বিনোদন প্রতিবেদক
ঢাকা: করোনা পরিস্থিতিতে ওটিটি প্ল্যাটফর্মগুলো যেন আশার আলো হয়ে জ্বলছে। ঈদে মুক্তি পেতে যাচ্ছে বেশকিছু ওয়েব ফিল্ম ও সিরিজ। দেশের পাঁচটি ওটিটি প্ল্যাটফর্মে মোট ১১টি কনটেন্ট প্রকাশ পাবে ঈদুল ফিতরে।
সিনেম্যাটিক এ আসবে গোলাম সোহরাব দোদুলের ‘ডার্ক রুম’ ও সানি সানোয়ারের ‘বিলাপ’। প্যারাসাইকোলজিক্যাল থ্রিলার ‘ডার্ক রুম’ এ অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, তারিন ও বাঁধন। এবার ঈদে সবচেয়ে বেশি কনটেন্ট দেখাবে বঙ্গবিডি। সাহিত্যনির্ভর কনটেন্ট নির্মাণ করেছে তারা। এই কর্মযজ্ঞের নাম দিয়েছে ‘বঙ্গ বব’ বা ‘বঙ্গ বেডজ অব বুকস’। থাকছে ‘শহরে টুকরো রোদ’, ‘মরণোত্তম’, ‘চরের মাস্টার’, ‘আলিবাবা ও চালিচার’, ‘পাসওয়ার্ড, ‘হাকুল্লা’ ও ‘লাবনী’। এই সাতটি কনটেন্ট আগে টিভিতে প্রিমিয়ার হবে। তারপরই দর্শকরা এগুলো দেখতে পাবেন ওয়েব প্ল্যাটফর্মে।
এদিকে বিঞ্জ নিয়ে আসবে ক্রাইম থ্রিলার ‘বরফ কলের গল্প’। সিরিজটি পরিচালনা করেছেন শহিদ উন নবী। মূল চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন। সম্প্রতি প্রকাশ পেয়েছে এর ট্রেলার।
দেখুন ‘বরফ কলের গল্প’ ওয়েব সিরিজের ট্রেলার:
ইরোস নাও প্ল্যাটফর্মে প্রকাশ পাবে ‘সিক্স’ নামের একটি ওয়েব সিরিজ। এই সিরিজের মাধ্যমে প্রথমবারের মতো ওয়েব কনটেন্টে মুখ দেখাচ্ছেন সাদিয়া ইসলাম মৌ। ছয় পর্বের এ সিরিজে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, ইফতেখার আহমেদ ফাহমি, অপর্ণা ঘোষ ও ইয়াশ রোহান। ‘সিক্স’ নির্মাণ করেছেন তানিম পারভেজ।
এছাড়া রায়হান রাফি পরিচালিত ‘দ্য ডার্ক সাইড অব ঢাকা’ ওয়েব সিনেমাটি প্রকাশ পাবে আই থিয়েটারে। ঈদের সপ্তম বা অষ্টম দিন দেখা যাবে এটি। একই প্ল্যাটফর্মে দেখা যাবে অনন্য মামুন পরিচালিত ‘কসাই’। মাত্র ২০ টাকায় সাবস্ক্রিপশন করে দেখা যাবে ছবিটি।
লাইভ টেকনোলজিস দেখাবে পারিবারিক গল্পের টেলিফিল্ম ‘যদি আমি না থাকি’। বানিয়েছেন আশিকুর রহমান। অভিনয় করেছেন তারিক আনাম খান, মুনিরা মিঠু, ইরফান সাজ্জাদ, অপর্ণা ঘোষ ও সমু চৌধুরী। ঈদের অ্যাকশন আর ভায়োলেন্স নির্ভর কনটেন্টের ভিড়ে ‘যদি আমি না থাকি’ একমাত্র ফ্যামিলি ড্রামা।
দেখুন ‘যদি আমি না থাকি’ টেলিফিল্মের ট্রেলার:
ঢাকা: করোনা পরিস্থিতিতে ওটিটি প্ল্যাটফর্মগুলো যেন আশার আলো হয়ে জ্বলছে। ঈদে মুক্তি পেতে যাচ্ছে বেশকিছু ওয়েব ফিল্ম ও সিরিজ। দেশের পাঁচটি ওটিটি প্ল্যাটফর্মে মোট ১১টি কনটেন্ট প্রকাশ পাবে ঈদুল ফিতরে।
সিনেম্যাটিক এ আসবে গোলাম সোহরাব দোদুলের ‘ডার্ক রুম’ ও সানি সানোয়ারের ‘বিলাপ’। প্যারাসাইকোলজিক্যাল থ্রিলার ‘ডার্ক রুম’ এ অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, তারিন ও বাঁধন। এবার ঈদে সবচেয়ে বেশি কনটেন্ট দেখাবে বঙ্গবিডি। সাহিত্যনির্ভর কনটেন্ট নির্মাণ করেছে তারা। এই কর্মযজ্ঞের নাম দিয়েছে ‘বঙ্গ বব’ বা ‘বঙ্গ বেডজ অব বুকস’। থাকছে ‘শহরে টুকরো রোদ’, ‘মরণোত্তম’, ‘চরের মাস্টার’, ‘আলিবাবা ও চালিচার’, ‘পাসওয়ার্ড, ‘হাকুল্লা’ ও ‘লাবনী’। এই সাতটি কনটেন্ট আগে টিভিতে প্রিমিয়ার হবে। তারপরই দর্শকরা এগুলো দেখতে পাবেন ওয়েব প্ল্যাটফর্মে।
এদিকে বিঞ্জ নিয়ে আসবে ক্রাইম থ্রিলার ‘বরফ কলের গল্প’। সিরিজটি পরিচালনা করেছেন শহিদ উন নবী। মূল চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন। সম্প্রতি প্রকাশ পেয়েছে এর ট্রেলার।
দেখুন ‘বরফ কলের গল্প’ ওয়েব সিরিজের ট্রেলার:
ইরোস নাও প্ল্যাটফর্মে প্রকাশ পাবে ‘সিক্স’ নামের একটি ওয়েব সিরিজ। এই সিরিজের মাধ্যমে প্রথমবারের মতো ওয়েব কনটেন্টে মুখ দেখাচ্ছেন সাদিয়া ইসলাম মৌ। ছয় পর্বের এ সিরিজে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, ইফতেখার আহমেদ ফাহমি, অপর্ণা ঘোষ ও ইয়াশ রোহান। ‘সিক্স’ নির্মাণ করেছেন তানিম পারভেজ।
এছাড়া রায়হান রাফি পরিচালিত ‘দ্য ডার্ক সাইড অব ঢাকা’ ওয়েব সিনেমাটি প্রকাশ পাবে আই থিয়েটারে। ঈদের সপ্তম বা অষ্টম দিন দেখা যাবে এটি। একই প্ল্যাটফর্মে দেখা যাবে অনন্য মামুন পরিচালিত ‘কসাই’। মাত্র ২০ টাকায় সাবস্ক্রিপশন করে দেখা যাবে ছবিটি।
লাইভ টেকনোলজিস দেখাবে পারিবারিক গল্পের টেলিফিল্ম ‘যদি আমি না থাকি’। বানিয়েছেন আশিকুর রহমান। অভিনয় করেছেন তারিক আনাম খান, মুনিরা মিঠু, ইরফান সাজ্জাদ, অপর্ণা ঘোষ ও সমু চৌধুরী। ঈদের অ্যাকশন আর ভায়োলেন্স নির্ভর কনটেন্টের ভিড়ে ‘যদি আমি না থাকি’ একমাত্র ফ্যামিলি ড্রামা।
দেখুন ‘যদি আমি না থাকি’ টেলিফিল্মের ট্রেলার:
দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের গুরুত্বপূর্ণ আয়োজন এশিয়ান প্রজেক্ট মার্কেট। বিভিন্ন দেশের নামীদামি প্রযোজক, সহপ্রযোজক ও পরিবেশকদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দেয় এই বাজার। মেলে আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতা।
৫ ঘণ্টা আগেকোনো তারকা নেই। নায়ক-নায়িকা একেবারেই নতুন মুখ। তবু ইতিহাস গড়ল ‘সাইয়ারা’। মুক্তির আগেই সাড়ে ১২ কোটি রুপির টিকিট বিক্রি হয়েছিল। ১৮ জুলাই মুক্তি পাওয়ার পর একের পর এক রেকর্ড ভেঙে দিচ্ছে মোহিত সুরি পরিচালিত সিনেমাটি।
৫ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে বিমানবাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। নিহত ও আহত ব্যক্তিদের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন শোবিজ তারকারা। একই সঙ্গে তাঁরা আহত ব্যক্তিদের চিকিৎসার্থে এগিয়ে আসার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন।
১৮ ঘণ্টা আগেরবি কিষাণ বলেন, ‘সে আমার দুঃসময়ের সঙ্গী। যখন আমার কিছুই ছিল না, কোনো অর্থ সম্পদ ছিল না; তখনো সে আমার সঙ্গ ছাড়েনি। সকল উত্থান পতনে একমাত্র ভরসা হয়ে সে ছিল আমার পাশে। আজ আমার যত অর্জন, যত সাফল্য; সবই তার জন্য।’
১ দিন আগে