বাংলাদেশ ও বেলজিয়ামের সাংস্কৃতিক অনুষঙ্গের মিশ্রণে আগামী দুই দিন ঢাকায় হতে যাচ্ছে ব্যতিক্রম আয়োজন। আজ মঙ্গলবার ২০ জুন সন্ধ্যা ৭টায় ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা এবং আগামীকাল বুধবার সন্ধ্যা ৭টায় ঢাকার ফ্রেঞ্চ ইন্টারন্যাশনাল স্কুলে (বারিধারা) অনুষ্ঠিত হবে এই আয়োজন।
আয়োজনটিকে বলা হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি মিউজিক ও থিয়েটার পরিবেশনা। এতে দুই দেশের হয়ে পারফর্ম করবেন রাহুল আনন্দ (বাংলাদেশ) ও ম্যাক্স ভেন্ডারভর্স্ট (বেলজিয়াম)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিবেশনার জন্য গত এক সপ্তাহ ধরে একসঙ্গে অনুশীলন করছেন রাহুল আনন্দ ও ম্যাক্স ভেন্ডারভর্স্ট। এই প্রকল্পে তাঁরা একটি ইউফোনিক সম্প্রীতি তৈরি করতে রিকশা ও বাইসাইকেলের বিভিন্ন অংশ ব্যবহার করবেন। এক ঘণ্টার পারফরম্যান্সে বাইসাইকেল নিয়ে মুগ্ধ একটি ছেলের নাট্যযাত্রার পাশাপাশি বাংলাদেশি ও বেলজিয়ামের শিল্পীদের মধ্যে সংগীতের লড়াই দেখানো হবে।
প্রকল্পটি বাংলাদেশে ইউ প্রতিনিধিদল এবং বাংলাদেশের ইউনিক ক্লাস্টারের (আলিয়ঁস ফ্রঁসেজ, গ্যাটে ইনস্টিটিউট, ব্রিটিশ কাউন্সিল, স্প্যানিশ দূতাবাস, নেদারল্যান্ডস দূতাবাস) অংশ। পৃষ্ঠপোষকতায় রয়েছে সুয়েজ ইন্টারন্যাশনাল ও আইএম এক্সপোর্ট লিমিটেড।
বলা দরকার, ম্যাক্স ভেন্ডারভর্স্ট একজন সুরকার ও বাদ্যযন্ত্রের উদ্ভাবক। ১৯৮৮ সাল থেকে তিনি বিভিন্ন ধরনের সামগ্রীকে উপকরণ হিসেবে ব্যবহারের চর্চা করে আসছেন। তার উদ্ভাবনগুলো নিয়ে বহু প্রদর্শনী হয়েছে।
অন্যদিকে রাহুল আনন্দ বাংলাদেশের সংগীতে উজ্জ্বল নাম। শ্রোতাপ্রিয় ব্যান্ড জলের গানের গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী তিনি। ব্যান্ডের হয়ে কিংবা এককভাবে বহু বাদ্যযন্ত্র উদ্ভাবন করেছেন তিনি।
বাংলাদেশ ও বেলজিয়ামের সাংস্কৃতিক অনুষঙ্গের মিশ্রণে আগামী দুই দিন ঢাকায় হতে যাচ্ছে ব্যতিক্রম আয়োজন। আজ মঙ্গলবার ২০ জুন সন্ধ্যা ৭টায় ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা এবং আগামীকাল বুধবার সন্ধ্যা ৭টায় ঢাকার ফ্রেঞ্চ ইন্টারন্যাশনাল স্কুলে (বারিধারা) অনুষ্ঠিত হবে এই আয়োজন।
আয়োজনটিকে বলা হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি মিউজিক ও থিয়েটার পরিবেশনা। এতে দুই দেশের হয়ে পারফর্ম করবেন রাহুল আনন্দ (বাংলাদেশ) ও ম্যাক্স ভেন্ডারভর্স্ট (বেলজিয়াম)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিবেশনার জন্য গত এক সপ্তাহ ধরে একসঙ্গে অনুশীলন করছেন রাহুল আনন্দ ও ম্যাক্স ভেন্ডারভর্স্ট। এই প্রকল্পে তাঁরা একটি ইউফোনিক সম্প্রীতি তৈরি করতে রিকশা ও বাইসাইকেলের বিভিন্ন অংশ ব্যবহার করবেন। এক ঘণ্টার পারফরম্যান্সে বাইসাইকেল নিয়ে মুগ্ধ একটি ছেলের নাট্যযাত্রার পাশাপাশি বাংলাদেশি ও বেলজিয়ামের শিল্পীদের মধ্যে সংগীতের লড়াই দেখানো হবে।
প্রকল্পটি বাংলাদেশে ইউ প্রতিনিধিদল এবং বাংলাদেশের ইউনিক ক্লাস্টারের (আলিয়ঁস ফ্রঁসেজ, গ্যাটে ইনস্টিটিউট, ব্রিটিশ কাউন্সিল, স্প্যানিশ দূতাবাস, নেদারল্যান্ডস দূতাবাস) অংশ। পৃষ্ঠপোষকতায় রয়েছে সুয়েজ ইন্টারন্যাশনাল ও আইএম এক্সপোর্ট লিমিটেড।
বলা দরকার, ম্যাক্স ভেন্ডারভর্স্ট একজন সুরকার ও বাদ্যযন্ত্রের উদ্ভাবক। ১৯৮৮ সাল থেকে তিনি বিভিন্ন ধরনের সামগ্রীকে উপকরণ হিসেবে ব্যবহারের চর্চা করে আসছেন। তার উদ্ভাবনগুলো নিয়ে বহু প্রদর্শনী হয়েছে।
অন্যদিকে রাহুল আনন্দ বাংলাদেশের সংগীতে উজ্জ্বল নাম। শ্রোতাপ্রিয় ব্যান্ড জলের গানের গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী তিনি। ব্যান্ডের হয়ে কিংবা এককভাবে বহু বাদ্যযন্ত্র উদ্ভাবন করেছেন তিনি।
স্কুলের শ্রেণিকক্ষে এখন থেকে আর কোনো ব্যাকবেঞ্চার থাকবে না। সব শিক্ষার্থী বসবে ফার্স্ট বেঞ্চে। কীভাবে? সে উপায় দেখিয়ে দিয়েছেন পরিচালক তাঁর স্থানার্থী শ্রীকুট্টনে। সিনেমাটি দেখে সে মডেল অনুসরণ করা হচ্ছে কেরালার বিভিন্ন স্কুলে।
৭ ঘণ্টা আগেদুই বছর আগে ‘যত কাণ্ড কলকাতাতেই’ সিনেমা দিয়ে কাজী নওশাবা আহমেদ নাম লেখান টালিউডে। ওই বছরই শেষ হয় অনিক দত্ত পরিচালিত সিনেমাটির শুটিং। কথা ছিল ২০২৪ সালের দুর্গাপূজার সময় মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। তবে সেটি আর হয়নি।
১৮ ঘণ্টা আগেবর্ষা উপলক্ষে সম্প্রতি প্রকাশিত হয়েছে ড. প্রিয়াঙ্কা গোপের গান ‘আজি নেমেছে আঁধার’। প্রিয়াঙ্কা গোপ অফিশিয়াল নামের ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানটি লিখেছেন মোহাম্মদ রাজিবুল হাসান, সুর করেছেন সোনালী রায়, সংগীতায়োজন করেছেন বিনোদ রায়।
১৮ ঘণ্টা আগেনিজের লেখা ও সুর করা ১০০ গানের সিরিজ নিয়ে আসছেন গীতিকার ও সুরকার তানভীর তারেক। এরই মধ্যে বেশ কিছু গানের কাজ শেষ করেছেন তিনি। সম্প্রতি তানভীর ঘোষণা দিয়েছেন সিরিজের প্রথম দুটি গান মুক্তির।
১৯ ঘণ্টা আগে