Ajker Patrika

১০০ গানের সিরিজ নিয়ে আসছেন তানভীর তারেক

বিনোদন প্রতিবেদক, ঢাকা
মিউজিক ভিডিওতে তানভীর তারেক ও নাবিলা। ছবি: সংগৃহীত
মিউজিক ভিডিওতে তানভীর তারেক ও নাবিলা। ছবি: সংগৃহীত

নিজের লেখা ও সুর করা ১০০ গানের সিরিজ নিয়ে আসছেন গীতিকার ও সুরকার তানভীর তারেক। এরই মধ্যে বেশ কিছু গানের কাজ শেষ করেছেন তিনি। সম্প্রতি তানভীর ঘোষণা দিয়েছেন সিরিজের প্রথম দুটি গান মুক্তির। প্রথম গানটি তৈরি হয়েছে অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেনের লেখা ও তানভীর তারেকের সুর-সংগীতে। দ্বিতীয় গানটি লিখেছেন তানভীর তারেক নিজে। মিউজিক ভিডিও দুটি পরিচালনা করেছেন রাজ হামিদ ও টিম আসিফ আকবর। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলেস ও ডেথ ভ্যালিতে মিউজিক ভিডিও দুটির শুটিং হয়েছে।

১০০ গানের সিরিজ প্রকাশ নিয়ে তানভীর তারেক বলেন, ‘গত কয়েক মাস একটানা বেশ কিছু মিউজিক ট্র্যাক তৈরি করেছি। পরিকল্পনা করেছি আমার মৌলিক ১০০টি গানের সিরিজ প্রকাশ করার। সেই প্রজেক্টেই এই গানগুলো মুক্তি পাচ্ছে। অভিনেতা ও নির্দেশক আফজাল হোসেনের একটি কবিতাকে সুরারোপ দিয়ে গান বেঁধেছি। তাঁকে ডেমো ট্র্যাক পাঠিয়েছি। তিনি পছন্দ করেছেন। গানটিতে মডেল হয়েছেন নাবিলা। তিনি পেশায় একজন আইটি ইঞ্জিনিয়ার। ক্যালিফোর্নিয়াতে এআই নিয়ে কাজ করেন। মিউজিক ভিডিও দুটি তৈরি হচ্ছে রাজ হামিদের বায়োস্কোপ ও হলিউড নির্মাতা আসিফ আকবরের প্রতিষ্ঠান টিএফপির ব্যানারে।’

তানভীর তারেক এখন আছেন নিউইয়র্কে। মূলত সেখানেই তৈরি করছেন নিজের গানের ভিডিও। তানভীর বলেন, ‘বিদেশের মাটিতে পেশাদার ক্যামেরাপারসন ও টিম নিয়ে কাজ করাটা খুবই খরচসাপেক্ষ। সে ক্ষেত্রে আমি ভাগ্যবান কিছু প্রফেশনাল টিমের সাপোর্ট পেয়েছি, যারা বিশ্বমানের কাজ করে। রাজ হামিদের বায়োস্কোপ প্রোডাকশন বাংলা সিনেমা নিয়ে সারা বিশ্বে ডিস্ট্রিবিউশনের কাজ করছে। অন্যদিকে আসিফ আকবর হলিউডের পরিচালক। আশা করছি, তাঁদের সহযোগিতায় তৈরি গানগুলো শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।’

তানভীর তারেক জানিয়েছেন, শিগগির প্রথম গান দুটি সাউন্ড অব তানভীর নামের মিউজিক চ্যানেলের পাশাপাশি স্পটিফাই, অ‍্যাপল মিউজিকসহ বেশ কিছু প্ল্যাটফর্মে মুক্তি পাবে। এরপর একে একে প্রকাশিত হবে বাকি গানগুলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাইলট ইচ্ছা করে বিধ্বস্ত করান এয়ার ইন্ডিয়ার সেই ড্রিমলাইনার: বিশেষজ্ঞ

৫ কোটি টাকা চাঁদা দাবি: পদ্মা সেতুর টোল প্লাজা অবরোধ বৈষম্যবিরোধীদের

তবে কি ধরে নেব, মবের পেছনে সরকারের প্রচ্ছন্ন প্রশ্রয় আছে: তারেক রহমান

ইসরায়েল রাষ্ট্রের পতনের ‘ভবিষ্যদ্বাণী’ করেছিলেন আইনস্টাইন

মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড: ‘আমি জড়িত না, ফাঁইসা গেছি’— অস্ত্রসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা রবিনের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত