Ajker Patrika

‘ডন’খ্যাত নির্মাতা চন্দ্র বারোটের মৃত্যু

বিনোদন ডেস্ক
চন্দ্র বারোট ও ‘ডন’ সিনেমার শুটিংয়ের দৃশ্য। ছবি: সংগৃহীত
চন্দ্র বারোট ও ‘ডন’ সিনেমার শুটিংয়ের দৃশ্য। ছবি: সংগৃহীত

‘ডন কো পাকড়না মুশকিল হি নেহি, নামুমকিন হ্যায়’— অমিতাভ বচ্চনের মুখে ‘ডন’ সিনেমার এ সংলাপ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল সত্তরের দশকে। এ সিনেমায় অমিতাভ বচ্চনকে ভিন্নরূপে উপস্থাপন করেছিলেন পরিচালক চন্দ্র বারোট। আজ রোববার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ৮৬ বছর বয়সে মারা গেলেন এ পরিচালক।

চন্দ্র বারোটের স্ত্রী দীপা বারোট সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গত ১১ বছর ধরে ফুসফুসের সমস্যায় ভুগছিলেন পরিচালক। ভর্তি ছিলেন একাধিক বেসরকারি হাসপাতালে। রোববার ভারতীয় সময় সকাল সাড়ে ৬টায় মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন চন্দ্র বারোট। গুণী এই পরিচালকের মৃত্যুর খবরে শোকস্তব্ধ বলিউড।

চন্দ্র বারোটের জন্ম ও বেড়ে ওঠা তানজানিয়ায়। পরে ভারতে স্থায়ী হন। প্রথম জীবনে তিনি ব্যাংককর্মী ছিলেন। প্রয়াত পরিচালক-অভিনেতা মনোজ কুমারের পরামর্শে বিনোদন দুনিয়ায় পা রাখেন। ‘ডন’-এর আগে ‘পূরব অউর পশ্চিম’, ‘ইয়াদগার’, ‘শোর’ ও ‘রোটি কাপড়া অউর মকান’-এর মতো জনপ্রিয় সিনেমার সহকারি পরিচালক হিসাবে কাজ করেন তিনি।

ডন তাঁর প্রথম পরিচালনা। প্রথম সিনেমাতেই ইতিহাস সৃষ্টি করেন তিনি। সেলিম-জাভেদের চিত্রনাট্যে নির্মিত ডন অমিতাভ বচ্চনের ক্যারিয়ারের অন্যতম আলোচিত সিনেমা। পরবর্তী সময়ে এ সিনেমার রিমেকে ডন হিসেবে হাজির হন শাহরুখ খান।

খুব বেশি সিনেমা পরিচালনা করেননি চন্দ্র বারোট। ডনের পর ১৯৮৯ সালে ‘আশ্রিতা’ নামে একটি বাংলা সিনেমা বানিয়েছিলেন তিনি। অবাঙালি হয়েও বাঙালির মনকে দারুণভাবে পর্দায় তুলে ধরেছিলেন চন্দ্র। সে কারণে তিনি বাঙালি দর্শকদের কাছেও সমাদৃত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আদানিকে রক্ষায় গোপনে ৩৯০০ কোটি রুপির ব্যবস্থা করেন নরেন্দ্র মোদি

আরপিও সংশোধন থেকে সরলে লন্ডন বৈঠকের ধারাবাহিকতায় ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া মনে করবে এনসিপি: আখতার

ভারতের ইন্দোরে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার

বাড়ি ফেরার পথে লালনশিল্পীকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

আজকের রাশিফল: মেজাজ সামলে রাখুন, ফেসবুকে দার্শনিকতা বন্ধ করুন

এলাকার খবর
Loading...