Ajker Patrika

এক নায়িকা জটিলতা

এক নায়িকা জটিলতা

ঢাকা: পাশাপাশি সময়ে নির্মাণের ঘোষণা আসে শাকিব খান অভিনীত ‘লিডার, আমিই বাংলাদেশ’ এবং জিয়াউল রোশানের ‘রিভেঞ্জ’র। দুটি ছবির নায়িকাই শবনম বুবলী। শুটিং শুরু হয়েছে শাকিব খানের সিনেমা। শুটিংয়ে যোগ দিয়েছেন বুবলীও।

অন্যদিকে, এই ছবিটির জন্যই শুটিংয়ের দিনক্ষণ ছেড়ে দিতে হয়েছে ‘রিভেঞ্জ’র। রোশানের সিনেমাটির কাজ শুরু হওয়ার কথা ছিল চলতি মাসের ৩০ তারিখে। ছবির পরিচালক মো. ইকবাল জানালেন, দুই ছবির নায়িকা বুবলী হওয়ায় পিছিয়ে এসেছেন তারা। আগামী মাসে শুরু হবে ‘রিভেঞ্জ’র কাজ।

পরিচালক ইকবাল বলেন, ‘শাকিবের ছবিটির কাজ মাত্র শুরু হলো। তাই আমরা ১১ দিন পিছিয়ে গেলাম। রোশান ও বুবলীকে নিয়ে আমাদের ছবির শুটিং শুরু হবে ১০ জুন। এর আগে ওই সিনেমায় বুবলীর অনেকটা শুটিং হয়ে যাবে।’

শাকিব সিনিয়র নায়ক বলেই কি রোশানকে পিছিয়ে যেতে হলো- এমন প্রশ্নে বুবলী বলেন, ‘বিষয়টি আসলে তা নয়। করোনায় কেউ-ই কাজ এগিয়ে নিতে পারেননি। তাদের সিডিউলটা আগে ছিল। সৌহার্দ্যের জায়গা থেকে ইকবাল ভাইয়েরা পিছিয়ে নিয়েছেন।’

‘লিডার, আমিই বাংলাদেশ’- নিয়ে বুবলী বলেন, ‘চলতি মাসের ৭ তারিখে শুটিংয়ের সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। কিন্তু করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সবার স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে দৃশ্যধারণ শুরু করা হয়নি। আমরা টানা শুটিংয়ের টার্গেট থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

৪ দাবি নিয়ে মার্কিন চাপ, বাংলাদেশের সায় ৩ শর্তে

রাজশাহী টেক্সটাইল মিলসে তৈরি হচ্ছে মানিব্যাগ, জুতা

রাবিতে শিক্ষক নিয়োগে জামায়াত নেতার সুপারিশ, উপ-উপাচার্যের ফেসবুক থেকে ভাইরাল

স্ত্রীকে ঘরে রেখে তালা দিয়ে পুড়িয়ে মারলেন স্বামী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত