রোজার ঈদে ৮টি সিনেমার হাড্ডাহাড্ডি লড়াই দেখেছেন দর্শক। ২০০৯ সালের পর এবারই কোনো এক ঈদে এত সিনেমা মুক্তি পেয়েছে। কোরবানির ঈদেও একই লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে শাকিব খানের ‘প্রিয়তমা’, আফরান নিশোর ‘সুড়ঙ্গ’সহ বেশ কয়েকটি সিনেমা মুক্তির কথা বলা হচ্ছে। এবার এ তালিকায় যুক্ত হলো মাহফুজ আহমেদ ও শবনম বুবলী অভিনীত ‘প্রহেলিকা’ সিনেমাটি।
বুধবার রাতে প্রহেলিকার ফার্স্টলুক প্রকাশ করা হয়। এতে উল্টো হয়ে থাকা মাহফুজ আহমেদকে পাওয়া গেছে ভয়ংকর রূপে।
পোস্টারেই কোরবানির ঈদে মুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়। এ বিষয়ে নির্মাতা চয়নিকা চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘প্রহেলিকা ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে, বিষয়টি চূড়ান্ত। দর্শক এখন সিনেমা দেখতে হলে ফিরতে শুরু করেছেন। বিশেষ করে ঈদের সময় হলগুলোতে দর্শকের বেশ আগ্রহ দেখা যায়। তাই চিন্তাভাবনা করেই মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে।’
গত রোজার ঈদে দেখা গেছে, সিনেমার সংখ্যা বেশি হওয়ার কারণে পর্যাপ্ত হল পায়নি সিনেমাগুলো। এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলে চয়নিকা চৌধুরী বলেন, ‘এ বিষয়গুলো আমাদের মার্কেটিং টিম দেখছে। আমার কাজ হলো সিনেমাটি ভালোভাবে নির্মাণ করা। আমি আমার কাজটুকু মন দিয়ে করার চেষ্টা করেছি। আমার বিশ্বাস, মার্কেটিং বিভাগে যাঁরা আছেন, তাঁরাও তাঁদের কাজে শতভাগ দিচ্ছেন। আগেই বলেছি, সিনেমাটি মুক্তির তারিখ আমরা সবাই মিলে নির্ধারণ করেছি।’
সিনেমাটি নিয়ে নিজের প্রত্যাশা জানিয়ে এ নির্মাতা বলেন, ‘ইউনিটের সবাই সততার সঙ্গে নিজেদের শতভাগ দিয়ে একটা ভালো সিনেমা নির্মাণের চেষ্টা করেছি। কারণ, দর্শক এখন ভালো গল্পের সিনেমা দেখতে চান। প্রহেলিকা শব্দের অর্থ রহস্য। পোস্টারেও এর আঁচ পাওয়া গেছে। সে রহস্য জানার জন্য হলে আসতে হবে। দর্শকদের বলব, আপনারা হলে সিনেমা দেখুন। শুধু প্রহেলিকা নয়, সব সিনেমা দেখার আহ্বান রইল। আমি নিজেও পুরো প্রহেলিকা টিম নিয়ে “প্রিয়তমা”, “অন্তর্জাল” ও “সুড়ঙ্গ” দেখব।’
প্রকাশিত পোস্টার নিয়ে মাহফুজ আহমেদ বলেন, ‘কদিন আগে প্রকাশিত সিনেমার “মেঘের নৌকা” গানটি দেখার পর অনেকেই মনে করতে পারেন এটি হয়তো রোমান্টিক সিনেমা। কিন্তু পোস্টারটি সেই ধারণা বদলে দেবে। আসলে সিনেমার গল্পে এমন অনেক রহস্যই রয়েছে, যা কেবল হলে গিয়ে দেখার পর বুঝতে পারবেন দর্শক। আমার বিশ্বাস দর্শকরা সিনেমা দেখে হতাশ হবেন না।’
সিনেমা নিয়ে বুবলী কোনো ধরনের মন্তব্য করেননি। তবে সোশ্যাল মিডিয়ায় সিনেমার পোস্টার শেয়ার করেছেন তিনি। এ ছাড়া, সিনেমার প্রচারে প্রহেলিকা টিমের সঙ্গে থাকবেন বুবলী।
জানা গেছে, পর্যায়ক্রমে প্রকাশ করা হবে সিনেমার বাকি চরিত্রগুলোর লুক। সিনেমার শেষ কিছু পোস্ট প্রোডাকশনের কাজ করতে এ সপ্তাহেই ভারতে যাবেন চয়নিকা। সব কাজ শেষ করে দ্রুতই সেন্সর বোর্ডে সিনেমাটি জমা দিতে চান নির্মাতা।
পান্থ শাহরিয়ারের কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যে সিনেমাটি প্রযোজনা করেছেন জামাল হোসেন। এ সিনেমার মধ্য দিয়ে দীর্ঘ আট বছর পর বড় পর্দায় দেখা মিলবে মাহফুজ আহমেদের। মাহফুজ-বুবলী ছাড়াও এতে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, রহমত উল্লাহ, সাবিহা জামানসহ অনেকে।
রোজার ঈদে ৮টি সিনেমার হাড্ডাহাড্ডি লড়াই দেখেছেন দর্শক। ২০০৯ সালের পর এবারই কোনো এক ঈদে এত সিনেমা মুক্তি পেয়েছে। কোরবানির ঈদেও একই লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে শাকিব খানের ‘প্রিয়তমা’, আফরান নিশোর ‘সুড়ঙ্গ’সহ বেশ কয়েকটি সিনেমা মুক্তির কথা বলা হচ্ছে। এবার এ তালিকায় যুক্ত হলো মাহফুজ আহমেদ ও শবনম বুবলী অভিনীত ‘প্রহেলিকা’ সিনেমাটি।
বুধবার রাতে প্রহেলিকার ফার্স্টলুক প্রকাশ করা হয়। এতে উল্টো হয়ে থাকা মাহফুজ আহমেদকে পাওয়া গেছে ভয়ংকর রূপে।
পোস্টারেই কোরবানির ঈদে মুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়। এ বিষয়ে নির্মাতা চয়নিকা চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘প্রহেলিকা ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে, বিষয়টি চূড়ান্ত। দর্শক এখন সিনেমা দেখতে হলে ফিরতে শুরু করেছেন। বিশেষ করে ঈদের সময় হলগুলোতে দর্শকের বেশ আগ্রহ দেখা যায়। তাই চিন্তাভাবনা করেই মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে।’
গত রোজার ঈদে দেখা গেছে, সিনেমার সংখ্যা বেশি হওয়ার কারণে পর্যাপ্ত হল পায়নি সিনেমাগুলো। এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলে চয়নিকা চৌধুরী বলেন, ‘এ বিষয়গুলো আমাদের মার্কেটিং টিম দেখছে। আমার কাজ হলো সিনেমাটি ভালোভাবে নির্মাণ করা। আমি আমার কাজটুকু মন দিয়ে করার চেষ্টা করেছি। আমার বিশ্বাস, মার্কেটিং বিভাগে যাঁরা আছেন, তাঁরাও তাঁদের কাজে শতভাগ দিচ্ছেন। আগেই বলেছি, সিনেমাটি মুক্তির তারিখ আমরা সবাই মিলে নির্ধারণ করেছি।’
সিনেমাটি নিয়ে নিজের প্রত্যাশা জানিয়ে এ নির্মাতা বলেন, ‘ইউনিটের সবাই সততার সঙ্গে নিজেদের শতভাগ দিয়ে একটা ভালো সিনেমা নির্মাণের চেষ্টা করেছি। কারণ, দর্শক এখন ভালো গল্পের সিনেমা দেখতে চান। প্রহেলিকা শব্দের অর্থ রহস্য। পোস্টারেও এর আঁচ পাওয়া গেছে। সে রহস্য জানার জন্য হলে আসতে হবে। দর্শকদের বলব, আপনারা হলে সিনেমা দেখুন। শুধু প্রহেলিকা নয়, সব সিনেমা দেখার আহ্বান রইল। আমি নিজেও পুরো প্রহেলিকা টিম নিয়ে “প্রিয়তমা”, “অন্তর্জাল” ও “সুড়ঙ্গ” দেখব।’
প্রকাশিত পোস্টার নিয়ে মাহফুজ আহমেদ বলেন, ‘কদিন আগে প্রকাশিত সিনেমার “মেঘের নৌকা” গানটি দেখার পর অনেকেই মনে করতে পারেন এটি হয়তো রোমান্টিক সিনেমা। কিন্তু পোস্টারটি সেই ধারণা বদলে দেবে। আসলে সিনেমার গল্পে এমন অনেক রহস্যই রয়েছে, যা কেবল হলে গিয়ে দেখার পর বুঝতে পারবেন দর্শক। আমার বিশ্বাস দর্শকরা সিনেমা দেখে হতাশ হবেন না।’
সিনেমা নিয়ে বুবলী কোনো ধরনের মন্তব্য করেননি। তবে সোশ্যাল মিডিয়ায় সিনেমার পোস্টার শেয়ার করেছেন তিনি। এ ছাড়া, সিনেমার প্রচারে প্রহেলিকা টিমের সঙ্গে থাকবেন বুবলী।
জানা গেছে, পর্যায়ক্রমে প্রকাশ করা হবে সিনেমার বাকি চরিত্রগুলোর লুক। সিনেমার শেষ কিছু পোস্ট প্রোডাকশনের কাজ করতে এ সপ্তাহেই ভারতে যাবেন চয়নিকা। সব কাজ শেষ করে দ্রুতই সেন্সর বোর্ডে সিনেমাটি জমা দিতে চান নির্মাতা।
পান্থ শাহরিয়ারের কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যে সিনেমাটি প্রযোজনা করেছেন জামাল হোসেন। এ সিনেমার মধ্য দিয়ে দীর্ঘ আট বছর পর বড় পর্দায় দেখা মিলবে মাহফুজ আহমেদের। মাহফুজ-বুবলী ছাড়াও এতে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, রহমত উল্লাহ, সাবিহা জামানসহ অনেকে।
শাশ্বত চট্টোপাধ্যায় এখন শুধু বাংলার নন, বলিউডেও তাঁর ব্যস্ততা বেড়েছে। তবু বাংলাদেশের সিরিজে অভিনয়ের প্রস্তাব পেতেই উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন। বাংলাদেশে আসতে পারবেন, এটাই ছিল তাঁর প্রধান আগ্রহের বিষয়। সৈয়দ আহমেদ শাওকীর পরিচালনায় ‘গুলমোহর’ সিরিজের শুটিং করতে গত বছর ঢাকায় এসেছিলেন শাশ্বত।
১২ ঘণ্টা আগেবিশ্বের অন্যতম ধনী সংগীতশিল্পী সেলেনা গোমেজ। গত বছর বিলিয়নিয়ার হওয়ার গৌরব অর্জন করেন তিনি। সেই সেলেনাই নাকি হিমশিম খাচ্ছেন কর্মীদের বেতন দিতে। প্রতিষ্ঠান চালাতে তাঁর মা ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ নিয়েছেন। ফোর্বসে এমন খবর প্রকাশের পর সমালোচনার মুখে পড়েছেন সেলেনা।
১৩ ঘণ্টা আগেকিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের বায়োপিক বানিয়েছিলেন সৃজিত মুখার্জি। ‘পদাতিক’ নামের সিনেমাটিতে মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী। বিভিন্ন চলচ্চিত্র উৎসব ঘুরে, প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি এবার আসছে টিভির পর্দায়।
১৩ ঘণ্টা আগে১৯৯৯ সালে যাত্রা শুরু নেমেসিস ব্যান্ডের। প্রতিষ্ঠার ছয় বছর পর ২০০৫ সালে প্রকাশ পেয়েছিল ব্যান্ডের প্রথম স্টুডিও অ্যালবাম ‘অন্বেষণ’। এরপর ২০১১ ও ২০১৭ সালে আসে ‘তৃতীয় যাত্রা’ ও ‘গণজোয়ার’ নামের আরও দুটি স্টুডিও অ্যালবাম। প্রতিটি অ্যালবামে ছিল ৬ বছরের গ্যাপ। তবে চতুর্থ অ্যালবাম প্রকাশ করতে আরও বেশি সময়
২ দিন আগে