটি সিনেমার তালিকা।
দ্য ট্রাভেলার (১৯৭৪)
এ ছবির গল্প এক কিশোরকে নিয়ে; যে ফুটবল ভালোবাসে। স্বপ্ন দেখে তেহরানের আমজাদি স্টেডিয়ামে বসে ম্যাচ দেখবে। সে স্বপ্ন পূরণ করার জন্য টাকা চুরি করে। পুরোনো ঘড়ি ও ক্যামেরা বিক্রির চেষ্টা চালায়। অনেক দিন পর যখন তার কাছে টাকা হলো, সে স্টেডিয়ামে গেল। সেখানে পৌঁছে সে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। জেগে উঠল যখন, দেখল খেলা শেষ।
দ্য রিপোর্ট (১৯৭৭)
এ ছবিতে দেখানো হয়েছে চাকরিচ্যুত হওয়ার পর একজন পুরুষের জীবন কেমন হয়ে ওঠে। গল্পের নায়ক স্ত্রী-সন্তানদের ফেলে চলে যায় এ কারণে যে, সে ব্যর্থ পুরুষ। সে ভেবেছে, তার অবর্তমানে বেঁচে থাকার জন্য তার পরিবার নিশ্চয়ই কোনো না কোনো পথ খুঁজে নেবে। ‘দ্য রিপোর্ট’ কিয়ারোস্তামির একটি গুরুত্বপূর্ণ চলচ্চিত্র।
হোয়্যার ইজ দ্য ফ্রেন্ডস হোম (১৯৮৭)
এ ছবি কিয়ারোস্তামির ক্যারিয়ারের কেন্দ্রবিন্দু। যেটি দিয়ে তাকে আলাদা করে চেনা যায়। ছবিতে গ্রামের মানুষদের নৈতিকতা ও শিশুদের সারল্যকে তুলে ধরেছেন তিনি। ছবির গল্পে দেখা যায়, আহমদ নামের এক ছেলে নিজের হোমওয়ার্ক করার সময় টের পায়, ভুল করে সে এক বন্ধুর খাতা নিয়ে এসেছে। খাতা না থাকলে বন্ধুটি হোমওয়ার্ক করতে পারবে না। এ কারণে তাকে স্কুল থেকে বহিষ্কার করা হতে পারে। এটা জানার পর আহমেদ তার বন্ধুর বাড়ির সন্ধানে বের হয়।
ক্লোজআপ (১৯৯০)
কিয়ারোস্তামি সব সময়ই তাঁর ছবিতে তথ্যনির্ভর ও বাস্তবধর্মী চিত্র তুলে ধরতে চেয়েছেন। ‘ক্লোজআপ’ও তাঁর ব্যতিক্রম নয়। ছবিটির গল্প এমন একজনকে নিয়ে, যিনি বিখ্যাত ইরানি পরিচালক মোহসিন মাখমালবাফের ভূমিকায় রূপদান করতে আগ্রহী দর্শক। ছবিটি কিয়ারোস্তামিকে আন্তর্জাতিক খ্যাতি এনে দিয়েছে।
দ্য উইন্ড উইল ক্যারি আস (১৯৯৯)
‘টেস্ট অব চেরি’-র মতো এ ছবিটিও জীবন ও মৃত্যুর ঠিকানা বহন করে। ছবির টাইটেল বিখ্যাত ইরানি নারী কবি ফাররুখজাদের কবিতা থেকে নেওয়া। বিষয়বস্তুতেও ওমর খৈয়ামের কবিতার ছায়া আছে। ছবিটি বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে। জিতেছে পুরস্কার।
সার্টিফায়েড কপি (২০১০)
এটি কিয়ারোস্তামির প্রথম ছবি, যেখানে ইরানি শিল্পীদের বাইরে এক ইংরেজ অভিনেত্রী জুলিয়েট বিনোচ অভিনয় করেছেন। তিনি ছিলেন পরিচালকের বহুদিনের বন্ধু। কীভাবে ভালোবাসা খাঁটি কিংবা নকল হতে পারে, সেটিকে উপজীব্য করেই বানানো হয়েছে ছবিটি। ২০১০ সালে কান চলচ্চিত্র উৎসবে জুলিয়েট সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নেন এতে অভিনয় করে।
টেন (২০০২)
এটি কিয়ারোস্তামির একটি মার্জিত এক্সপেরিমেন্টাল ছবি। তার নির্মিত প্রথম নারীপ্রধান ছবি ‘টেন’। গল্পের মূলে আছে এক বৃদ্ধা ও তার পুত্র। ২০০২ সালে কান উৎসবে মনোনীত হয় ‘টেন’।
১৯৯৯ সালে যাত্রা শুরু নেমেসিস ব্যান্ডের। প্রতিষ্ঠার ছয় বছর পর ২০০৫ সালে প্রকাশ পেয়েছিল ব্যান্ডের প্রথম স্টুডিও অ্যালবাম ‘অন্বেষণ’। এরপর ২০১১ ও ২০১৭ সালে আসে ‘তৃতীয় যাত্রা’ ও ‘গণজোয়ার’ নামের আরও দুটি স্টুডিও অ্যালবাম। প্রতিটি অ্যালবামে ছিল ৬ বছরের গ্যাপ। তবে চতুর্থ অ্যালবাম প্রকাশ করতে আরও বেশি সময়
৯ ঘণ্টা আগেবিজ্ঞাপনের মডেল হওয়ার পর গত বছর মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সন্ধিক্ষণ’ নাটক দিয়ে অভিনয়ে নাম লিখিয়েছেন মালাইকা চৌধুরী। সম্পর্কে তিনি মেহজাবীন চৌধুরীর ছোট বোন। নিজ অভিজ্ঞতার আলোকে পরামর্শ দিয়ে বোন মালাইকাকে সার্বক্ষণিক সহযোগিতা করছেন মেহজাবীন। অভিনয়ের প্রথম প্রশিক্ষণও বড় বোনের কাছেই পেয়েছেন মালাইকা।
৯ ঘণ্টা আগে৫ মে শুরু হয়েছে তারকাদের ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ বা সিসিটি। প্রথম রাউন্ড শেষে ফাইনালে উঠেছে গিগাবাইট টাইটানস ও স্বপ্নধরা স্পারটান্স। দল দুটির মেন্টর হিসেবে আছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
৯ ঘণ্টা আগেসিনেমার কোনো সীমান্ত নেই, সিনেমা মানে না কাঁটাতারের বিধিনিষেধ—প্রতিবছর কান চলচ্চিত্র উৎসবে সেটা আরও স্পষ্ট হয়ে ধরা দেয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পরিচালক, প্রযোজক, সেলস এজেন্ট ও সাংবাদিকেরা হাজির হন ‘বড় পর্দার অলিম্পিক’খ্যাত এ উৎসবে। নির্মাতারা আসেন তাঁদের সিনেমা দেখাতে। সেসব বিক্রির প্রক্রিয়া
৯ ঘণ্টা আগে