বিনোদন ডেস্ক
‘ডন কো পাকড়না মুশকিল হি নেহি, নামুমকিন হ্যায়’— অমিতাভ বচ্চনের মুখে ‘ডন’ সিনেমার এ সংলাপ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল সত্তরের দশকে। এ সিনেমায় অমিতাভ বচ্চনকে ভিন্নরূপে উপস্থাপন করেছিলেন পরিচালক চন্দ্র বারোট। আজ রোববার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ৮৬ বছর বয়সে মারা গেলেন এ পরিচালক।
চন্দ্র বারোটের স্ত্রী দীপা বারোট সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গত ১১ বছর ধরে ফুসফুসের সমস্যায় ভুগছিলেন পরিচালক। ভর্তি ছিলেন একাধিক বেসরকারি হাসপাতালে। রোববার ভারতীয় সময় সকাল সাড়ে ৬টায় মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন চন্দ্র বারোট। গুণী এই পরিচালকের মৃত্যুর খবরে শোকস্তব্ধ বলিউড।
চন্দ্র বারোটের জন্ম ও বেড়ে ওঠা তানজানিয়ায়। পরে ভারতে স্থায়ী হন। প্রথম জীবনে তিনি ব্যাংককর্মী ছিলেন। প্রয়াত পরিচালক-অভিনেতা মনোজ কুমারের পরামর্শে বিনোদন দুনিয়ায় পা রাখেন। ‘ডন’-এর আগে ‘পূরব অউর পশ্চিম’, ‘ইয়াদগার’, ‘শোর’ ও ‘রোটি কাপড়া অউর মকান’-এর মতো জনপ্রিয় সিনেমার সহকারি পরিচালক হিসাবে কাজ করেন তিনি।
ডন তাঁর প্রথম পরিচালনা। প্রথম সিনেমাতেই ইতিহাস সৃষ্টি করেন তিনি। সেলিম-জাভেদের চিত্রনাট্যে নির্মিত ডন অমিতাভ বচ্চনের ক্যারিয়ারের অন্যতম আলোচিত সিনেমা। পরবর্তী সময়ে এ সিনেমার রিমেকে ডন হিসেবে হাজির হন শাহরুখ খান।
খুব বেশি সিনেমা পরিচালনা করেননি চন্দ্র বারোট। ডনের পর ১৯৮৯ সালে ‘আশ্রিতা’ নামে একটি বাংলা সিনেমা বানিয়েছিলেন তিনি। অবাঙালি হয়েও বাঙালির মনকে দারুণভাবে পর্দায় তুলে ধরেছিলেন চন্দ্র। সে কারণে তিনি বাঙালি দর্শকদের কাছেও সমাদৃত।
‘ডন কো পাকড়না মুশকিল হি নেহি, নামুমকিন হ্যায়’— অমিতাভ বচ্চনের মুখে ‘ডন’ সিনেমার এ সংলাপ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল সত্তরের দশকে। এ সিনেমায় অমিতাভ বচ্চনকে ভিন্নরূপে উপস্থাপন করেছিলেন পরিচালক চন্দ্র বারোট। আজ রোববার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ৮৬ বছর বয়সে মারা গেলেন এ পরিচালক।
চন্দ্র বারোটের স্ত্রী দীপা বারোট সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গত ১১ বছর ধরে ফুসফুসের সমস্যায় ভুগছিলেন পরিচালক। ভর্তি ছিলেন একাধিক বেসরকারি হাসপাতালে। রোববার ভারতীয় সময় সকাল সাড়ে ৬টায় মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন চন্দ্র বারোট। গুণী এই পরিচালকের মৃত্যুর খবরে শোকস্তব্ধ বলিউড।
চন্দ্র বারোটের জন্ম ও বেড়ে ওঠা তানজানিয়ায়। পরে ভারতে স্থায়ী হন। প্রথম জীবনে তিনি ব্যাংককর্মী ছিলেন। প্রয়াত পরিচালক-অভিনেতা মনোজ কুমারের পরামর্শে বিনোদন দুনিয়ায় পা রাখেন। ‘ডন’-এর আগে ‘পূরব অউর পশ্চিম’, ‘ইয়াদগার’, ‘শোর’ ও ‘রোটি কাপড়া অউর মকান’-এর মতো জনপ্রিয় সিনেমার সহকারি পরিচালক হিসাবে কাজ করেন তিনি।
ডন তাঁর প্রথম পরিচালনা। প্রথম সিনেমাতেই ইতিহাস সৃষ্টি করেন তিনি। সেলিম-জাভেদের চিত্রনাট্যে নির্মিত ডন অমিতাভ বচ্চনের ক্যারিয়ারের অন্যতম আলোচিত সিনেমা। পরবর্তী সময়ে এ সিনেমার রিমেকে ডন হিসেবে হাজির হন শাহরুখ খান।
খুব বেশি সিনেমা পরিচালনা করেননি চন্দ্র বারোট। ডনের পর ১৯৮৯ সালে ‘আশ্রিতা’ নামে একটি বাংলা সিনেমা বানিয়েছিলেন তিনি। অবাঙালি হয়েও বাঙালির মনকে দারুণভাবে পর্দায় তুলে ধরেছিলেন চন্দ্র। সে কারণে তিনি বাঙালি দর্শকদের কাছেও সমাদৃত।
নাট্য সংগঠন বটতলার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রদর্শিত হবে নাটক ‘খনা’। আগামীকাল সোমবার একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মঞ্চায়িত হবে খনা নাটকের ৯৩তম প্রদর্শনী।
৬ ঘণ্টা আগেস্বপ্নে দেখা রাজকন্যা সিনেমার কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ ও নিশাত নাওয়ার সালওয়া। দুর্গাপূজা উপলক্ষে ২৬ সেপ্টেম্বর মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক।
৬ ঘণ্টা আগেগাজায় ইসরায়েলি হামলায় নিহত পাঁচ বছর বয়সী কন্যাশিশু রজবের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে নির্মিত ডকুড্রামা ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’ ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে সিলভার লায়ন পুরস্কার জিতেছে। ‘সিলভার লায়ন’ এই উৎসবের দ্বিতীয় সেরা ছবির পুরস্কার। ছবিটি নির্মাণ করেছেন ফরাসি-তিউনিসীয় পরিচালক কুসারু বিন হানিয়া।
১৮ ঘণ্টা আগেপ্রিন্স সিনেমায় অমিত রায়ের যুক্ত হওয়ার খবর জানিয়ে ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘প্রিন্স এখন কিংবদন্তীর লেন্সে! বাংলাদেশি সিনেমা এবার দেখতে যাচ্ছে এমন ভিজ্যুয়াল, যা আগে কখনো দেখা যায়নি।'
১ দিন আগে