Ajker Patrika

কনসার্টে জেমস ক্যামেরনের সঙ্গে কাজের খবর জানালেন বিলি আইলিশ

বিনোদন ডেস্ক
জেমস ক্যামেরন ও বিলি আইলিশ। ছবি: সংগৃহীত
জেমস ক্যামেরন ও বিলি আইলিশ। ছবি: সংগৃহীত

‘টার্মিনেটর’, ‘টাইটানিক’, ‘অ্যাভাটার’সহ অনেক আলোচিত সিনেমার নির্মাতা জেমস ক্যামেরনের সঙ্গে কাজ করতে চলেছেন বিলি আইলিশ। অস্কার, গ্র্যামি, গোল্ডেন গ্লোবসহ বহু পুরস্কারজয়ী মার্কিন গায়িকা বিলি আইলিশ যুক্ত হয়েছেন জেমস ক্যামেরনের একটি বিশেষ প্রজেক্টে। সেটি দেখা যাবে থ্রিডিতে।

বিলি আইলিশের তৃতীয় স্টুডিও অ্যালবাম ‘হিট মি হার্ড অ্যান্ড সফট’ মুক্তি উপলক্ষে গত বছরের সেপ্টেম্বর থেকে এ শিরোনামে ওয়ার্ল্ড ট্যুর করছেন শিল্পী। যেটি শেষ হবে আগামী নভেম্বরে। এর আওতায় ১০৬টি কনসার্টে পারফর্ম করার কথা তাঁর। ১৯ জুলাই থেকে শুরু হয়েছে এ ট্যুরের ম্যানচেস্টার পর্ব। ১৯ জুলাই ম্যানচেস্টারের প্রথম কনসার্টে জেমস ক্যামেরনের সঙ্গে কাজের কথা প্রকাশ করেন বিলি আইলিশ।

কনসার্টে বিলি আইলিশ। ছবি: সংগৃহীত
কনসার্টে বিলি আইলিশ। ছবি: সংগৃহীত

যেহেতু জেমস ক্যামেরনের বিশ্ব বিখ্যাত নির্মাতার সঙ্গে প্রথম কাজ, বিলি আইলিশ তাই খবরটি ভক্তদের জানানোর জন্য উন্মুখ হয়ে ছিলেন। কনসার্টের মাঝপথে গান থামিয়ে বলেই দিলেন, ‘আপনারা হয়তো খেয়াল করেছেন, অন্যান্য দিনের চেয়ে আজ কনসার্টে অনেক ক্যামেরা। এখনই বিষয়টি নিয়ে বেশি কিছু বলতে পারব না। তবে এটুকু বলি, আমি জেমস ক্যামেরনের সঙ্গে একটি বিশেষ কাজ করছি। আর সেটা তৈরি হচ্ছে থ্রিডিতে।’

কনসার্টে বিলি আইলিশ। ছবি: সংগৃহীত
কনসার্টে বিলি আইলিশ। ছবি: সংগৃহীত

প্রিয় গায়িকার মুখে এ খবর শোনার পর কনসার্টে উপস্থিত ভক্তরা হর্ষধ্বনি দিয়ে ওঠে। বিলি আইলিশ বলতে থাকেন, ‘ম্যানচেস্টারের এই চার কনসার্টে তোমরা যারা এসেছ, আমার সঙ্গে সবাই এ প্রজেক্টের অংশ হয়ে থাকবে। জেমস ক্যামেরন এই কনসার্টেই আছেন। কিছু মনে কোরো না, শুটিংয়ের প্রয়োজনে আমাকে এই চার কনসার্টে এই একই পোশাক পরে থাকতে হবে।’

জেমস ক্যামেরনের পরিচালনায় বিলি আইলিশের এটি কী ধরনের কাজ হতে যাচ্ছে, তা খোলাসা করেননি শিল্পী। তবে ধারণা করা হচ্ছে, এটি একটি কনসার্ট ফিল্ম হতে চলেছে। তথ্যচিত্রও হতে পারে।

এর আগে ২০২১ সালে বিলি আইলিশকে নিয়ে তৈরি হয়েছিল তথ্যচিত্র ‘বিলি আইলিশ: দ্য ওয়ার্ল্ডস আ লিটল ব্লারি’। একই বছর মুক্তি পায় তাঁর কনসার্ট ফিল্ম ‘হ্যাপিয়ার দ্যান এভার: আ লাভ লেটার টু লস অ্যাঞ্জেলেস’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত