Ajker Patrika

ফেলুদার নতুন সিনেমা ‘নয়ন রহস্য’ আজ থেকে বড় পর্দায়

আপডেট : ১০ মে ২০২৪, ১০: ০৮
ফেলুদার নতুন সিনেমা ‘নয়ন রহস্য’ আজ থেকে বড় পর্দায়

কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের কলমে সৃষ্ট ফেলুদার গল্পে বাঙালিরা বুঁদ হয়েছেন সব সময়। গল্পের শুরু থেকে ক্লাইম্যাক্স ফেলুদাপ্রেমীদের মুখস্থ। তাই বড় পর্দায় ফেলুদা এলেই সিনেমাপ্রেমীদের একটা বড় অংশের মনে হয়, সিনেমা হল অবধি পৌঁছাতেই হবে। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় পরিচালক সন্দীপ রায় এবার তৈরি করেছেন টালিউড সিনেমা ‘নয়ন রহস্য’। ছবিটা মুক্তি পাচ্ছে আজ শুক্রবার।

সিনেমাটির গল্প এগিয়েছে একজন বাচ্চা ছেলেকে ঘিরে, এক্সেপশনাল নিউমারিক্যাল অ্যাবিলিটি আছে যার। হঠাৎ তার উধাও হয়ে যাওয়া আর একটা খুন, রহস্য তৈরি করে। তারপর ফেলুদা কীভাবে তোপসে আর জটায়ুকে নিয়ে সেই রহস্যের সমাধান করবে, সেটাই ছবির গল্প। ছবির নয়ন চরিত্রে দেখা গেছে অভিনভ বড়ুয়াকে। ছবিতে ফেলুদা ইন্দ্রনীল সেনগুপ্ত আর তোপসের চরিত্র করছেন আয়ুষ দাস। জটায়ুর চরিত্রে দেখা যাবে অভিজিৎ গুহকে।

পরিচালক সন্দীপ রায় বলেন, “হত্যাপুরী’ ছবিতে অভিনভ একটা ছোট চরিত্র করেছিল। তখনই ওকে খুব পছন্দ হয়। ও বেশি বড় হয়ে গেলে তখন নয়ন খুঁজতে সমস্যা হবে, সেটা ভেবেও এই ছবিটা আগে করলাম।’

‘নয়ন রহস্য’ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীতপরিচালক আরও বলেন, ‘ফেলুদার গল্প যাঁরা পছন্দ করেন, তাঁদের অনেকের প্রিয় গল্প এটা। বড় পর্দায় এই ছবিটা দেখতে দর্শকদের কেমন লাগবে, তা জানার অপেক্ষায় রয়েছি।’

সিনেমাটি নিয়ে ইন্দ্রনীল বলেন, ‘এই ছবিতে শুধু ফেলুদা-তোপসে-জটায়ু নয়, অন্য চরিত্রগুলোও স্পেশাল। ‘‘হত্যাপুরী’’র জন্য আমরা দর্শকদের থেকে এতটাই ভালোবাসা পেয়েছি যে, এবারও সেই সমর্থন পাব আশা করছি। ফেলুদার ম্যাজিক কোনো দিন কমেনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত