গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ ছবিতে অভিনয় করছেন না নুসরাত ফারিয়া। আগামী মাসের ৭ তারিখ শুটিং শুরু হবে। নায়ক শরিফুল রাজের দুর্ঘটনায় পেছাতে হলো ছবির শুটিং। কিন্তু নুসরাত ফারিয়ার শিডিউল দেওয়া দেশের বাইরে। তিনি লন্ডনে ছুটবেন ‘বিবাহ অভিযান ২’ ছবির শুটিংয়ের জন্য।
পরিচালক গিয়াস উদ্দিন সেলিম ‘গুনিন’ ছবির জন্য তাই নতুন নায়িকা খুঁজছেন। পরিচালক জানিয়েছেন, নতুন নায়িকার ঘোষণা দেবেন দু-এক দিনের মধ্যেই। এই মুহূর্তে চলছে শুটিংয়ের চূড়ান্ত প্রস্তুতি। তার আগে নায়িকা নির্বাচন করে তাঁর সঙ্গে গল্প নিয়েও বসতে হবে। গুঞ্জন উঠেছে, সেলিমের ছবিতে আবারও পাওয়া যাবে পরীমণিকে। কারণ, পরীমণির বিপদে যাঁরা পাশে ছিলেন, তাঁদের একজন এই পরিচালক। পরীর পক্ষ নিয়ে প্রতিবাদে নেমেছেন রাস্তায়ও। সেলিম বলেন, ‘পরী যত দ্রুত কাজে ফিরবে, সেটা ওর জন্যই মঙ্গল। তবে আমার ছবিতে যিনি অভিনয় করবেন, তাঁর সঙ্গে শুটিংয়ের সময় মিলতে হবে, চরিত্র মিলতে হবে। পরীর সংকটের সময় পাশে ছিলাম বলেই সবাই আন্দাজ করছে পরীকে নিচ্ছি।’
‘গুনিন’ ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রের নাম রাবেয়া। এই চরিত্রেই চুক্তিবদ্ধ ছিলেন ফারিয়া। তাই রাবেয়াকে নিয়ে ভালোই বিপাকে পড়েছেন ‘মনপুরা’র নির্মাতা। নুসরাত ফারিয়ার বিকল্প হিসেবে অনেকেই ভাবছেন ‘স্বপ্নজাল’ খ্যাত পরীমণির কথা। কারণ, সেলিম-পরীর ‘স্বপ্নজাল’ প্রশংসিত হয়েছিল। পরিচালক আর অভিনেত্রী হিসেবে তাঁদের বোঝাপড়াটাও ভালো। পরিচালক সেলিম বলেন, ‘পরীর বিষয়টিও আমার ভাবনায় আছে। তবে এখনো এ বিষয়ে প্রযোজক কিংবা পরীমণির সঙ্গে আলাপ চূড়ান্ত হয়নি। ছবির জন্য রাবেয়া চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ। দু-এক দিনের মধ্যেই রাবেয়া চরিত্রের অভিনেত্রীর নাম ঘোষণা করব আনুষ্ঠানিকভাবে। সেটা পরীও হতে পারে।’
এ প্রসঙ্গে জানতে পরীমণির ফোনে কল করা হলে তিনি ফোন রিসিভ করেননি। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোট গল্প ‘গুনিন’ অবলম্বনে নির্মিত হচ্ছে ছবিটি।
গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ ছবিতে অভিনয় করছেন না নুসরাত ফারিয়া। আগামী মাসের ৭ তারিখ শুটিং শুরু হবে। নায়ক শরিফুল রাজের দুর্ঘটনায় পেছাতে হলো ছবির শুটিং। কিন্তু নুসরাত ফারিয়ার শিডিউল দেওয়া দেশের বাইরে। তিনি লন্ডনে ছুটবেন ‘বিবাহ অভিযান ২’ ছবির শুটিংয়ের জন্য।
পরিচালক গিয়াস উদ্দিন সেলিম ‘গুনিন’ ছবির জন্য তাই নতুন নায়িকা খুঁজছেন। পরিচালক জানিয়েছেন, নতুন নায়িকার ঘোষণা দেবেন দু-এক দিনের মধ্যেই। এই মুহূর্তে চলছে শুটিংয়ের চূড়ান্ত প্রস্তুতি। তার আগে নায়িকা নির্বাচন করে তাঁর সঙ্গে গল্প নিয়েও বসতে হবে। গুঞ্জন উঠেছে, সেলিমের ছবিতে আবারও পাওয়া যাবে পরীমণিকে। কারণ, পরীমণির বিপদে যাঁরা পাশে ছিলেন, তাঁদের একজন এই পরিচালক। পরীর পক্ষ নিয়ে প্রতিবাদে নেমেছেন রাস্তায়ও। সেলিম বলেন, ‘পরী যত দ্রুত কাজে ফিরবে, সেটা ওর জন্যই মঙ্গল। তবে আমার ছবিতে যিনি অভিনয় করবেন, তাঁর সঙ্গে শুটিংয়ের সময় মিলতে হবে, চরিত্র মিলতে হবে। পরীর সংকটের সময় পাশে ছিলাম বলেই সবাই আন্দাজ করছে পরীকে নিচ্ছি।’
‘গুনিন’ ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রের নাম রাবেয়া। এই চরিত্রেই চুক্তিবদ্ধ ছিলেন ফারিয়া। তাই রাবেয়াকে নিয়ে ভালোই বিপাকে পড়েছেন ‘মনপুরা’র নির্মাতা। নুসরাত ফারিয়ার বিকল্প হিসেবে অনেকেই ভাবছেন ‘স্বপ্নজাল’ খ্যাত পরীমণির কথা। কারণ, সেলিম-পরীর ‘স্বপ্নজাল’ প্রশংসিত হয়েছিল। পরিচালক আর অভিনেত্রী হিসেবে তাঁদের বোঝাপড়াটাও ভালো। পরিচালক সেলিম বলেন, ‘পরীর বিষয়টিও আমার ভাবনায় আছে। তবে এখনো এ বিষয়ে প্রযোজক কিংবা পরীমণির সঙ্গে আলাপ চূড়ান্ত হয়নি। ছবির জন্য রাবেয়া চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ। দু-এক দিনের মধ্যেই রাবেয়া চরিত্রের অভিনেত্রীর নাম ঘোষণা করব আনুষ্ঠানিকভাবে। সেটা পরীও হতে পারে।’
এ প্রসঙ্গে জানতে পরীমণির ফোনে কল করা হলে তিনি ফোন রিসিভ করেননি। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোট গল্প ‘গুনিন’ অবলম্বনে নির্মিত হচ্ছে ছবিটি।
প্রথমবারের মতো নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমেরিকান কারি অ্যাওয়ার্ড ২০২৫। রন্ধনশিল্পীদের সম্মাননা দেওয়ার প্রক্রিয়ায় আমেরিকান কারি অ্যাওয়ার্ড দাবি করছে তারা বিশ্বের সেরা আয়োজনটি উপস্থাপন করবে।
৪ ঘণ্টা আগেগত বছর রোজার ঈদে রেকর্ড সংখ্যক ১১টি সিনেমা মুক্তি পেলেও মেলেনি সাফল্য। তাই ওই বছর কোরবানির ঈদে অর্ধেকে নেমে গিয়েছিল সিনেমার সংখ্যা। এবার দেখা যাচ্ছে উল্টো ঘটনা। রোজার ঈদে মুক্তি পাওয়া ৬ সিনেমার ৪টি নিয়ে ছিল দর্শকের ব্যাপক আগ্রহ। তাই এবার রোজার ঈদের তুলনায় কোরবানির ঈদে বাড়ছে সিনেমার সংখ্যা। ইতিমধ্যে
৯ ঘণ্টা আগে৭৮তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনটি স্মরণীয় হয়ে রইল ভিন্ন এক কারণে। সিনেমা, রেড কার্পেটে তারকাদের ঝলমলে উপস্থিতি, তাঁদের পোশাক, লুক—সব ছাপিয়ে বারবার উঠে এল বিশ্বরাজনীতির প্রসঙ্গ। কানের মঞ্চে দাঁড়িয়ে ‘যুক্তরাষ্ট্রের সংকীর্ণমনা প্রেসিডেন্ট’ বলে ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে কটাক্ষ করলেন প্রখ্যাত
৯ ঘণ্টা আগে‘একসাথে বাঁচি, একসাথে বলি—মঞ্চ আমাদের শক্তি’—এমন স্লোগানে চট্টগ্রামে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ‘নাট্য সম্ভার ২০২৫’। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই নাট্যোৎসবের আয়োজন করেছে চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম। ১৬ থেকে ২৪ মে প্রতিদিন সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে ৭ নাট্যদলের ৯টি নাটক।
৯ ঘণ্টা আগে