বিনোদন প্রতিবেদক, ঢাকা
বর্ষা উপলক্ষে সম্প্রতি প্রকাশিত হয়েছে ড. প্রিয়াঙ্কা গোপের গান ‘আজি নেমেছে আঁধার’। প্রিয়াঙ্কা গোপ অফিশিয়াল নামের ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানটি লিখেছেন মোহাম্মদ রাজিবুল হাসান, সুর করেছেন সোনালী রায়, সংগীতায়োজন করেছেন বিনোদ রায়। গানটিতে নৃত্য পরিবেশন করেছেন উম্মে হুমায়রা উপন্যাস। মিউজিক ভিডিও নির্দেশনা দিয়েছেন ইফতেখার মুনিম।
গানটি প্রসঙ্গে প্রিয়াঙ্কা গোপ বলেন, ‘জনপ্রিয়তার আশায় এখন নানা ধরনের গান হচ্ছে। আমি মনে করি, এই সময়েও ক্ল্যাসিক্যাল, সেমি-ক্ল্যাসিক্যাল, রাগপ্রধান কিংবা ক্ল্যাসিক মেলোডি ঘরানার গান থাকা উচিত। পরে যদি এই নির্দিষ্ট সময় নিয়ে আলোচনা হয়, তখন যেন তা শূন্য হয়ে না দাঁড়ায়। সেই ভাবনা ও দায়িত্ববোধের জায়গা থেকে আজি নেমেছে আঁধার গানটি করা। আমি আগেও এ ধরনের গান করেছি। আমার ছোট্ট চ্যানেলের অদ্যাবধি বিগ বাজেটের একটি কাজ এটি। রাজিব ভাই গানটি এত সুন্দর লিখলেন, আর সোনালী দিদিও হৃদয়কাড়া সুর করলেন; তাতে বিনোদ দা, পল্লব দা, মামুন দিলেন জাদুর ছোঁয়া। মুনিম ভাই বানালেন দৃষ্টিনন্দন ভিডিও চিত্র। সেই ভিডিও নৃত্যভঙ্গিমায় মুখর করেছে উপন্যাস। ধন্যবাদ ও কৃতজ্ঞতা সবার প্রতি। দর্শক-শ্রোতাদের ভালো লাগলেই আমার আনন্দ।’
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ড. প্রিয়াঙ্কা গোপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক। বর্তমানে এই বিভাগের চেয়ারম্যান হিসেবে কর্তব্যরত। প্রিয়াঙ্কার বাবা বাসুদেব চন্দ্র গোপ, মা ভানু রানী গোপ। তাঁর দুই বোন সূচনা ও কুন্তলা। গানে প্রিয়াঙ্কার হাতেখড়ি বড় বোন সূচনা গোপের কাছে। পরে ওস্তাদ আনন্দ চক্রবর্ত্তীর কাছে তালিম নেন দীর্ঘদিন। আরও তালিম নিয়েছেন পণ্ডিত অসিত রায়, অরুণ ভাদুড়ী, ওয়াহিদুল হক, বিদুষী ঊর্মি দাশগুপ্তের কাছে। আইসিসিআর স্কলারশিপ নিয়ে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ক্ল্যাসিক্যাল ভোকাল বিষয়ে অনার্স এবং পরে মাস্টার্স সম্পন্ন করেন। ২০১৫ সালে সানী জুবায়েরের সুর ও সংগীতে ‘অনিল বাগচীর একদিন’ সিনেমায় গান গেয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন প্রিয়াঙ্কা।
বর্ষা উপলক্ষে সম্প্রতি প্রকাশিত হয়েছে ড. প্রিয়াঙ্কা গোপের গান ‘আজি নেমেছে আঁধার’। প্রিয়াঙ্কা গোপ অফিশিয়াল নামের ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানটি লিখেছেন মোহাম্মদ রাজিবুল হাসান, সুর করেছেন সোনালী রায়, সংগীতায়োজন করেছেন বিনোদ রায়। গানটিতে নৃত্য পরিবেশন করেছেন উম্মে হুমায়রা উপন্যাস। মিউজিক ভিডিও নির্দেশনা দিয়েছেন ইফতেখার মুনিম।
গানটি প্রসঙ্গে প্রিয়াঙ্কা গোপ বলেন, ‘জনপ্রিয়তার আশায় এখন নানা ধরনের গান হচ্ছে। আমি মনে করি, এই সময়েও ক্ল্যাসিক্যাল, সেমি-ক্ল্যাসিক্যাল, রাগপ্রধান কিংবা ক্ল্যাসিক মেলোডি ঘরানার গান থাকা উচিত। পরে যদি এই নির্দিষ্ট সময় নিয়ে আলোচনা হয়, তখন যেন তা শূন্য হয়ে না দাঁড়ায়। সেই ভাবনা ও দায়িত্ববোধের জায়গা থেকে আজি নেমেছে আঁধার গানটি করা। আমি আগেও এ ধরনের গান করেছি। আমার ছোট্ট চ্যানেলের অদ্যাবধি বিগ বাজেটের একটি কাজ এটি। রাজিব ভাই গানটি এত সুন্দর লিখলেন, আর সোনালী দিদিও হৃদয়কাড়া সুর করলেন; তাতে বিনোদ দা, পল্লব দা, মামুন দিলেন জাদুর ছোঁয়া। মুনিম ভাই বানালেন দৃষ্টিনন্দন ভিডিও চিত্র। সেই ভিডিও নৃত্যভঙ্গিমায় মুখর করেছে উপন্যাস। ধন্যবাদ ও কৃতজ্ঞতা সবার প্রতি। দর্শক-শ্রোতাদের ভালো লাগলেই আমার আনন্দ।’
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ড. প্রিয়াঙ্কা গোপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক। বর্তমানে এই বিভাগের চেয়ারম্যান হিসেবে কর্তব্যরত। প্রিয়াঙ্কার বাবা বাসুদেব চন্দ্র গোপ, মা ভানু রানী গোপ। তাঁর দুই বোন সূচনা ও কুন্তলা। গানে প্রিয়াঙ্কার হাতেখড়ি বড় বোন সূচনা গোপের কাছে। পরে ওস্তাদ আনন্দ চক্রবর্ত্তীর কাছে তালিম নেন দীর্ঘদিন। আরও তালিম নিয়েছেন পণ্ডিত অসিত রায়, অরুণ ভাদুড়ী, ওয়াহিদুল হক, বিদুষী ঊর্মি দাশগুপ্তের কাছে। আইসিসিআর স্কলারশিপ নিয়ে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ক্ল্যাসিক্যাল ভোকাল বিষয়ে অনার্স এবং পরে মাস্টার্স সম্পন্ন করেন। ২০১৫ সালে সানী জুবায়েরের সুর ও সংগীতে ‘অনিল বাগচীর একদিন’ সিনেমায় গান গেয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন প্রিয়াঙ্কা।
প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তির পর নির্মাতাদের লক্ষ্য থাকে ওটিটি। বিনোদনের এই মাধ্যমেও অনেক দর্শক অপেক্ষায় থাকেন নতুন সিনেমা দেখার জন্য। তাই আলোচনার রেশ থাকতেই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাগুলো ওটিটিতে দেওয়ার চেষ্টা করেন নির্মাতারা। গত রোজার ঈদের চার সিনেমা ওটিটিতে এসেছে কোরবানির ঈদে। এবার আরও আগে ঘর
২ মিনিট আগেমা-বাবার দেওয়া নাম ছিল দেলোয়ার হোসেন। চলচ্চিত্রে এসে হয়ে যান দিলদার। বদলে যাওয়া এই নামেই ঠাঁই করে নেন দর্শকের হৃদয়ে। চার দশকের কম সময়ে দিলদার দেখা দিয়েছেন ৫০০-র বেশি সিনেমায়। তিনি দেখিয়ে দিয়েছেন, কীভাবে রাজত্ব করতে হয়। কীভাবে কমেডিয়ানের গণ্ডি ডিঙিয়ে হয়ে উঠতে হয় একচ্ছত্র নায়ক। তাঁর মৃত্যুর পর বাংলা
৮ মিনিট আগেস্কুলের শ্রেণিকক্ষে এখন থেকে আর কোনো ব্যাকবেঞ্চার থাকবে না। সব শিক্ষার্থী বসবে ফার্স্ট বেঞ্চে। কীভাবে? সে উপায় দেখিয়ে দিয়েছেন পরিচালক তাঁর স্থানার্থী শ্রীকুট্টনে। সিনেমাটি দেখে সে মডেল অনুসরণ করা হচ্ছে কেরালার বিভিন্ন স্কুলে।
১১ ঘণ্টা আগেদুই বছর আগে ‘যত কাণ্ড কলকাতাতেই’ সিনেমা দিয়ে কাজী নওশাবা আহমেদ নাম লেখান টালিউডে। ওই বছরই শেষ হয় অনিক দত্ত পরিচালিত সিনেমাটির শুটিং। কথা ছিল ২০২৪ সালের দুর্গাপূজার সময় মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। তবে সেটি আর হয়নি।
১ দিন আগে