শাকিব খান ও শবনম বুবলী জুটির নতুন ছবি ‘লিডার, আমিই বাংলাদেশ’। বানাচ্ছেন তপু খান। গত ২৫ মে এ ছবির শুটিং শুরু করেন শাকিব-বুবলী। প্রায় মাসখানেকের বিরতির পর আজ থেকে আবার ছবিটির শুটিংয়ে অংশ নিচ্ছেন শাকিব-বুবলী।
এত দিন ‘লিডার’-এর শুটিং শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু বাদ সেধেছে লকডাউন। কঠোর লকডাউনের কারণে এত বন্ধ ছিল ‘লিডার, আমিই বাংলাদেশ’-এর শুটিং। আজ থেকে লকডাউনের কড়াকড়ি উঠে যাওয়ায় শুটিংয়ে নামছেন শাকিব। একটানা শুটিং করে ছবিটির কাজ শেষ করবেন তিনি।
‘লিডার, আমিই বাংলাদেশ’-এর নির্মাতা তপু খান বলেন, ‘টানা ১০ দিন শুটিং করব। আশা করছি, এবার পুরো কাজ শেষ হবে। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। ওই দিন আমরা জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে শুটিং করব না। ১০ দিনের এই শেষ লটে শাকিব খান-বুবলীসহ অন্যরাও শুটিং করবেন। আগেই লিডারের ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে।’
গত ২৫ মে রাজধানীর উত্তরায় শুরু হয়েছিল ‘লিডার, আমিই বাংলাদেশ’-এর কাজ। উত্তরার বিভিন্ন লোকেশনে টানা আট দিন শুটিং চলে। এরপর এফডিসিতে সেট ফেলে টানা পাঁচ দিন কাজ করা হয়। সেট পরিবর্তনের জন্য দুই দিনের বিরতি দিয়ে আবার শুরু হয় শুটিং। কিন্তু এরপর করোনা সংক্রমণের কারণে ঘোষিত লকডাউনের কারণে বন্ধ হয়ে যায় কাজ।
‘লিডার, আমিই বাংলাদেশ’ প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড। প্রতিষ্ঠানটির পরিচালক, আরটিভির সিইও সৈয়দ আশিক রহমান বলেন, ‘আজ থেকে বাদবাকি শুটিং শুরু হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে শুটিং করার জন্য পরিচালক এবং শিল্পী কলা-কুশলীদের আমাদের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।’
‘লিডার, আমিই বাংলাদেশ’ ছবিতে শাকিব খান, বুবলী ছাড়া আরও অভিনয় করছেন ফখরুল বাশার, মিলি বাশার, সিয়াম নাসেরসহ অনেকে।
শাকিব খান ও শবনম বুবলী জুটির নতুন ছবি ‘লিডার, আমিই বাংলাদেশ’। বানাচ্ছেন তপু খান। গত ২৫ মে এ ছবির শুটিং শুরু করেন শাকিব-বুবলী। প্রায় মাসখানেকের বিরতির পর আজ থেকে আবার ছবিটির শুটিংয়ে অংশ নিচ্ছেন শাকিব-বুবলী।
এত দিন ‘লিডার’-এর শুটিং শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু বাদ সেধেছে লকডাউন। কঠোর লকডাউনের কারণে এত বন্ধ ছিল ‘লিডার, আমিই বাংলাদেশ’-এর শুটিং। আজ থেকে লকডাউনের কড়াকড়ি উঠে যাওয়ায় শুটিংয়ে নামছেন শাকিব। একটানা শুটিং করে ছবিটির কাজ শেষ করবেন তিনি।
‘লিডার, আমিই বাংলাদেশ’-এর নির্মাতা তপু খান বলেন, ‘টানা ১০ দিন শুটিং করব। আশা করছি, এবার পুরো কাজ শেষ হবে। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। ওই দিন আমরা জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে শুটিং করব না। ১০ দিনের এই শেষ লটে শাকিব খান-বুবলীসহ অন্যরাও শুটিং করবেন। আগেই লিডারের ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে।’
গত ২৫ মে রাজধানীর উত্তরায় শুরু হয়েছিল ‘লিডার, আমিই বাংলাদেশ’-এর কাজ। উত্তরার বিভিন্ন লোকেশনে টানা আট দিন শুটিং চলে। এরপর এফডিসিতে সেট ফেলে টানা পাঁচ দিন কাজ করা হয়। সেট পরিবর্তনের জন্য দুই দিনের বিরতি দিয়ে আবার শুরু হয় শুটিং। কিন্তু এরপর করোনা সংক্রমণের কারণে ঘোষিত লকডাউনের কারণে বন্ধ হয়ে যায় কাজ।
‘লিডার, আমিই বাংলাদেশ’ প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড। প্রতিষ্ঠানটির পরিচালক, আরটিভির সিইও সৈয়দ আশিক রহমান বলেন, ‘আজ থেকে বাদবাকি শুটিং শুরু হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে শুটিং করার জন্য পরিচালক এবং শিল্পী কলা-কুশলীদের আমাদের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।’
‘লিডার, আমিই বাংলাদেশ’ ছবিতে শাকিব খান, বুবলী ছাড়া আরও অভিনয় করছেন ফখরুল বাশার, মিলি বাশার, সিয়াম নাসেরসহ অনেকে।
অভিনয়ের পাশাপাশি অনেক তারকা বিভিন্ন ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত হন। কারও আছে রেস্তোরাঁ, কেউ যুক্ত স্যালন ও পারলারের সঙ্গে, কারও আছে ফ্যাশন ব্র্যান্ড। অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও যুক্ত হয়েছেন ব্যবসার সঙ্গে।
৩১ মিনিট আগেঅপু বিশ্বাসের পর এবার শবনম বুবলী ও ছেলে বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রে ঘুরছেন শাকিব। আজ দুপুরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তাঁদের একসঙ্গে সময় কাটানোর কয়েকটি ছবি। এরপর বিষয়টি আর গোপন রাখেননি বুবলী। তিনজনের বেশ কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘লাইফ ইন ইউএসএ’।
১ ঘণ্টা আগেনাট্যদল বাতিঘর থিয়েটারের আলোচিত নাটক ‘র্যাডক্লিফ লাইন’ আবার ফিরছে মঞ্চে। সর্বশেষ ২০২৩ সালের আগস্টে মঞ্চস্থ হয়েছিল নাটকটি। দুই বছর পর ১৫ আগস্ট সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে আবার দেখা যাবে র্যাডক্লিফ লাইন।
৯ ঘণ্টা আগেগতকাল প্রকাশিত হলো আসিফ আকবরের ‘যত ভালোবাসি তোরে’ গানের ভিডিও। ডিপি মিউজিক স্টেশন ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানটির ভিডিওতে মডেল হয়েছেন নয়ন সানি ও অভিনেত্রী প্রিয়া অনন্যা। ভিডিও পরিচালনা করেছেন মোহন ইসলাম।
১৩ ঘণ্টা আগে