Ajker Patrika

শুরু হলো নতুন হ্যারি পটারের জার্নি

বিনোদন ডেস্ক
আপডেট : ১৬ জুলাই ২০২৫, ০৯: ৪৫
হ্যারি পটার চরিত্রে ডমিনিক ম্যাকলাফ্‌লিন। ছবি: সংগৃহীত
হ্যারি পটার চরিত্রে ডমিনিক ম্যাকলাফ্‌লিন। ছবি: সংগৃহীত

ব্রিটিশ লেখিকা জে কে রাউলিংয়ের অনবদ্য সৃষ্টি হ্যারি পটারের গল্প নিয়ে এ পর্যন্ত ৮টি জনপ্রিয় সিনেমা তৈরি হয়েছে। তৈরি হয়েছে ভিডিও গেমস। মঞ্চেও হাজির হয়েছে হ্যারি পটারের চরিত্ররা। হ্যারি পটার বড় পর্দায় প্রথম আসে ২০০১ সালে। ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোস-পার্ট টু’ দিয়ে ২০১১ সালে শেষ হয় এ ফ্যান্টাসি গল্পের চলচ্চিত্র-যাত্রা।

হ্যারি পটারের ভক্তরা (যাঁদের বলা হয় ‘পটারহেডস’) দীর্ঘদিন ধরে টিভি সিরিজ আকারে গল্পগুলো দেখতে চাইছিলেন। তাঁদের সেই চাওয়া পূরণ হতে চলেছে। গত বছর থেকে হ্যারি পটার সিরিজ নির্মাণের তোড়জোড় শুরু করেছে ওয়ার্নার ব্রস। এরই মধ্যে নির্বাচন করা হয়েছে অভিনয়শিল্পীদের। ১৪ বছর আগে যেদিন হ্যারি পটারের সর্বশেষ সিনেমা মুক্তি পেয়েছিল, সে তারিখ থেকেই শুরু হলো সিরিজের শুটিং। ইংল্যান্ডের লিভসডেনে অবস্থিত ওয়ার্নার ব্রসের স্টুডিওতে ১৪ জুলাই থেকে শুরু হয়েছে শুটিং। হ্যারি পটার সিনেমাগুলোরও শুটিং হয়েছে সেখানে।

শুটিং শুরুর খবর জানানোর সঙ্গে নতুন হ্যারি পটারের লুকও প্রকাশ করেছে এইচবিও। এ চরিত্রে অভিনয় করছে ডমিনিক ম্যাকলাফ্‌লিন। হ্যারি পটারের চিরচেনা সেই গোল ফ্রেমের চশমা আর স্কুল ইউনিফর্মের লুকে হাস্যোজ্জ্বলভাবে ধরা দিয়েছে ম্যাকলাফ্‌লিন। এ গল্পের আরও দুই গুরুত্বপূর্ণ চরিত্র হারমায়নি গ্রেঞ্জার হয়েছে অ্যারাবেলা স্ট্যানটন এবং রন উইজলি চরিত্রটি করছে অ্যালাস্টার স্টাউট। এ তিন চরিত্রের অভিনয়শিল্পী খোঁজার জন্য গত বছর ওপেন কাস্টিং কল ঘোষণা করেছিল এইচবিও। সিরিজটির শো রানার ফ্রান্সেসকা গার্ডিনার, নির্বাহী প্রযোজক ও পরিচালক মার্ক মাইলড জানিয়েছেন, ৩০ হাজারের বেশি শিশুর অডিশন নিয়ে তাদের মধ্য থেকে এ তিনজনকে নির্বাচন করা হয়েছে। এর আগে হ্যারি পটারের গল্প নিয়ে তৈরি সিনেমাগুলোতে হ্যারি, রন ও হারমায়নি চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন ড্যানিয়েল র‍্যাডক্লিফ, রুপার্ট গ্রিন্ট ও এমা ওয়াটসন।

জানা গেছে, হ্যারি পটারকে নিয়ে লেখা সাতটি উপন্যাসের প্রতিটি থেকে তৈরি হবে টিভি সিরিজের একেকটি সিজন। ২০২৬ সালের মার্চ নাগাদ শেষ হবে প্রথম সিজনের শুটিং। কিছুদিনের বিরতি দিয়ে শুরু হবে পরের সিজনের কাজ। ২০২৭ সাল থেকে এইচবিও এবং এইচবিও ম্যাক্সে শুরু হবে হ্যারি পটার সিরিজের প্রচার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত