বিনোদন প্রতিবেদক, ঢাকা
বর্ষাকালে এমনিতেই কমে যায় কনসার্ট নিয়ে শিল্পিদের ব্যস্ততা। তবে গত কয়েক বছর এই সময়ে দেখা গেছে ইনডোর কনসার্টের আধিক্য। কিন্তু এ বছর প্রেক্ষাপট যেন ভিন্ন। কনসার্টের সংখ্যা কমেছে উল্লেখযোগ্যভাবে। দেশে ব্যস্ততা কমায় বিদেশে কনসার্টের দিকে মনোযোগী হচ্ছেন শিল্পীরা। নগর বাউল জেমস, মাইলস, আর্ক, অর্থহীন, প্রীতম হাসানদের মতো শিল্পী ও ব্যান্ডের শিডিউল দেখলে সেটাই স্পষ্ট হয়।
গত বছর রাজনৈতিক অবস্থার পরিবর্তনের পর থেকে কনসার্টের সংখ্যা কমেছে। নিরাপত্তার কারণ দেখিয়ে একাধিক কনসার্ট স্থগিত হওয়ার ঘটনাও ঘটেছে। বর্ষার এই মৌসুমে কনসার্টের সংখ্যা কমেছে আরও। সাম্প্রতিক সময়ে যে কটি কনসার্ট দেখা যাচ্ছে, তার বেশির ভাগ সরকারি উদ্যোগে, নয়তো ব্যক্তিগত আয়োজনে। দেশে কনসার্টের সংখ্যা কমে যাওয়ার বিষয়টি নিয়ে চিন্তা প্রকাশ করেছেন বামবার সভাপতি হামিন আহমেদ। তিনি বলেন, ‘বাংলাদেশে এখন সংগীত নিয়ে যা হচ্ছে, তাতে খুব আশঙ্কার বিষয় রয়েছে। বিশ্ববিদ্যালয়ে শো হবে, কিন্তু কর্তৃপক্ষ তা চাইছে না। সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অ্যাশেজ ব্যান্ডের একটা শো হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হতে দিল না, সেখানে কাওয়ালি বা ওই ধরনের শো হলো। এমন পরিস্থিতি তো স্বাধীনতার পর বাংলাদেশে দেখিনি। সব ধরনের কার্যক্রম চলছে, শুধু মিউজিক নিয়ে খুবই কম শো হচ্ছে। এটা অনাকাঙ্ক্ষিত।’
দেশে কনসার্ট কমে যাওয়ায় শিল্পীরা তাই মনোযোগী হয়েছেন বিদেশের কনসার্ট নিয়ে। নগর বাউল জেমস এখন আছেন যুক্তরাষ্ট্র সফরে। লস অ্যাঞ্জেলেস, ডালাসসহ দেশটির বিভিন্ন শহরে ইতিমধ্যে গান শুনিয়েছেন তিনি। আগস্ট পর্যন্ত আরও বেশ কয়েকটি কনসার্টে অংশ নেবেন জেমস। আগামী ২ আগস্ট ভার্জিনিয়ায় অনুষ্ঠিত এক আয়োজনে গান গাওয়ার কথা রয়েছে তাঁর; যেখানে জেমসের সঙ্গে একই মঞ্চে গান পরিবেশন করবেন প্রতীক হাসান ও প্রীতম হাসান।
গত মে মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্র ও কানাডা সফরে গেছেন প্রীতম হাসান। ইতিমধ্যে দেশ দুটির ১০টি শহরে কনসার্ট করেছেন তিনি। হিউস্টন, অস্টিন, ওয়াশিংটনসহ আরও ১৬টি শহরে গান শোনাবেন তিনি। আগামী ১৩ সেপ্টেম্বর ফ্লোরিডার টাম্পা শহরে অনুষ্ঠিত হবে প্রীতমের এই সংগীত সফরের শেষ কনসার্ট।
আগামী মাসে অস্ট্রেলিয়ায় গান শোনাবেন কুমার বিশ্বজিৎ। ২৩ আগস্ট মেলবোর্নে, ৩০ আগস্ট সিডনিতে, ৩১ আগস্ট ব্রিসবেনে এবং ৬ সেপ্টেম্বর পার্থে গাইবেন তিনি। মেলবোর্নে কুমার বিশ্বজিতের সঙ্গে পারফর্ম করবেন আভাস ব্যান্ডের তানজির তুহিন।
আর্ক ব্যান্ড আগামী আগস্টের শেষ থেকে পুরো সেপ্টেম্বর মাস কানাডায় থাকবে। সেখানে মাসজুড়ে কনসার্ট করবে দলটি; যার মধ্যে মিক্সটেপ মিউজিক ফেস্টিভ্যাল-২০২৫ অনুষ্ঠিত হবে ১৩ সেপ্টেম্বর স্কারবরো, অন্টারিওতে। সেখানে আর্কের পাশাপাশি একই মঞ্চে থাকবে ব্যান্ড শিরোনামহীন। এ ছাড়া গত শনিবার রাতে ফেসবুক পেজে যুক্তরাষ্ট্র সফরের ঘোষণা দিয়েছে অর্থহীন ব্যান্ড।
সম্প্রতি যুক্তরাস্ট্র সফর শেষ করে দেশে ফিরেছে ব্যান্ড মাইলস। দেশটির ১০টি শহরে পারফর্ম করেছে তারা। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে যাবে দলটি। আগামী বছর এপ্রিলে তিন মাসের সফরে কানাডায় যাওয়ার কথা আছে তাদের। এরপর মাইলসের ইউএস ট্যুরের ৩০ বছর পূর্তি উদ্যাপন করার কথা আছে যুক্তরাষ্ট্রে। ১৯৯৬ সালে প্রথমবার যুক্তরাষ্ট্রে কনসার্ট করতে গিয়েছিল মাইলস।
সম্প্রতি কানাডায় কনসার্ট করে দেশে ফিরেছে অ্যাশেজ ব্যান্ড ও সংগীতশিল্পী মিলা। ইউরোপের পাঁচটি দেশে গান করে ফিরেছেন সানিয়া সুলতানা লিজা, আয়েশা মৌসুমী ও সাগর বাউল। এ ছাড়া চলতি মাসের শুরুতে সিঙ্গাপুর মাতিয়েছেন সংগীতশিল্পী কনা।
বর্ষাকালে এমনিতেই কমে যায় কনসার্ট নিয়ে শিল্পিদের ব্যস্ততা। তবে গত কয়েক বছর এই সময়ে দেখা গেছে ইনডোর কনসার্টের আধিক্য। কিন্তু এ বছর প্রেক্ষাপট যেন ভিন্ন। কনসার্টের সংখ্যা কমেছে উল্লেখযোগ্যভাবে। দেশে ব্যস্ততা কমায় বিদেশে কনসার্টের দিকে মনোযোগী হচ্ছেন শিল্পীরা। নগর বাউল জেমস, মাইলস, আর্ক, অর্থহীন, প্রীতম হাসানদের মতো শিল্পী ও ব্যান্ডের শিডিউল দেখলে সেটাই স্পষ্ট হয়।
গত বছর রাজনৈতিক অবস্থার পরিবর্তনের পর থেকে কনসার্টের সংখ্যা কমেছে। নিরাপত্তার কারণ দেখিয়ে একাধিক কনসার্ট স্থগিত হওয়ার ঘটনাও ঘটেছে। বর্ষার এই মৌসুমে কনসার্টের সংখ্যা কমেছে আরও। সাম্প্রতিক সময়ে যে কটি কনসার্ট দেখা যাচ্ছে, তার বেশির ভাগ সরকারি উদ্যোগে, নয়তো ব্যক্তিগত আয়োজনে। দেশে কনসার্টের সংখ্যা কমে যাওয়ার বিষয়টি নিয়ে চিন্তা প্রকাশ করেছেন বামবার সভাপতি হামিন আহমেদ। তিনি বলেন, ‘বাংলাদেশে এখন সংগীত নিয়ে যা হচ্ছে, তাতে খুব আশঙ্কার বিষয় রয়েছে। বিশ্ববিদ্যালয়ে শো হবে, কিন্তু কর্তৃপক্ষ তা চাইছে না। সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অ্যাশেজ ব্যান্ডের একটা শো হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হতে দিল না, সেখানে কাওয়ালি বা ওই ধরনের শো হলো। এমন পরিস্থিতি তো স্বাধীনতার পর বাংলাদেশে দেখিনি। সব ধরনের কার্যক্রম চলছে, শুধু মিউজিক নিয়ে খুবই কম শো হচ্ছে। এটা অনাকাঙ্ক্ষিত।’
দেশে কনসার্ট কমে যাওয়ায় শিল্পীরা তাই মনোযোগী হয়েছেন বিদেশের কনসার্ট নিয়ে। নগর বাউল জেমস এখন আছেন যুক্তরাষ্ট্র সফরে। লস অ্যাঞ্জেলেস, ডালাসসহ দেশটির বিভিন্ন শহরে ইতিমধ্যে গান শুনিয়েছেন তিনি। আগস্ট পর্যন্ত আরও বেশ কয়েকটি কনসার্টে অংশ নেবেন জেমস। আগামী ২ আগস্ট ভার্জিনিয়ায় অনুষ্ঠিত এক আয়োজনে গান গাওয়ার কথা রয়েছে তাঁর; যেখানে জেমসের সঙ্গে একই মঞ্চে গান পরিবেশন করবেন প্রতীক হাসান ও প্রীতম হাসান।
গত মে মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্র ও কানাডা সফরে গেছেন প্রীতম হাসান। ইতিমধ্যে দেশ দুটির ১০টি শহরে কনসার্ট করেছেন তিনি। হিউস্টন, অস্টিন, ওয়াশিংটনসহ আরও ১৬টি শহরে গান শোনাবেন তিনি। আগামী ১৩ সেপ্টেম্বর ফ্লোরিডার টাম্পা শহরে অনুষ্ঠিত হবে প্রীতমের এই সংগীত সফরের শেষ কনসার্ট।
আগামী মাসে অস্ট্রেলিয়ায় গান শোনাবেন কুমার বিশ্বজিৎ। ২৩ আগস্ট মেলবোর্নে, ৩০ আগস্ট সিডনিতে, ৩১ আগস্ট ব্রিসবেনে এবং ৬ সেপ্টেম্বর পার্থে গাইবেন তিনি। মেলবোর্নে কুমার বিশ্বজিতের সঙ্গে পারফর্ম করবেন আভাস ব্যান্ডের তানজির তুহিন।
আর্ক ব্যান্ড আগামী আগস্টের শেষ থেকে পুরো সেপ্টেম্বর মাস কানাডায় থাকবে। সেখানে মাসজুড়ে কনসার্ট করবে দলটি; যার মধ্যে মিক্সটেপ মিউজিক ফেস্টিভ্যাল-২০২৫ অনুষ্ঠিত হবে ১৩ সেপ্টেম্বর স্কারবরো, অন্টারিওতে। সেখানে আর্কের পাশাপাশি একই মঞ্চে থাকবে ব্যান্ড শিরোনামহীন। এ ছাড়া গত শনিবার রাতে ফেসবুক পেজে যুক্তরাষ্ট্র সফরের ঘোষণা দিয়েছে অর্থহীন ব্যান্ড।
সম্প্রতি যুক্তরাস্ট্র সফর শেষ করে দেশে ফিরেছে ব্যান্ড মাইলস। দেশটির ১০টি শহরে পারফর্ম করেছে তারা। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে যাবে দলটি। আগামী বছর এপ্রিলে তিন মাসের সফরে কানাডায় যাওয়ার কথা আছে তাদের। এরপর মাইলসের ইউএস ট্যুরের ৩০ বছর পূর্তি উদ্যাপন করার কথা আছে যুক্তরাষ্ট্রে। ১৯৯৬ সালে প্রথমবার যুক্তরাষ্ট্রে কনসার্ট করতে গিয়েছিল মাইলস।
সম্প্রতি কানাডায় কনসার্ট করে দেশে ফিরেছে অ্যাশেজ ব্যান্ড ও সংগীতশিল্পী মিলা। ইউরোপের পাঁচটি দেশে গান করে ফিরেছেন সানিয়া সুলতানা লিজা, আয়েশা মৌসুমী ও সাগর বাউল। এ ছাড়া চলতি মাসের শুরুতে সিঙ্গাপুর মাতিয়েছেন সংগীতশিল্পী কনা।
রবি কিষাণ বলেন, ‘সে আমার দুঃসময়ের সঙ্গী। যখন আমার কিছুই ছিল না, কোনো অর্থ সম্পদ ছিল না; তখনো সে আমার সঙ্গ ছাড়েনি। সকল উত্থান পতনে একমাত্র ভরসা হয়ে সে ছিল আমার পাশে। আজ আমার যত অর্জন, যত সাফল্য; সবই তার জন্য।’
১ ঘণ্টা আগেজাই উলফের আসল নাম সজীব সাহা। বাংলাদেশে জন্ম নেওয়া এই মার্কিন শিল্পী অনেক নামীদামি ফেস্টিভ্যালে তাঁর পারফরম্যান্স দিয়ে মুগ্ধ করেছেন শ্রোতাদের। এবার প্রথমবারের মতো বাংলাদেশে পারফর্ম করতে আসছেন জাই উলফ।
৪ ঘণ্টা আগেএক আফ্রিকান ব্রিটিশ যুবক লন্ডনের ইসকনের নিরামিষ রেস্তোরাঁয় প্রবেশ করেন। হঠাৎ ব্যাগ থেকে কেএফসির একটি বাক্স বের করেন। সেখানে দাঁড়িয়ে সবাইকে দেখিয়ে চিকেন ফ্রাই খেতে শুরু করেন।
৫ ঘণ্টা আগেকবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রক্তকরবী’ অবলম্বনে মঞ্চে মিউজিক্যাল পাপেট থিয়েটার নিয়ে আসছে টুগেদার উই ক্যান। নাম দেওয়া হয়েছে ‘আগুনি’। অংশ নিয়েছেন জুলাই আন্দোলনের প্রায় অর্ধশতাধিক যোদ্ধা। প্রযোজনাটির পরিকল্পনা ও পরিচালনা করেছেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। পৃষ্ঠপোষকতা করছে সংস্কৃতি মন্ত্রণালয়...
৮ ঘণ্টা আগে