প্রথমবারের মতো সরকারি অনুদানের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন শাকিব খান। কথা চূড়ান্ত। প্রযোজক খোরশেদ আলম খসরু জানান, ‘অনেকেই মনে করেন, অনুদানের ছবি মানেই কম বাজেটের, টেলিভিশনে দেখানোই মূল উদ্দেশ্য। আমরা এমন ধারণার পরিবর্তন আনতে চাইছি। তাই ছবির নায়ক হিসেবে শাকিব খানকে নিয়েছি। বড় বাজেটের ছবি এটি।’
বাণিজ্যিক ছবির প্রযোজক হয়েও কেন সরকারি অনুদান নিতে হলো? কারণ জানিয়ে খসরু বলেন, ‘নিজের টাকা দিয়ে অনেক ছবি বানিয়েছি। বেশ কিছু ছবি ব্যবসায়িক সাফল্য পায়নি। তবু আমি ছবি বানাতে চাই, সরকারের কাছ থেকে যদি কিছু পাওয়া যায়, তাহলে নিজে কিছু লগ্নি করে একটি ভিন্ন ধরনের গল্প নিয়ে কাজ করতে চাই। সেই ভাবনা থেকেই অলিকের সঙ্গে গল্প শেয়ার করি এবং অনুদানের জন্য চিত্রনাট্য তৈরি করি।’
সেপ্টেম্বরে জামালপুরে ছবির শুটিং শুরু হবে। স্থান নির্বাচনের এখন জামালপুরে আছেন নির্মাতা। গল্পের নায়ক পেশাদার নৌকাবাইচ খেলোয়াড়। শাকিবসহ আরও ৩০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে।
নির্মাতা এস এ হক অলিক বলেন, ‘খসরু ভাইয়ের দীর্ঘদিনের ইচ্ছে ছিল ভিন্ন রকমের একটি গল্প নিয়ে ছবি করার। এক আড্ডায় তিনি দুই লাইনের একটা গল্প বলেন। গল্পটা আমার মাথায় গেঁথে যায়। এরপর খসরু ভাইয়ের সঙ্গে গল্পটা নিয়ে আরও বিস্তারিত আলাপ করে ‘গলুই’ দাঁড় করাই।’
পরিচালক জানান, গলুই মানে নৌকার গলুই। নৌকার সঙ্গে জীবন, জীবনের সঙ্গে সম্পর্ক, পরিবার, রাষ্ট্র ও সমাজব্যবস্থা মিলিয়ে একটা জীবনধারা। এর মধ্যে প্রেম, টানাপোড়েন, বন্ধন–পুরো ছবিটার মধ্যে থাকবে। সে জন্যই ছবির নাম গলুই। কারণ নৌকার এক প্রান্তে থাকে মাঝির আসন, অন্য প্রান্তে নিশানা। নিশানা যদি ঠিক না থাকে, তাহলে নৌকা এদিক-সেদিক করবে। জীবনটাও তাই। স্বামী-স্ত্রীর সম্পর্কে একজন যদি একটু এদিক-সেদিক হয়, সংসারটা ঠিকঠাক চলে না।
শোনা যাচ্ছে, ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করবেন শবনম বুবলী। তবে প্রযোজক বা পরিচালক এখনই সব কলাকুশলী নিয়ে কথা বলতে নারাজ। পরিচালক অলিক জানান, সেপ্টেম্বরে জামালপুরে ছবির শুটিং শুরু হবে। স্থান নির্বাচনের জন্য এখন জামালপুরে আছেন নির্মাতা এস এ হক অলিক। ছবির গল্পের নায়ক পেশাদার নৌকাবাইচ খেলোয়াড়। শাকিবসহ আরও ৩০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে।
ছবিতে ইতিমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন আজিজুল হাকিম ও ফজলুর রহমান বাবু। গান করছেন কুমার বিশ্বজিৎ, হাবিব ওয়াহিদ প্রমুখ।
প্রথমবারের মতো সরকারি অনুদানের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন শাকিব খান। কথা চূড়ান্ত। প্রযোজক খোরশেদ আলম খসরু জানান, ‘অনেকেই মনে করেন, অনুদানের ছবি মানেই কম বাজেটের, টেলিভিশনে দেখানোই মূল উদ্দেশ্য। আমরা এমন ধারণার পরিবর্তন আনতে চাইছি। তাই ছবির নায়ক হিসেবে শাকিব খানকে নিয়েছি। বড় বাজেটের ছবি এটি।’
বাণিজ্যিক ছবির প্রযোজক হয়েও কেন সরকারি অনুদান নিতে হলো? কারণ জানিয়ে খসরু বলেন, ‘নিজের টাকা দিয়ে অনেক ছবি বানিয়েছি। বেশ কিছু ছবি ব্যবসায়িক সাফল্য পায়নি। তবু আমি ছবি বানাতে চাই, সরকারের কাছ থেকে যদি কিছু পাওয়া যায়, তাহলে নিজে কিছু লগ্নি করে একটি ভিন্ন ধরনের গল্প নিয়ে কাজ করতে চাই। সেই ভাবনা থেকেই অলিকের সঙ্গে গল্প শেয়ার করি এবং অনুদানের জন্য চিত্রনাট্য তৈরি করি।’
সেপ্টেম্বরে জামালপুরে ছবির শুটিং শুরু হবে। স্থান নির্বাচনের এখন জামালপুরে আছেন নির্মাতা। গল্পের নায়ক পেশাদার নৌকাবাইচ খেলোয়াড়। শাকিবসহ আরও ৩০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে।
নির্মাতা এস এ হক অলিক বলেন, ‘খসরু ভাইয়ের দীর্ঘদিনের ইচ্ছে ছিল ভিন্ন রকমের একটি গল্প নিয়ে ছবি করার। এক আড্ডায় তিনি দুই লাইনের একটা গল্প বলেন। গল্পটা আমার মাথায় গেঁথে যায়। এরপর খসরু ভাইয়ের সঙ্গে গল্পটা নিয়ে আরও বিস্তারিত আলাপ করে ‘গলুই’ দাঁড় করাই।’
পরিচালক জানান, গলুই মানে নৌকার গলুই। নৌকার সঙ্গে জীবন, জীবনের সঙ্গে সম্পর্ক, পরিবার, রাষ্ট্র ও সমাজব্যবস্থা মিলিয়ে একটা জীবনধারা। এর মধ্যে প্রেম, টানাপোড়েন, বন্ধন–পুরো ছবিটার মধ্যে থাকবে। সে জন্যই ছবির নাম গলুই। কারণ নৌকার এক প্রান্তে থাকে মাঝির আসন, অন্য প্রান্তে নিশানা। নিশানা যদি ঠিক না থাকে, তাহলে নৌকা এদিক-সেদিক করবে। জীবনটাও তাই। স্বামী-স্ত্রীর সম্পর্কে একজন যদি একটু এদিক-সেদিক হয়, সংসারটা ঠিকঠাক চলে না।
শোনা যাচ্ছে, ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করবেন শবনম বুবলী। তবে প্রযোজক বা পরিচালক এখনই সব কলাকুশলী নিয়ে কথা বলতে নারাজ। পরিচালক অলিক জানান, সেপ্টেম্বরে জামালপুরে ছবির শুটিং শুরু হবে। স্থান নির্বাচনের জন্য এখন জামালপুরে আছেন নির্মাতা এস এ হক অলিক। ছবির গল্পের নায়ক পেশাদার নৌকাবাইচ খেলোয়াড়। শাকিবসহ আরও ৩০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে।
ছবিতে ইতিমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন আজিজুল হাকিম ও ফজলুর রহমান বাবু। গান করছেন কুমার বিশ্বজিৎ, হাবিব ওয়াহিদ প্রমুখ।
অভিনয়ের পাশাপাশি অনেক তারকা বিভিন্ন ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত হন। কারও আছে রেস্তোরাঁ, কেউ যুক্ত স্যালন ও পারলারের সঙ্গে, কারও আছে ফ্যাশন ব্র্যান্ড। অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও যুক্ত হয়েছেন ব্যবসার সঙ্গে।
২৮ মিনিট আগেঅপু বিশ্বাসের পর এবার শবনম বুবলী ও ছেলে বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রে ঘুরছেন শাকিব। আজ দুপুরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তাঁদের একসঙ্গে সময় কাটানোর কয়েকটি ছবি। এরপর বিষয়টি আর গোপন রাখেননি বুবলী। তিনজনের বেশ কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘লাইফ ইন ইউএসএ’।
১ ঘণ্টা আগেনাট্যদল বাতিঘর থিয়েটারের আলোচিত নাটক ‘র্যাডক্লিফ লাইন’ আবার ফিরছে মঞ্চে। সর্বশেষ ২০২৩ সালের আগস্টে মঞ্চস্থ হয়েছিল নাটকটি। দুই বছর পর ১৫ আগস্ট সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে আবার দেখা যাবে র্যাডক্লিফ লাইন।
৯ ঘণ্টা আগেগতকাল প্রকাশিত হলো আসিফ আকবরের ‘যত ভালোবাসি তোরে’ গানের ভিডিও। ডিপি মিউজিক স্টেশন ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানটির ভিডিওতে মডেল হয়েছেন নয়ন সানি ও অভিনেত্রী প্রিয়া অনন্যা। ভিডিও পরিচালনা করেছেন মোহন ইসলাম।
১৩ ঘণ্টা আগে