বিনোদন প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ ও বেলজিয়ামের সাংস্কৃতিক অনুষঙ্গের মিশ্রণে আগামী দুই দিন ঢাকায় হতে যাচ্ছে ব্যতিক্রম আয়োজন। আজ মঙ্গলবার ২০ জুন সন্ধ্যা ৭টায় ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা এবং আগামীকাল বুধবার সন্ধ্যা ৭টায় ঢাকার ফ্রেঞ্চ ইন্টারন্যাশনাল স্কুলে (বারিধারা) অনুষ্ঠিত হবে এই আয়োজন।
আয়োজনটিকে বলা হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি মিউজিক ও থিয়েটার পরিবেশনা। এতে দুই দেশের হয়ে পারফর্ম করবেন রাহুল আনন্দ (বাংলাদেশ) ও ম্যাক্স ভেন্ডারভর্স্ট (বেলজিয়াম)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিবেশনার জন্য গত এক সপ্তাহ ধরে একসঙ্গে অনুশীলন করছেন রাহুল আনন্দ ও ম্যাক্স ভেন্ডারভর্স্ট। এই প্রকল্পে তাঁরা একটি ইউফোনিক সম্প্রীতি তৈরি করতে রিকশা ও বাইসাইকেলের বিভিন্ন অংশ ব্যবহার করবেন। এক ঘণ্টার পারফরম্যান্সে বাইসাইকেল নিয়ে মুগ্ধ একটি ছেলের নাট্যযাত্রার পাশাপাশি বাংলাদেশি ও বেলজিয়ামের শিল্পীদের মধ্যে সংগীতের লড়াই দেখানো হবে।
প্রকল্পটি বাংলাদেশে ইউ প্রতিনিধিদল এবং বাংলাদেশের ইউনিক ক্লাস্টারের (আলিয়ঁস ফ্রঁসেজ, গ্যাটে ইনস্টিটিউট, ব্রিটিশ কাউন্সিল, স্প্যানিশ দূতাবাস, নেদারল্যান্ডস দূতাবাস) অংশ। পৃষ্ঠপোষকতায় রয়েছে সুয়েজ ইন্টারন্যাশনাল ও আইএম এক্সপোর্ট লিমিটেড।
বলা দরকার, ম্যাক্স ভেন্ডারভর্স্ট একজন সুরকার ও বাদ্যযন্ত্রের উদ্ভাবক। ১৯৮৮ সাল থেকে তিনি বিভিন্ন ধরনের সামগ্রীকে উপকরণ হিসেবে ব্যবহারের চর্চা করে আসছেন। তার উদ্ভাবনগুলো নিয়ে বহু প্রদর্শনী হয়েছে।
অন্যদিকে রাহুল আনন্দ বাংলাদেশের সংগীতে উজ্জ্বল নাম। শ্রোতাপ্রিয় ব্যান্ড জলের গানের গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী তিনি। ব্যান্ডের হয়ে কিংবা এককভাবে বহু বাদ্যযন্ত্র উদ্ভাবন করেছেন তিনি।
বাংলাদেশ ও বেলজিয়ামের সাংস্কৃতিক অনুষঙ্গের মিশ্রণে আগামী দুই দিন ঢাকায় হতে যাচ্ছে ব্যতিক্রম আয়োজন। আজ মঙ্গলবার ২০ জুন সন্ধ্যা ৭টায় ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা এবং আগামীকাল বুধবার সন্ধ্যা ৭টায় ঢাকার ফ্রেঞ্চ ইন্টারন্যাশনাল স্কুলে (বারিধারা) অনুষ্ঠিত হবে এই আয়োজন।
আয়োজনটিকে বলা হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি মিউজিক ও থিয়েটার পরিবেশনা। এতে দুই দেশের হয়ে পারফর্ম করবেন রাহুল আনন্দ (বাংলাদেশ) ও ম্যাক্স ভেন্ডারভর্স্ট (বেলজিয়াম)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিবেশনার জন্য গত এক সপ্তাহ ধরে একসঙ্গে অনুশীলন করছেন রাহুল আনন্দ ও ম্যাক্স ভেন্ডারভর্স্ট। এই প্রকল্পে তাঁরা একটি ইউফোনিক সম্প্রীতি তৈরি করতে রিকশা ও বাইসাইকেলের বিভিন্ন অংশ ব্যবহার করবেন। এক ঘণ্টার পারফরম্যান্সে বাইসাইকেল নিয়ে মুগ্ধ একটি ছেলের নাট্যযাত্রার পাশাপাশি বাংলাদেশি ও বেলজিয়ামের শিল্পীদের মধ্যে সংগীতের লড়াই দেখানো হবে।
প্রকল্পটি বাংলাদেশে ইউ প্রতিনিধিদল এবং বাংলাদেশের ইউনিক ক্লাস্টারের (আলিয়ঁস ফ্রঁসেজ, গ্যাটে ইনস্টিটিউট, ব্রিটিশ কাউন্সিল, স্প্যানিশ দূতাবাস, নেদারল্যান্ডস দূতাবাস) অংশ। পৃষ্ঠপোষকতায় রয়েছে সুয়েজ ইন্টারন্যাশনাল ও আইএম এক্সপোর্ট লিমিটেড।
বলা দরকার, ম্যাক্স ভেন্ডারভর্স্ট একজন সুরকার ও বাদ্যযন্ত্রের উদ্ভাবক। ১৯৮৮ সাল থেকে তিনি বিভিন্ন ধরনের সামগ্রীকে উপকরণ হিসেবে ব্যবহারের চর্চা করে আসছেন। তার উদ্ভাবনগুলো নিয়ে বহু প্রদর্শনী হয়েছে।
অন্যদিকে রাহুল আনন্দ বাংলাদেশের সংগীতে উজ্জ্বল নাম। শ্রোতাপ্রিয় ব্যান্ড জলের গানের গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী তিনি। ব্যান্ডের হয়ে কিংবা এককভাবে বহু বাদ্যযন্ত্র উদ্ভাবন করেছেন তিনি।
কনসার্টপ্রেমীদের জন্য গত কয়েক মাস ভালো যায়নি। নিরাপত্তার অজুহাত দেখিয়ে বেশ কটি কনসার্ট স্থগিত করা হয়েছে। তবে আজ কনসার্টপ্রেমীদের জন্য রয়েছে আনন্দের সংবাদ। কেননা আজ ঢাকার দুই ভেন্যুতে অনুষ্ঠিত হবে দু্ইটি কনসার্ট।
২৬ মিনিট আগেপর্দায় শাকিব খানের সঙ্গে দেখা যাবে পশ্চিমবঙ্গের অভিনেতা যিশু সেনগুপ্তকে। গুঞ্জনটা প্রায় এক বছরের। রায়হান রাফীর ‘তুফান’ সিনেমার শুটিং শুরুর পর এ নিয়ে প্রথম চর্চা শুরু হয়। শেষ পর্যন্ত তুফানে দেখা যায়নি যিশুকে। সেই রেশ কাটতে না-কাটতে গত বছরের শেষ দিকে আবার শুরু হয় একই গুঞ্জন। এবার খবর ছড়িয়ে পড়ে মেহেদী
৩২ মিনিট আগে২১ ফেব্রুয়ারি প্রতিষ্ঠার ২৯ বছরে পা রাখে নাট্যদল প্রাচ্যনাট। এ উপলক্ষে ফেব্রুয়ারি মাসব্যাপী নানা আয়োজন করে দলটি। আজ রাজধানীর শিল্পকলা একাডেমিতে বর্ষপূর্তির সমাপনী অনুষ্ঠান দিয়ে শেষ হচ্ছে মাসব্যাপী এই আয়োজন।
৩৭ মিনিট আগেবলিউড বাদশা শাহরুখ খানের যারা ভক্ত তাদের কাছে তাঁর বাড়ি ‘মান্নাত’ যেন এক তীর্থস্থান। জন্মদিন, সিনেমার মুক্তি, ঈদে মান্নাতের বারান্দায় শুধু ভক্তদের জন্য দেখা দেন কিং খান। বান্দ্রার এই বাড়িটির সামনে বিশেষ দিনগুলোতে নামে অগণিত মানুষের ঢল। কিন্তু এই এই হেরিটেজ ছেড়ে স্ত্রী গৌরী ও সন্তানদের নিয়ে ভাড়া...
১৯ ঘণ্টা আগে