Ajker Patrika

১০০ বছরের সেরা সিনেমায় ‘পথের পাঁচালী’

আপডেট : ২৮ জুলাই ২০২৩, ২২: ০২
১০০ বছরের সেরা সিনেমায় ‘পথের পাঁচালী’

এ বছরের মার্চে ১০০ বছর পূর্ণ হয়েছে বিশ্ববিখ্যাত টাইম ম্যাগাজিনের। এ উপলক্ষে ম্যাগাজিনটি গত ১০০ বছরের সেরা সিনেমার তালিকা প্রকাশ করেছে সম্প্রতি। ১৯২০-এর দশক থেকে শুরু হয়ে তালিকাটি শেষ হয়েছে ২০১০-এর দশকে এসে। প্রতি দশক থেকে ১০টি করে মোট ১০০টি সিনেমাকে বেছে নেওয়া হয়েছে। এ তালিকায় একমাত্র ভারতীয় ও বাংলা সিনেমা হিসেবে স্থান পেয়েছে সত্যজিৎ রায় পরিচালিত ‘পথের পাঁচালী’।

এ সিনেমার মাধ্যমেই চলচ্চিত্র নির্মাতা হিসেবে যাত্রা শুরু হয় সত্যজিৎ রায়ের। প্রথম সিনেমাতেই পান আন্তর্জাতিক স্বীকৃতি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের অপু-দুর্গা-সর্বজয়া-হরিহর-ইন্দির ঠাকুরণ জীবন্ত হয়ে ওঠে সত্যজিতের ক্যামেরায়। বিশ্বের বহু সম্মানজনক সিনেমার তালিকায় যেমন স্থান পেয়েছে ‘পথের পাঁচালী’, তেমনি এটি বাংলা সিনেমাকে পৌঁছে দিয়েছে আন্তর্জাতিক স্তরে।

‘পথের পাঁচালী’ সিনেমার দৃশ্য‘দ্য ক্যাবিনেট অব ডক্টর ক্যালিগারি’ (১৯২০) সিনেমা দিয়ে শুরু হয়েছে টাইমের এ তালিকা। আর শেষ হয়েছে ২০১৯ সালে মুক্তি পাওয়া সিনেমা ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ দিয়ে।

‘বাইসাইকেল থিফ’, ‘ব্রেথলেস’, ‘গন উইদ দ্য উইন্ড’, ‘সেভেন সামুরাই’, ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘দ্য গডফাদার পার্ট ২’-এর মতো ক্ল্যাসিক সিনেমাগুলো আছে এ তালিকায়। স্থান পেয়েছে ‘ইটি দ্য এক্সট্রা-টেরেস্ট্রিয়াল’ অথবা ‘দ্য এম্পায়ার স্ট্রাইকস ব্যাক’-এর মতো ব্লকবাস্টার সিনেমাও। টাইম ম্যাগাজিন এক প্রতিবেদনে জানিয়েছে, এ তালিকা তৈরি করতে তারা ৫০ বছরের বেশি সময় নিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত