কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের কলমে সৃষ্ট ফেলুদার গল্পে বাঙালিরা বুঁদ হয়েছেন সব সময়। গল্পের শুরু থেকে ক্লাইম্যাক্স ফেলুদাপ্রেমীদের মুখস্থ। তাই বড় পর্দায় ফেলুদা এলেই সিনেমাপ্রেমীদের একটা বড় অংশের মনে হয়, সিনেমা হল অবধি পৌঁছাতেই হবে। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় পরিচালক সন্দীপ রায় এবার তৈরি করেছেন টালিউড সিনেমা ‘নয়ন রহস্য’। ছবিটা মুক্তি পাচ্ছে আজ শুক্রবার।
সিনেমাটির গল্প এগিয়েছে একজন বাচ্চা ছেলেকে ঘিরে, এক্সেপশনাল নিউমারিক্যাল অ্যাবিলিটি আছে যার। হঠাৎ তার উধাও হয়ে যাওয়া আর একটা খুন, রহস্য তৈরি করে। তারপর ফেলুদা কীভাবে তোপসে আর জটায়ুকে নিয়ে সেই রহস্যের সমাধান করবে, সেটাই ছবির গল্প। ছবির নয়ন চরিত্রে দেখা গেছে অভিনভ বড়ুয়াকে। ছবিতে ফেলুদা ইন্দ্রনীল সেনগুপ্ত আর তোপসের চরিত্র করছেন আয়ুষ দাস। জটায়ুর চরিত্রে দেখা যাবে অভিজিৎ গুহকে।
পরিচালক সন্দীপ রায় বলেন, “হত্যাপুরী’ ছবিতে অভিনভ একটা ছোট চরিত্র করেছিল। তখনই ওকে খুব পছন্দ হয়। ও বেশি বড় হয়ে গেলে তখন নয়ন খুঁজতে সমস্যা হবে, সেটা ভেবেও এই ছবিটা আগে করলাম।’
পরিচালক আরও বলেন, ‘ফেলুদার গল্প যাঁরা পছন্দ করেন, তাঁদের অনেকের প্রিয় গল্প এটা। বড় পর্দায় এই ছবিটা দেখতে দর্শকদের কেমন লাগবে, তা জানার অপেক্ষায় রয়েছি।’
সিনেমাটি নিয়ে ইন্দ্রনীল বলেন, ‘এই ছবিতে শুধু ফেলুদা-তোপসে-জটায়ু নয়, অন্য চরিত্রগুলোও স্পেশাল। ‘‘হত্যাপুরী’’র জন্য আমরা দর্শকদের থেকে এতটাই ভালোবাসা পেয়েছি যে, এবারও সেই সমর্থন পাব আশা করছি। ফেলুদার ম্যাজিক কোনো দিন কমেনি।’
কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের কলমে সৃষ্ট ফেলুদার গল্পে বাঙালিরা বুঁদ হয়েছেন সব সময়। গল্পের শুরু থেকে ক্লাইম্যাক্স ফেলুদাপ্রেমীদের মুখস্থ। তাই বড় পর্দায় ফেলুদা এলেই সিনেমাপ্রেমীদের একটা বড় অংশের মনে হয়, সিনেমা হল অবধি পৌঁছাতেই হবে। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় পরিচালক সন্দীপ রায় এবার তৈরি করেছেন টালিউড সিনেমা ‘নয়ন রহস্য’। ছবিটা মুক্তি পাচ্ছে আজ শুক্রবার।
সিনেমাটির গল্প এগিয়েছে একজন বাচ্চা ছেলেকে ঘিরে, এক্সেপশনাল নিউমারিক্যাল অ্যাবিলিটি আছে যার। হঠাৎ তার উধাও হয়ে যাওয়া আর একটা খুন, রহস্য তৈরি করে। তারপর ফেলুদা কীভাবে তোপসে আর জটায়ুকে নিয়ে সেই রহস্যের সমাধান করবে, সেটাই ছবির গল্প। ছবির নয়ন চরিত্রে দেখা গেছে অভিনভ বড়ুয়াকে। ছবিতে ফেলুদা ইন্দ্রনীল সেনগুপ্ত আর তোপসের চরিত্র করছেন আয়ুষ দাস। জটায়ুর চরিত্রে দেখা যাবে অভিজিৎ গুহকে।
পরিচালক সন্দীপ রায় বলেন, “হত্যাপুরী’ ছবিতে অভিনভ একটা ছোট চরিত্র করেছিল। তখনই ওকে খুব পছন্দ হয়। ও বেশি বড় হয়ে গেলে তখন নয়ন খুঁজতে সমস্যা হবে, সেটা ভেবেও এই ছবিটা আগে করলাম।’
পরিচালক আরও বলেন, ‘ফেলুদার গল্প যাঁরা পছন্দ করেন, তাঁদের অনেকের প্রিয় গল্প এটা। বড় পর্দায় এই ছবিটা দেখতে দর্শকদের কেমন লাগবে, তা জানার অপেক্ষায় রয়েছি।’
সিনেমাটি নিয়ে ইন্দ্রনীল বলেন, ‘এই ছবিতে শুধু ফেলুদা-তোপসে-জটায়ু নয়, অন্য চরিত্রগুলোও স্পেশাল। ‘‘হত্যাপুরী’’র জন্য আমরা দর্শকদের থেকে এতটাই ভালোবাসা পেয়েছি যে, এবারও সেই সমর্থন পাব আশা করছি। ফেলুদার ম্যাজিক কোনো দিন কমেনি।’
ম্যানচেস্টারের প্রথম কনসার্টে জেমস ক্যামেরনের সঙ্গে কাজের কথা প্রকাশ করেন বিলি আইলিশ। যেহেতু জেমস ক্যামেরনের মতো বিশ্ববিখ্যাত নির্মাতার সঙ্গে প্রথম কাজ, বিলি আইলিশ তাই খবরটি ভক্তদের জানানোর জন্য উন্মুখ হয়ে ছিলেন।
১১ ঘণ্টা আগেচন্দ্র বারোটের প্রথম পরিচালনা ডন। প্রথম সিনেমাতেই ইতিহাস সৃষ্টি করেন তিনি। সেলিম-জাভেদের চিত্রনাট্যে নির্মিত ডন অমিতাভ বচ্চনের ক্যারিয়ারের অন্যতম আলোচিত সিনেমা।
১৪ ঘণ্টা আগেকোনালের সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন নিলয় ডি রকস্টার। ময়না গানের ভিডিওতে মডেল হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী এবং অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন।
১৫ ঘণ্টা আগেদুজন হাতে হাত ধরে ঢোকেন অনুষ্ঠানে। সারাক্ষণ তাঁরা একসঙ্গেই ছিলেন। সুস্মিতাকে মুহূর্তের জন্যও চোখের আড়াল করতে চাইছিলেন না সৃজিত। সুস্মিতার হাত ছেড়ে অন্য কোথাও যেতে দেখা যায়নি পরিচালককে।
১৮ ঘণ্টা আগে