২৭ দিনের কারাবাস শেষে জামিনে ১ সেপ্টেম্বর মুক্ত জীবনে ফিরেছেন ঢাকাই ছবির নায়িকা পরীমণি। কারাগার থেকে বাইরে এসেই ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন ‘ডানাকাটা পরী’ খ্যাত এই নায়িকা। মুক্তির পরেই মেহেদিরাঙা হাতে পরী বার্তা দিয়েছেন তাঁকে ভালো না বাসার। ডান হাতে পরী ইংরেজি অক্ষরে লিখেছেন ‘ডোন্ট লাভ (লাভ চিহ্ন) মি, বিচ’। সেটা কেন? তা নিয়েও হচ্ছে বিস্তর কথা।
ডোন্ট লাভ মি বিচ
কারাগারের বাইরে এসে গাড়িতে উঠেই হাত নেড়ে ভক্তদের ভালোবাসার সাড়া দিলেন। সেই সঙ্গে ডান হাতে মেহেদি দিয়ে লেখা এক বার্তা তুলে ধরলেন পরী। কাদের জন্য এই বার্তা? পরী বলেন, ‘দুমুখো সাপদের উদ্দেশে লিখেছি, “ডোন্ট লাভ মি বিচ”। তাঁদের চিনে ফেলেছি। যাদের সঙ্গে গলায়-গলায় খাতির কই তারা? তবে অনেকের সাপোর্টও পেয়েছি। হুট করে পরীমণি হইনি। অনেক ধাপ পেরিয়ে এসেছি। আমাকে মন থেকে মুছে ফেলা সম্ভব না। যাদের নিয়ে গলায়-গলায় থাকা, এক প্লেটে খাওয়া, কই তারা? আমি চলে এসেছি। তারা এখন আবার ওয়েলকাম বলছে। আমি চিনেছি কারা শত্রু, কারা মিত্র।’
মুক্ত জীবনে পরী
২৭ দিন কারাবাস আর দিনের পর দিন আদালতে হাজিরা। সব পেরিয়ে পরী ফিরেছেন নিজ গৃহে। নিজের অনুভূতি জানাতে গিয়ে পরী বললেন, ‘অনুভূতি তো হারিয়ে গেছে। স্বাভাবিক জীবনে এখনো ফিরতে পারিনি। স্বাভাবিক যে জীবনে ছিলাম, তা থেকে তো অনেক দিন দূরে ছিলাম।’
কেমন ছিল কারাজীবন
২৭ দিনের কারাবাস। কেমন ছিল সেই দিনগুলো? পরী বলেন, ‘মনে হচ্ছে দুঃস্বপ্ন থেকে বের হলাম। আমার এই দুঃস্বপ্নের মেয়াদ ছিল ২৭ দিন! এটা দীর্ঘ খারাপ স্বপ্ন। দুঃস্বপ্ন ভেবেই এটা রাখতে চাই। আমি কোনোভাবে ভেঙে যেতে চাই না। এই দুঃস্বপ্ন অল্পতে বলা যাবে না। তবে আমি পরে অবশ্যই বিস্তারিত বলব। ওখানকার জীবন নিয়ে বলব। এখন কোয়ারেন্টিনে থাকব। কিছুদিন বিশ্রামও দরকার। তারপর সব বলব।’
নিজ ঘরে নিজের মতো করে
নিজ ঘরে ফিরেই খাওয়া-দাওয়া সেরেছেন পরী। চেনা ঘরটাকেও কেমন অচেনা মনে হচ্ছে তাঁর। পরী বললেন, ‘সবে আসলাম। কিছু খেলাম। পুটুকে গোসল করালাম। এক মাস ধরে তো ওকে গোসল করানো হয়নি। তবে মনে হচ্ছে বন্দুক ফিট করা আছে আমার বাসার দিকে। এতগুলো ক্যামেরা তাক করানো। এই বাসাতে তো আমি একা থাকি না। অন্যরা যারা আছেন, তারা তো আসলে অস্বস্তির মধ্যে আছে।’
কবে কাজে ফেরা
কাজে ফিরতে চান পরী। তবে কবে সেটা এখনো ঠিক করে বলতে পারছেন না। তিনি বললেন, ‘পরিচালকদের সঙ্গে কথা হয়নি। কথা হলে কাজ শুরু করব।’
২৭ দিনের কারাবাস শেষে জামিনে ১ সেপ্টেম্বর মুক্ত জীবনে ফিরেছেন ঢাকাই ছবির নায়িকা পরীমণি। কারাগার থেকে বাইরে এসেই ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন ‘ডানাকাটা পরী’ খ্যাত এই নায়িকা। মুক্তির পরেই মেহেদিরাঙা হাতে পরী বার্তা দিয়েছেন তাঁকে ভালো না বাসার। ডান হাতে পরী ইংরেজি অক্ষরে লিখেছেন ‘ডোন্ট লাভ (লাভ চিহ্ন) মি, বিচ’। সেটা কেন? তা নিয়েও হচ্ছে বিস্তর কথা।
ডোন্ট লাভ মি বিচ
কারাগারের বাইরে এসে গাড়িতে উঠেই হাত নেড়ে ভক্তদের ভালোবাসার সাড়া দিলেন। সেই সঙ্গে ডান হাতে মেহেদি দিয়ে লেখা এক বার্তা তুলে ধরলেন পরী। কাদের জন্য এই বার্তা? পরী বলেন, ‘দুমুখো সাপদের উদ্দেশে লিখেছি, “ডোন্ট লাভ মি বিচ”। তাঁদের চিনে ফেলেছি। যাদের সঙ্গে গলায়-গলায় খাতির কই তারা? তবে অনেকের সাপোর্টও পেয়েছি। হুট করে পরীমণি হইনি। অনেক ধাপ পেরিয়ে এসেছি। আমাকে মন থেকে মুছে ফেলা সম্ভব না। যাদের নিয়ে গলায়-গলায় থাকা, এক প্লেটে খাওয়া, কই তারা? আমি চলে এসেছি। তারা এখন আবার ওয়েলকাম বলছে। আমি চিনেছি কারা শত্রু, কারা মিত্র।’
মুক্ত জীবনে পরী
২৭ দিন কারাবাস আর দিনের পর দিন আদালতে হাজিরা। সব পেরিয়ে পরী ফিরেছেন নিজ গৃহে। নিজের অনুভূতি জানাতে গিয়ে পরী বললেন, ‘অনুভূতি তো হারিয়ে গেছে। স্বাভাবিক জীবনে এখনো ফিরতে পারিনি। স্বাভাবিক যে জীবনে ছিলাম, তা থেকে তো অনেক দিন দূরে ছিলাম।’
কেমন ছিল কারাজীবন
২৭ দিনের কারাবাস। কেমন ছিল সেই দিনগুলো? পরী বলেন, ‘মনে হচ্ছে দুঃস্বপ্ন থেকে বের হলাম। আমার এই দুঃস্বপ্নের মেয়াদ ছিল ২৭ দিন! এটা দীর্ঘ খারাপ স্বপ্ন। দুঃস্বপ্ন ভেবেই এটা রাখতে চাই। আমি কোনোভাবে ভেঙে যেতে চাই না। এই দুঃস্বপ্ন অল্পতে বলা যাবে না। তবে আমি পরে অবশ্যই বিস্তারিত বলব। ওখানকার জীবন নিয়ে বলব। এখন কোয়ারেন্টিনে থাকব। কিছুদিন বিশ্রামও দরকার। তারপর সব বলব।’
নিজ ঘরে নিজের মতো করে
নিজ ঘরে ফিরেই খাওয়া-দাওয়া সেরেছেন পরী। চেনা ঘরটাকেও কেমন অচেনা মনে হচ্ছে তাঁর। পরী বললেন, ‘সবে আসলাম। কিছু খেলাম। পুটুকে গোসল করালাম। এক মাস ধরে তো ওকে গোসল করানো হয়নি। তবে মনে হচ্ছে বন্দুক ফিট করা আছে আমার বাসার দিকে। এতগুলো ক্যামেরা তাক করানো। এই বাসাতে তো আমি একা থাকি না। অন্যরা যারা আছেন, তারা তো আসলে অস্বস্তির মধ্যে আছে।’
কবে কাজে ফেরা
কাজে ফিরতে চান পরী। তবে কবে সেটা এখনো ঠিক করে বলতে পারছেন না। তিনি বললেন, ‘পরিচালকদের সঙ্গে কথা হয়নি। কথা হলে কাজ শুরু করব।’
প্রথমবারের মতো নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমেরিকান কারি অ্যাওয়ার্ড ২০২৫। রন্ধনশিল্পীদের সম্মাননা দেওয়ার প্রক্রিয়ায় আমেরিকান কারি অ্যাওয়ার্ড দাবি করছে তারা বিশ্বের সেরা আয়োজনটি উপস্থাপন করবে।
৪ ঘণ্টা আগেগত বছর রোজার ঈদে রেকর্ড সংখ্যক ১১টি সিনেমা মুক্তি পেলেও মেলেনি সাফল্য। তাই ওই বছর কোরবানির ঈদে অর্ধেকে নেমে গিয়েছিল সিনেমার সংখ্যা। এবার দেখা যাচ্ছে উল্টো ঘটনা। রোজার ঈদে মুক্তি পাওয়া ৬ সিনেমার ৪টি নিয়ে ছিল দর্শকের ব্যাপক আগ্রহ। তাই এবার রোজার ঈদের তুলনায় কোরবানির ঈদে বাড়ছে সিনেমার সংখ্যা। ইতিমধ্যে
৯ ঘণ্টা আগে৭৮তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনটি স্মরণীয় হয়ে রইল ভিন্ন এক কারণে। সিনেমা, রেড কার্পেটে তারকাদের ঝলমলে উপস্থিতি, তাঁদের পোশাক, লুক—সব ছাপিয়ে বারবার উঠে এল বিশ্বরাজনীতির প্রসঙ্গ। কানের মঞ্চে দাঁড়িয়ে ‘যুক্তরাষ্ট্রের সংকীর্ণমনা প্রেসিডেন্ট’ বলে ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে কটাক্ষ করলেন প্রখ্যাত
৯ ঘণ্টা আগে‘একসাথে বাঁচি, একসাথে বলি—মঞ্চ আমাদের শক্তি’—এমন স্লোগানে চট্টগ্রামে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ‘নাট্য সম্ভার ২০২৫’। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই নাট্যোৎসবের আয়োজন করেছে চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম। ১৬ থেকে ২৪ মে প্রতিদিন সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে ৭ নাট্যদলের ৯টি নাটক।
৯ ঘণ্টা আগে