জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক তৈরি হচ্ছে। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটির পরিচালক বলিউডের শ্যাম বেনেগাল। এরইমধ্যে শুটিং শেষ। চলছে সম্পাদনা পর্যায়ের কাজ। আজ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে এফডিসিতে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হলো সিনেমার দুটি পোস্টার, একটি বাংলা ও অন্যটি ইংরেজিতে। পোস্টারে রাখা হয়েছে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের আবহ।
এতদিন ধরে বলা হচ্ছিল, জাতির পিতার জীবনীভিত্তিক সিনেমাটির নাম ‘বঙ্গবন্ধু’। তবে প্রথম পোস্টার প্রকাশের পর দেখা গেল ভিন্ন নাম— ‘মুজিব, একটি জাতির রূপকার’। নামবদলের বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) পরিচালক ঈশান আলী রাজা বাঙালি বলেন, ‘সিনেমার নাম চূড়ান্ত হয়েছে ‘‘মুজিব- একটি জাতির রূপকার’’। নামটি অনুমোদন দিয়েছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে সিনেমার নাম ‘‘বঙ্গবন্ধু’’ বলা হলেও সেটি চূড়ান্ত নাম ছিল না। সেটাকে ওয়ার্কিং টাইটেল বলা যেতে পারে।’
জানা গেছে, বাংলার পাশাপাশি ইংরেজি ভাষায়ও মুক্তি দেওয়া হবে সিনেমাটি। ইংরেজিতে নাম ঠিক করা হয়েছে ‘মুজিব- দ্য মেকিং অব আ নেশন’। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় বড় আয়োজনের সিনেমাটি এ বছরই মুক্তি পাওয়ার কথা।
এ সিনেমায় বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ। তিনি বলেন, ‘জাতির জনকের বায়োপিকে অভিনয় করতে পেরে আমি সম্মানিত। সিনেমাটি এ বছর মার্চে মুক্তির কথা ছিল। কিন্তু এতে প্রচুর ভিএফএক্সের কাজ করতে হচ্ছে। তাই সময় লাগছে। পরিচালক রাতদিন এক করে পোস্ট প্রোডাকশনের কাজ করছেন। মুক্তির তারিখটি শিগগিরই জানাবেন তিনি।’
২০২০ সালের জানুয়ারিতে মুম্বাইয়ে শুরু হয়েছিল ‘মুজিব- দ্য মেকিং অব আ নেশন’ সিনেমার শুটিং। পরে ঢাকার বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণ করা হয়।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক তৈরি হচ্ছে। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটির পরিচালক বলিউডের শ্যাম বেনেগাল। এরইমধ্যে শুটিং শেষ। চলছে সম্পাদনা পর্যায়ের কাজ। আজ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে এফডিসিতে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হলো সিনেমার দুটি পোস্টার, একটি বাংলা ও অন্যটি ইংরেজিতে। পোস্টারে রাখা হয়েছে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের আবহ।
এতদিন ধরে বলা হচ্ছিল, জাতির পিতার জীবনীভিত্তিক সিনেমাটির নাম ‘বঙ্গবন্ধু’। তবে প্রথম পোস্টার প্রকাশের পর দেখা গেল ভিন্ন নাম— ‘মুজিব, একটি জাতির রূপকার’। নামবদলের বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) পরিচালক ঈশান আলী রাজা বাঙালি বলেন, ‘সিনেমার নাম চূড়ান্ত হয়েছে ‘‘মুজিব- একটি জাতির রূপকার’’। নামটি অনুমোদন দিয়েছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে সিনেমার নাম ‘‘বঙ্গবন্ধু’’ বলা হলেও সেটি চূড়ান্ত নাম ছিল না। সেটাকে ওয়ার্কিং টাইটেল বলা যেতে পারে।’
জানা গেছে, বাংলার পাশাপাশি ইংরেজি ভাষায়ও মুক্তি দেওয়া হবে সিনেমাটি। ইংরেজিতে নাম ঠিক করা হয়েছে ‘মুজিব- দ্য মেকিং অব আ নেশন’। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় বড় আয়োজনের সিনেমাটি এ বছরই মুক্তি পাওয়ার কথা।
এ সিনেমায় বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ। তিনি বলেন, ‘জাতির জনকের বায়োপিকে অভিনয় করতে পেরে আমি সম্মানিত। সিনেমাটি এ বছর মার্চে মুক্তির কথা ছিল। কিন্তু এতে প্রচুর ভিএফএক্সের কাজ করতে হচ্ছে। তাই সময় লাগছে। পরিচালক রাতদিন এক করে পোস্ট প্রোডাকশনের কাজ করছেন। মুক্তির তারিখটি শিগগিরই জানাবেন তিনি।’
২০২০ সালের জানুয়ারিতে মুম্বাইয়ে শুরু হয়েছিল ‘মুজিব- দ্য মেকিং অব আ নেশন’ সিনেমার শুটিং। পরে ঢাকার বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণ করা হয়।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় শোকে কাতর পুরো দেশ। এমন মর্মান্তিক ঘটনায় ব্যথিত হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা সিমলাও। আজ বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় মহাখালীর রাওয়া কনভেনশন হলে গণমাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়েন এই অভিনেত্রী।
১ ঘণ্টা আগেআজ বুধবার সন্ধ্যায় ফেসবুকে নুসরাত ফারিয়া লেখেন, ‘ডিপ্রেশন আর ট্রমা কল্পনার কিছু না, এগুলো বাস্তব, নিঃশব্দ, কিন্তু ভেতর থেকে ধ্বংস করে দেয়। অনেক সময় এসব শুরু হয় ছোটবেলায়, আর একটিমাত্র ঘটনা বদলে দিতে পারে গোটা জীবন।
৩ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ব্যান্ড তারকা নগর বাউল জেমস। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় জেমসের একটি কনসার্টের আয়ের অংশবিশেষ দেওয়া হবে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের।
৮ ঘণ্টা আগেসীমা বিশ্বাসের চরিত্রের সাজপোশাক দেখে অনুমান করা যাচ্ছে, সিনেমায় তাঁকে শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে। তাঁর অভিব্যক্তি, পরনের ঢাকাই জামদানি শাড়ি এবং মাথায় ঘোমটা দেওয়ার ধরনে তেমনটাই ধারনা করা হচ্ছে।
৮ ঘণ্টা আগে