Ajker Patrika

দুর্গাপূজায় আসছে নওশাবার প্রথম টালিউড সিনেমা

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ জুলাই ২০২৫, ১৬: ১৫
কাজী নওশাবা আহমেদ। ছবি: সংগৃহীত
কাজী নওশাবা আহমেদ। ছবি: সংগৃহীত

দুই বছর আগে ‘যত কাণ্ড কলকাতাতেই’ সিনেমা দিয়ে কাজী নওশাবা আহমেদ নাম লেখান টালিউডে। ওই বছরই শেষ হয় অনিক দত্ত পরিচালিত সিনেমাটির শুটিং। কথা ছিল ২০২৪ সালের দুর্গাপূজার সময় মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। তবে সেটি আর হয়নি। অবশেষে এ বছর দুর্গাপূজায় আসছে সিনেমাটি। গতকাল মোশন পোস্টার প্রকাশ করে যত কাণ্ড কলকাতাতেই সিনেমার মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেয় প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেন্ডস কমিউনিকেশন।

জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ফেলুদার বুদ্ধিদীপ্ত ঘটনা আর ধাঁধার বিভিন্ন সূত্রকে কেন্দ্র করে যত কাণ্ড কলকাতাতেই সিনেমার চিত্রনাট্য সাজিয়েছেন নির্মাতা। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আবীর চট্টোপাধ্যায়। নওশাবাকে দেখা যাবে বাংলাদেশি এক মেয়ের চরিত্রে। যে নিজের শিকড়ের সন্ধানে কলকাতায় যায়।

সিনেমাটি নিয়ে নওশাবা বলেন, ‘আমার চরিত্রটা বাংলাদেশ থেকে যাওয়া একজন মেয়ের। সে তার শিকড় খুঁজতে যায়। গিয়ে এক ধাঁধায় জড়িয়ে পড়ে। আবীর চট্টোপাধ্যায় ও আমার চরিত্র দুটি ফেলুদাভক্ত। এ কারণেই তাদের এক হওয়া। জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ফেলুদার বুদ্ধিদীপ্ত ঘটনা আর ধাঁধার বিভিন্ন সূত্রকে কেন্দ্র করে সাজানো হয়েছে যত কাণ্ড কলকাতাতেই সিনেমার গল্প। তবে এটা কোনো গোয়েন্দা গল্প না। সিনেমার প্রতি মুহূর্তেই ফেলুদাকে মনে করা হয়েছে। প্রতি মুহূর্তেই সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানানো হয়েছে।’

এ সিনেমায় যুক্ত হওয়া প্রসঙ্গে নওশাবা বলেন, ‘এই কাজটার সঙ্গে যুক্ত হওয়া আমার কাছে ম্যাজিকের মতো। হুট করে অনিকদার টেক্সট পাই। এরপর অডিশন দেওয়ার পর সিনেমাটির সঙ্গে যুক্ত হই। ২০২৩ সালের সেপ্টেম্বরে শুটিং শুরু করি। এখন সেই কাজটি রিলিজ পাচ্ছে। দুর্গাপূজার মতো উৎসবে সিনেমাটি মুক্তি পাচ্ছে বলে আমি ভীষণ আনন্দিত। আরও একটা কারণে আমি খুব খুশি। কারণ, আমার বাবা বেঁচে থাকতে স্বপ্ন দেখতেন আমি অনেক ভালো ভালো কাজ করব। তিনি ফেলুদারও ভীষণ ভক্ত ছিলেন। যত কাণ্ড কলকাতাতেই সিনেমার অনেকটা জুড়ে আছে ফেলুদা। আমার বাবা যেখানেই থাকুক আমার দৃঢ় বিশ্বাস তিনি অনেক খুশি হবেন। আমার পরিবারের সবাই অনেক খুশি হবে, কারণ অনেক দিন পর আমার একটা ভালো কাজ আসছে।’

সব ঠিক থাকলে দুর্গাপূজার সময় যত কাণ্ড কলকাতােতই সিনেমার মুক্তির সময় কলকাতায় যাওয়ার ইচ্ছা আছে বলে জানান নওশাবা। এদিকে চলতি মাসের শুরুতে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ‘কানাগলি’ ওয়েব সিরিজে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা গেছে নওশাবাকে। সিরিজটি বানিয়েছেন আহমেদ জিহাদ। এতে আরও অভিনয় করেছেন শ্যামল মাওলা, আইশা খান, আবু হুরায়রা তানভীর, লুৎফর রহমান জর্জ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাইলট ইচ্ছা করে বিধ্বস্ত করান এয়ার ইন্ডিয়ার সেই ড্রিমলাইনার: বিশেষজ্ঞ

তবে কি ধরে নেব, মবের পেছনে সরকারের প্রচ্ছন্ন প্রশ্রয় আছে: তারেক রহমান

৫ কোটি টাকা চাঁদা দাবি: পদ্মা সেতুর টোল প্লাজা অবরোধ বৈষম্যবিরোধীদের

ইসরায়েল রাষ্ট্রের পতনের ‘ভবিষ্যদ্বাণী’ করেছিলেন আইনস্টাইন

মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড: ‘আমি জড়িত না, ফাঁইসা গেছি’— অস্ত্রসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা রবিনের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত